|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আমি আগে ব্লগার বলতে শুধু গুগলের যে সেবা আছে http://www.blogspot.com blogger এটিকেই জানতাম। আসলে তখন জানতাম না ব্লগার নামে কোন আজব প্রাণী আছে। স্কুলে পড়তাম যখন। কলেজে উঠি তখনো না। আর লেখা শুরু করিনি কোন সাইটে । তখন জানতাম অনলাইনে অনেক পেপার থাকে,  আবার কিছু ম্যাগাজিন আর কিছু ওয়েবসাইট শুধু কবিতা উপন্যাস প্রচার করে। তবে সেখানে যে কেউ লিখতে পারে জানতাম না। ওয়েব সাইট সম্পর্কে পড়েছি। তাই ভেবেছিলাম এই ব্লগ গুলো যেসব গ্রুপের শুধু তারাই লেখে। আর বাকিরা পড়ে।
১)))সবাই লিখতে পারে এটা জানলাম যখন প্রথম ব্লগার হত্যা হল। চারদিকে নিউজ যে ব্লগার কে কেউ হত্যা করেছে।  যাই হোক আমার তখন খুব ইচ্ছা হল,  যে জানার ইচ্ছা জাগলো, ব্লগার কি?  কি করে এরা?  
২)একটা ফোন ছিল,  নোকিয়া, x2. । সার্চ দিলাম what is blogger,? who is blogger?   যা পেলাম প্রশ্ন করা শুরু করলাম। জানি আমার প্রশ্নের উত্তর কারো কাছে নাই। তাই গুগল ই ভরসা।আমি মোবাইল ক্রয় করার পর থেকেই জানি মানুষ যারা ওয়েব সাইটে লিখে সব গুগল, বাইদু (চাইনা)   সার্চ ইঞ্জিন,   এসবেই জমা থাকে। তাই তাদের জিজ্ঞাস করলেই পাওয়া যাবে। আমি কি চাই?  আমার মোবাইলে বাংলা লিখতে পারতাম না।
৩)কয়দিন পর একটা Samsung ফোন কিনলাম  । তো এখন আমি বাংলা সার্চ করতে শুরু করলাম।  ব্লগার কারা?  ব্লগার কি? ব্লগার কে? ব্লগারের কাজ কি? কি কর? আপনি কি ব্লগার হতে চান?  ব্লগার আইডি খোলা।
৪)পরে আমি বেশ কয়েকবার ব্লগ স্পটে সাইট খুলতেও চেয়েছি  পাইনি।
৫)পরে এই উত্তর গুলো খুঁজতে গিয়ে আমি পেলাম সামু , বাংলা ব্লগ,  মুক্ত ব্লগ,  আরো ইস্টিশন,  আরো অনেক। তো লেগে গেলাম কবিতা লেখার ব্লগ খোজলাম।
৫) আরো সার্চ করলাম Top ১০ bangla blog,  দশটি বাংলা ব্লগ কি?  ভালো বাংলা ব্লগের নাম। সব প্রশ্ন সেই গুগলকে। গুগল মানুষ হলে আমাকে এক লাথি দিতো। বলতো বেটা একি প্রশ্ন বারবার জিজ্ঞাস করস কেন? একবার ইংরেজিতে একবার বাংলাতে। থাম এখন, তোর জালাতন আর ভালো লাগে না।
৬) প্রথমে আমি বাংলার কবিতা,  বাংলা কবিতা, তারপর তারুণ্য তে লগ ইন করি।
৭)তারপর আমার ক্ষুদা, মানে জানার তৃষ্ণা যেনো কমেই না। আরো জিজ্ঞাসা গুগল কে। আর কাকে। 
৮) পরে আমি সব দেখার পর ইস্টিশন ব্লগেও সাইন ইন করি।  লাভ হয়নি। তার এতো গুলো শর্ত দিলো। আমার মাথা নষ্ট, ভাই এতো শর্ত?
৯)গুগলে কে আবার জিজ্ঞাস করলাম,  সহজে লেখা যায় এমন ব্লগ সাইট কোনটা? সবার জন্য উন্মুখতা কোনটা?  মুক্ত কোনটা?  
