নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতার মায়াজাল

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

কবিতার মায়াজাল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


কবিতার ছোট ছোট মায়া "
ভালবাসার ছায়াঘন শীতল ছোয়া "
জীবনে এনে দেয় স্বপ্নগুলোকে '
জীবনের চাওয়া পাওয়ার যে স্বপ্প থাকে।


কবিতা তোমার বাস্তবে প্রাণবন্ত '
ভাবনাকে করেছে জীবন্ত '
সুরকে করেছে প্রাণবন্ত "।

কবিতা কাঠের গুনের মত '
ডুকে যায় তোমার মস্তিষ্কে '
তোমার ভাবনাতে, চিন্তাতে "
প্রেমে, আলিংগনে " তৃপ্তিতে "।
কবিতা তোমার হৃদপিন্ডের কম্পনে '
শ্বাসপ্রশ্বাসে, জীবনে মরনে "।


প্রেমের কবিতা প্রেমময় করেছে '
ব্যাথার কবিতা ভুলিয়েছে আপনাকে।
বিদ্রোহ তোমার রক্তে,।
জাগিয়েছে বিদ্রোহী কবিতা।


কবিতা যত পড়েছ "
জীবনে গেথে গেছে তোমার '
হাড়িয়ে যায়নি জীবন থেকে।
যতবার কবিতা জেগেছে '
ইতিহাস গড়েছে পৃথিবীতে।


কবিতা তোমার স্বপ্নকে জাগিয়েছে
জাগিয়েছে তোমার ভাবনাকে '
এ জীবন কবিতাতে ভরা "
কবিতার রংদিয়ে সেজেছে বসুন্ধরা '।


জীবন তোমার কবিতা লেখে '
ভাবনা তোমার ছবি আঁকে ''
তুমি যে কবি "
ভাবনাতে কবি " "স্বপ্নে কবি।
তুমি যে শিল্পী,
ছন্দের জাদুতে শিল্পী "

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

Monthu বলেছেন: ভালো হয়েছে।।।।।।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

Monthu বলেছেন: সুন্দর কাব্যিক রস আছে এতে। সুন্দর ভাবনা। ভালোবাসা নিবেন

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনিও ভালোবাসা নিবেন

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

নজসু বলেছেন: সহজ সরল
ভালো লাগা।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: গুরু - খবরদার নিজের কোনো ভালো image তৈরী করবে না। শালা সারা জীবন ওই image কে বাঁচিয়ে রাখতে রাখতে নিজেকে আর খুঁজে পাবে না। নিজের মত করে বাঁচতেও পারবে না। শালা নিজের image তা যত পারো খারাপ কর। কেউ তোমার কাছে কিছু আশা করবে না।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিযে বলেন ভাই। আপনি এমন বললে কি করে হবে? আপনি তো সুন্দর ছবি তোলেন। ।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম তা ঠিক নিজের ইমেজ নিজে গড়ে তোলা যায়না

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: কবিতার মায়াজালে বেঁধে নিলে আমায়।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুনে প্রীত হলাম প্রিয়। আপনার কবিতাতেও আমি মুগ্ধ

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আরোগ্য বলেছেন: কবিতা পড়ে আমার অন্যতম প্রিয় কবি শেলীর কথা মনে পড়লো।
ভালো লাগলো কবিতা।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। আপনার কথায় ভালোবাসার ছোয়া পেলাম। তবে আমি কি আর এতো মহান কবির সমতুল্য? তিনি কোথায় আমি কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.