|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 মাটির মানুষ 
============
    
রোদে পোড়া মাংস , দেহে  কালো ছাই হয়।
যার ঘাম বাতাসে মিশেনা।
রাস্তাকে পবিত্র করে।
চারদিকে এই মেহনতি মজদুরের কে নেয় খবর।
পুরা মাংশের গন্ধ আছে এই দালানে।
আমার অট্টালিকাতে তাহার ঘামের  ঘ্রাণ। 
এই যে চাল রোজ শান্তিতে খাও।
কত সুস্বাদু  রান্না করে।
সেই চালে লেগে আছে মাটির সন্তানের তাজা রক্ত।
আজ তারা ন্যায্য  দাম পায়না ধানের।
বাজারে তো চালের দাম কম নয়।
শুধু ধানের দাম কমে যায়।
বাজারে ফ্ল্যাট বাড়ি বিক্রি হয় কোটি টাকায়।
মজদুর মরে  অনাহারে অবহেলায়।
এই যে ইট পাথরের রাস্তা।
এতো নয় সস্তা,  
কোটি টাকা বাজেট আসে এই  রাস্তায়।
গরিবের ঘাম ঝড়ে যায়।
শ্রমীকের ভাগ্যচাকা  তবু না বদলায়।
গার্মেন্টস  এর সচল চাকা।
ধরে রাখে যে নারীর হাত।
তার ঘরে জোটেনা এক মুঠো ভাত।
তার বেতনে টানাপোড়নে চলে সংসার।
এই হল  বৈদেশিক মুদ্রা আয়ের উপহার। 
আমার কথা মিছে নয়।
যাও যাচাই করে দেখো।
আন্তর্জাতিক বাজারে শ্রমীকের দাম কত হয়।
কেন আমাদের দেশে কম দেয়া হয়।
         
মাটির মানুষ মাটিতেই মিশে যায়।
রক্ত পানিতে, ঘামে,  মাটিতে মিলে যায়।
কেউ দেখার  নাই, কারো মনে দয়া নাই।
 চাকরি থাকবে না যাবে।
বেসরকারি খাতে তার নিশ্চয়তা নাই।
ভাতের অভাব নাই।
বড়লোক আছে আমাদের দেশে অনেক।
তাই  পাথাপিছু আয় নাকি বেশি।
আমরা শুধু সেই হিসাব নিয়ে আছি।
গরিবের খবর কি কোনদিন নিয়েছি?
    
  
   
   
 ১৭ টি
    	১৭ টি    	 +৪/-০
    	+৪/-০  ০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৯
০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।। আপনি আছেন দেখেই ভুল টা ধরা পড়লো।।। ভালোবাসা নিবেন ভাই
২|  ০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৬
০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৬
Monthu বলেছেন: সুন্দর সত্য প্রকাশ করেছেন । সত্য তিতা লাগে কারো কাছে। ভালো প্রকাশ করেছেন । ভালো লাগলো কবিতা।
  ০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৭
০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩১
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩১
মাহমুদুর রহমান বলেছেন: মাটির মানুষ মাটিতেই মিশে যায়।
রক্ত পানিতে, ঘামে, মাটিতে মিলে যায়।
কেউ দেখার নাই, কারো মনে দয়া নাই  
দয়া-মায়া সব উঠে গেছে,সবাই এখন ইয়া নাফসি ইয়া নাফসিতে মত্ত।
  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। এইটাই তো। বাজারে দেখেন সব তরকারি, চাল সব দাম বেশি।গত বছর বেগুনের দাম আকাশে। অথচ কৃষক একটা টাকাও পায়না। শ্রমিক আসল দাম পায় না। শ্রমের মূল্য কম পায়। তাদের জীবনের কোন দাম নাই। কোম্পানি তে গার্মেন্টস এ কোন লাইফ সিকিউরিটি নাই। আগুন লাগে, বিল্ডিং ধসে পড়ে। আরো কত কিছু। কোন সেফটি নাই
৪|  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৫১
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৫১
সাহিনুর বলেছেন: পুরো বাস্তব টিকে একটি মালায় গেঁথেছেন ভাইয়া আপনি ।
  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৩
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৫|  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৪
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৪
মহসিন ৩১ বলেছেন: আপনি ঠিক 'মোক্ষ'ম ভাবে সময়ের শহরের বাস্তব চিত্র তুলে এনেছেন । নিজ দৃষ্টি-তে সৃষ্টি নাই, ক্রিস্টি হয় ; ক্রিয়া হয় -- কর্ম-ই হচ্ছে শুধু তাই। ----ওরা কর্মী আর আপনি তার দ্রষ্টা ; কে যে এখানে উন্নত অবস্থানে আছে সেটা কেই বা জানে !!
  ০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
০২ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বেতন তো কম ই। জীবনের সেফটি ও নাই।
ধন্যবাদ  সময় নিয়ে পড়ার জন্য। মন্তব্য করার জন্য
৬|  ০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪০
০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪০
সনেট কবি বলেছেন: বাস্তব চিত্র তুলে ধরেছেন কবি।
  ০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:০১
০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৭|  ০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৩১
০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৩১
আরোগ্য বলেছেন: এদেশের মানুষ গরীবের রক্ত খেয়ে শরীরে রক্ত জমা করে।
  ০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৮
০২ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন।
৮|  ০২ রা নভেম্বর, ২০১৮  রাত ১০:৩০
০২ রা নভেম্বর, ২০১৮  রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: কবিতার ভিতরে ছবি না দিতে অনুরোধ করছি।
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৮
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৯
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।আর পরামর্শ দেয়ার জন্য
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৫
০২ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: রোদে পূরা নয়, হবে রোদে পোড়া।
পুরো কবিতায় অনেক কিছু ধরেছেন। বাস্তব সত্য তুলে ধরেছেন।