তো সেখানে কিছু নিয়ম পেলাম।
১০)সামুতে আসলাম। আর সাইন ইন করলাম। আরে আমার লেখা দেখা যায়না। এক বন্ধুকে লিংক দিলাম আমার লেখা পড়। সে বলে কই
এইখানে কিছু নাই।বুঝলাম অনুমতি মিলে নাই
১১)অবশেষে অনুমতি পেলাম লেখা দেখালো তবে প্রথম পাতায় নয়।
১২) ৯মাস লাগে আমার প্রথম পাতায় আসতে। যাই হোক আমি থেমে নাই।
১৩) গুগল কে এতো জালাই, তাও কিছু বলে না। আর এখন আমি সামু ব্লগার। হা হা হা ।
এখন তোমাদের পালা,  সামু। গুগল তুই বিশ্রাম নে। মামুন তোকে জালাবে কম। একেবারে ছাড়িনি। ওখনো জালাতন করবো। তবে কম। 
 ২৬ টি
    	২৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেক সিন বাচো? জিও জি বারকে।
২|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫২
তারেক_মাহমুদ বলেছেন: সামুতে একটা আইডি আছি 'আমি ব্লগার হইছি' আইডিটা দেখলে বেশ মজা লাগে। অনেকেই ব্লগার পরিচয় দিতে ইতস্ততবোধ করেন তাদের দলে আমিও।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি যে লেখালেখি করি এটা আগে কেউ জানতো না। মাস দুয়েক হল আস্তে আস্তে ১জন দুই জন জানে। তাও সবাই না। এর জন্য এই গুগল ই দায়ী। শালা সার্চ করতেই হয়তো আমার লেখা সামনে নিয়ে গেছে।  আর ঢুকতেই আমার নাম ছবি।
৩|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১০
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১০
অপু দ্যা গ্রেট বলেছেন: 
আমি ব্লগার কিনা জানি না পড়তে এবং লিখতে ভালবাসি । জানতে এবং জানাতে ভালবাসি । তবে যখন সামুর কথা আসে গর্ব ভরেই বলি আমি সামু ব্লগার ।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১৭
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো। ধন্যবাদ, আপনার মন্তব্য শুনে ভালো লাগলো। আমি কবিতা লেখি এইটাই পছন্দ না। আমার পিতার। আর আপনি বলেন ব্লগার। হাহা হা। বাড়ি থাইকা বের করে দিবো। বলে কবি টবি হইয়া লাভ নাই। আমি কই আমি কবি না। সে বলে তাহলে তোর ডাইরিতে এগুলো কি? ভন্ড হইবা। পড়া লেখা বাদ দিলেই কেউ নজরুল হয়না। এই কথা কয়। কবিতা লেখলেই তুই ভাবছিস তুই রবী ঠাকুর হয়ে যাবি?
৪|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
নজসু বলেছেন: একটা সময় সামু সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো ছিলো না।
কারণটা এখানে না বলাই ভালো। 
সামুকে নিয়ে আমার বেশ কিছু স্মৃতি, পরোক্ষভাবে সামুতে জড়িয়ে যাওয়া ছিল অনেক আগের ঘটনা।
আপনার পোষ্টটা দেখে সেসব কথা লিখতে ইচ্ছে করছে আমার।
মনে হচ্ছে গল্পগুলো লিখে পোষ্ট করে একদিন আপনাদের জানাই। 
তখন বুঝবেন, সামুর প্রতি আগে থেকেই আমার একটা গোপন ভালোবাসা ছিল।
নতুন হিসেবে এখানে এসে বুঝলাম আমার ধারণা ভুল ছিল। 
এখান সবাই খুব ভালো।  বন্ধুত্বপূর্ণ মনেভাব।  
সবাই সবাইকে আপনার করে নিতে পারেন।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম এই ব্লগে অনেক ভালো ও সামাজিক। অন্য ব্লগে সব ঘারতেরা রোগী। কথা বলার আগে আপনাকে যুদ্ধ করতে হবে।
৫|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুন ভাই, 
আপনার  ব্লগীয় দৃষ্টিভঙ্গি বাল্যকাল থেকে আজ অবধি   - পড়ে বেশ ভালো লাগলো। আপনি অনেক ছোট থেকে ব্লগিং ব্যাপারটা নিয়ে ভাবনা - চিন্তা  করার জন্য আপনার মনে স্টেপ বাই স্টেপ  যেভাবে ব্লগিং সম্পর্কে ধারণাটি প্রস্ফুটিত হয়েছে ,আমরা যারা  তুলনায় অনেকটা দূরে  থাকি তাদের কাছে বিষয়টা কিন্তু অতটা পরিচ্ছন্নভাবে  আসেনি । 
 ব্লগার নিহত হওয়ার খবরটি পেপারে দেখতাম। ব্লগার সম্পর্কে তখন  থেকে একটা উচ্চ ধারণা তৈরি হয়েছিল। ভারতের পেপারগুলোতে দেখতাম ওদেরকে খুব মুক্ত মনের অধিকারী বলা হত।।  শুধুমাত্র লেখালেখির জন্যই যে জীবন দিতে হয়-  এখানে পেপার থেকে সেটা পরিষ্কার হয়েছিল। সেজন্য নিজে আইডি খুলেও পরিবারের পক্ষ থেকে প্রথম দিন থেকে একটু নিরাপত্তাহীনতায় ছিলাম। যদিও পরের দিকে সে আশঙ্কা দূর  হয়। আর  এখন তো সবই ইতিহাস । আমরা সবাই এখন এমন ইতিহাসের সাক্ষ্য হতে পেরেছি ।  
শুভ ব্লগিং। 
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:১১
