![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি বলেই
♦♦♦
ভালোবাসি তাই তোমার কথা মনে পড়ে।
ভালোবাসি বলেই তোমার বিজয়ে আমার আত্মা উল্লাসিত হয়।
ভালোবাসি বলেই তোমার স্পর্শ আমাকে শান্তি দেয়।
ভালোবাসি বলেই চিন্তাতে চেতনাতে তুমি।
আমার মায়ের আসন নিয়েছ।
সম্মানের যে উঁচু আসন,
প্রাণের গভিরে আছো তুমি।
হে আমার বাংলা মা।
ভালোবাসি তাই তোমার প্রকৃতি দেখে হয়েছি মুগ্ধ।
জীবনের চাইতে তোমার কথা ভাবি বহুগুণ।
ভালোবাসি তাই ভালোবেসে যাবো।
মাতৃ স্নেহ হতে বিতারিত করোনা এ সন্তানকে।
ভালোবাসি তোমায় আমার জন্মভূমি।
তোমার চরণতলে যেনো হয় ঠাই।
ভালোবাসি তাই দায় আর কর্তব্য পালনে।
থাকতে চাই বীরদের সাথে।
ভালোবাসি আমার রক্তের চাইতেও বেশি।
তোমার নিরাপদ থাকা,
আমার মায়ের, ভাইয়ের বেচে থাকা,
আমাদের শেষ আশ্রয়।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: আজকাল কেউ দেশ নিয়ে কবিতা লিখে না।
সবাই প্রেমিকা নিয়ে ব্যস্ত। ফাস্ট ফুড।
আপনাকে ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। দেশকে ভালোবাসা তো কর্তব্য আর এটা মা কে ভালোবাসার সমান। দেশ ই তো মা।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশপ্রেমের বাহিপ্রকাশ দেখে হিংসে লাগছে ভাই!
কবিতায় প্লাস++++
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসুন দেশকে। মায়ের মতো। দেশ ই তো আমাদের একসাথে বাচার অধিকার দেয়।।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।ধ্বংস হোক সকল হিংসা প্রতিহিংসা।ভালবাসা বিরাজ করুক সর্বত্র।