নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা অপরাধী নয়

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩





ভালোবাসা অপরাধী নয়
========


প্রেম সেতো স্বর্গ থেকেই আসে।
নষ্ট নামক শব্দ যোগ করেছ তোমরা।

মধু শেষ হলে উড়ে যায় ভ্রমরা।
টাকা শেষ হলে চলে যায় তাহারা।


প্রেম সেটা হয়ে গেলো নষ্ট প্রেম।
ভালোবাসা আর আগের মতো নাই।
সব কিছুতেই হিসেবের ক্যালকুলেটর এসে হাজির।
আমাদের মস্তিস্ক এখন লোভের কারখানা।


কারো লোভ দেহে।
কারো লোভ মোহে।
কারো লোভ ক্ষমতায়।
কারো লোভ সম্পদ আর টাকায়।


ভালোবাসা হেড়ে যায়।
অভাব নাকি ঘরে আসিলে,ভালোবাসা জানালা দিয়ে পালায়।
উক্তিটি যুক্তিগত হয়ে গেছে আমাদের সংসারে।
ভালোবাসা বন্দি এখন কারাগারে।


জীবন যেভাবেই যায়।
শেষ হবে একদিন।
ভালোবাসা ছাড়া বাচেনা মানুষ।
জিন্দালাশ হয়ে বাচে প্রতিদিন।


ভালোবাসা অপরাধী নয়।
অপরাধী মানুষের চিন্তা চেতনা।
অপরাধীরা সুখে আছে খুব?
মানুষ মানুষকে চিনেনা।


ধোঁকাবাজ কখনো সুখে থাকে না।
ভালোবাসা কখনো নষ্ট হয়না।
নষ্ট হয় শুধু তোমাদের চরিত্র।
ভালোবাসা ফুলের চাইতেও বেশি পবিত্র।








ভালোবাসা অপরাধ নয়।
ভালোবাসা অপরাধী নয়।
ভালোবাসা শুধু নারী পুরুষের প্রেম নয়।
ভালোবাসা অনেক রকম হয়।


প্রেম জীবনে স্বপ্ন আনে।
বেচে থাকার আশা দেয় প্রতিদানে।


ভালোবাসা মনকে করে উন্নত।
ভরে দেয় আছে যতো মনের ক্ষত।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

Monthu বলেছেন: ধোঁকাবাজ কখনো সুখে থাকে না

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। ঠিক ধরেছেন

২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নজসু বলেছেন: ধোঁকাবাজ কখনো সুখে থাকে না[/sb

আমি কবিতা পাঠ করে এই লাইনটাই লিখতে চেয়েছিলাম।
Monthu ভাইয়ের টা আমি দেখিনি কিন্তু।

একেকজনের ভালোবাসা একেক রকম।
মানুষ ভালোবাসাকে বিভিন্নভাবে ব্যবহার করছে।
অপরাধী ভালোবাসা নয়;
যারা ভালোবাসে তারাই দায়ী।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন। ভালোবেসে যারা ধোকা দেয় তারাই দায়ী। ভালোবাসা অপরাধ না। ভালোবাসা অপরাধী না। ভালোবাসা শুধু নারী পুরুষের প্রেম না। ভালোবাসা অনেক রকম হয়

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: তাহলে আমাকে একটু ভালোবাসা দিয়েন। কবিতায় মুগ্ধতা। +

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিন। ভালোবাসা দিন।ধন্যবাদ

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

ফারিহা নোভা বলেছেন: দারুন লাগল আপনার কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.