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ঠিক বলেছেন। আমি সব কিছু জেনেছি। পক্ষে বিপক্ষে। আমি ওই সব লোকের মতো না। যারা এক পক্ষের কথা শুনে। বিপক্ষের কথা শুনেনা। আমি ব্লগার সম্পর্কে জেনেছি। পক্ষে জেনেছি, বিপক্ষে জেনেছি
৬|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২২
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২২
আরোহী আশা বলেছেন: 
তারেক_মাহমুদ বলেছেন: সামুতে একটা আইডি আছি 'আমি ব্লগার হইছি' আইডিটা দেখলে বেশ মজা লাগে। অনেকেই ব্লগার পরিচয় দিতে ইতস্ততবোধ করেন তাদের দলে আমিও।  
আমারও তেমন মনে হয়........
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৭
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই?
৭|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: নিজেকে কেন জানি কখনও ব্লগার মনে হয়না!
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৮
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও
ধন্যবাদ মন্তব্য করার জন্য
৮|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
আরোগ্য বলেছেন: অভিনন্দন! সামু ব্লগার মামুন ভাইকে।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৯|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
রাজীব নুর বলেছেন: জীবনের একটা সময় এসে কেবলি মনে হচ্ছে, 
' সবার উপর টাকা সত্য, তাহার উপর নাই '
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: টাকা অনেক সুন্দরী যে। টাকার এং সাদা। তাই
১০|  ০৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১:১৭
০৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১:১৭
কিশোর মাইনু বলেছেন: আমি তো ভাই যেখানেই যাই সেখানেই পাবলিসিটি করি, "আমি একজন সামু ব্লগার চেস্টায় রত আছি। এটা আমার ব্লগ লিংক। পড়ে দেখিয়েন পোস্টগুলো।"
এই যেমন এখন আপনাকে যারা যারা দেখবেন মন্তব্যটি সবাইকেই আমার ব্লগবাড়ি থেকে ঘুরে আসার নিমন্ত্রণ দিয়ে দিলাম। পাবলিসিটি।
  ০৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
০৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য প্রকাশের জন্য
১১|  ০৬ ই নভেম্বর, ২০১৮  ভোর ৪:০৪
০৬ ই নভেম্বর, ২০১৮  ভোর ৪:০৪
জগতারন বলেছেন: 
আমাদের আরও একট বন্ধু ব্লগ ষ্টেশন ছিল নাম; 
'প্রথম আলো ব্লগ' 
সে টা এখন আর নেই হারিয়ে গেছে।
'প্রথম আলো ব্লগ'-এর অভাব আমি খুব অনুভব করি। 
আবার যদি সে ব্লগ ষ্টেশনটি ফিরে আসতো ! 
সেখানে ছিলেনঃ কবি শহিদুল ইসলাম, ফৈড়া দারশনিক, শহিদুল ইসলাম প্রামানিক, ইলোরা, কালোপুরুষ ও মহা কবি মাকেল মেহেদী-দের মত ব্লগার।
  ০৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪৯
০৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
।জি আমিও দেখেছি প্রথম আলো ব্লগটা। এখন নিউজ ২৪ এর ও একটা ব্লগ আছে। ওইটা তে সাইন করেছিলাম। তবে সেখানে কবে লেখার অনুমতি মিলে কে জানে।  তারা কি বললো তারাই জানে।
১২|  ০৬ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৯
০৬ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৯
কামরুননাহার কলি বলেছেন: আমার ব্লগের লিংক কোথায় পেলেন। এটা তো আমি চালাইনা। সেই কবে একটা বানিয়ে রেখিছি ২০১৩ না জানি ২০১৪ তে।
  ০৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
০৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কোন লিংক আপু?? আমি তো কোন লিংক দেইনাই।।।।
১৩|  ০৭ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৯
০৭ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৯
কামরুননাহার কলি বলেছেন:  এটা
  এটা
  ০৭ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫১
০৭ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: লিংক কোথায় আপু। আপনি তো তো স্ক্রিন শর্ট দিলেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫০
০৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: Long live SAMU