|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কেমন আছো প্রিয়া?
==============
কেমন আছো প্রিয়া?  
বারবার  এই সন্ধ্যা তোমার কথা স্মরণ করিয়ে দেয়।
প্রিয়া  একদিন  তোমার সেই সন্ধ্যার দিয়া।
আমার উঠোন করেছিলো আলোকিত।
আমি সেই উঠোনে গেয়েছিলাম  মুর্শিদি গান।
আর তোমার  দিয়ার আলো 
দূর করেছিলো   আমার অন্ধকার।
আমি পথ দেখেছি তাতে।
ভালোবাসা ছাড়া কিছু খুজিনি সেদিন।
আজ কেন এতো দূরে?
কেনো এমন  পরাজিত আমি?
তোমার   স্পর্শ আমাকে কেন শীতল করেনা?
কার  কথায় তুমি চলে গেলে দূরে?
আমাকে রেখে আধারে।
একা আমি দুর্বল নই।
ভালোবাসাহীন বেচে আছি পাথরের মতো।
 
লোকের কথায় ভুলে গেলে?
ভালোবাসা কি এতোই  ভিতু ছিল?
পাগলের  কথায়  চলে গেলে দূরে।
অবহেলা করে মোরে।
আবার আসো নবান্নে।
আউশের  ধান কাটার সময় হবে যখন।
যখন  চারদিকে  বৈশাখি সাজে সাজবে সবাই।
আর আমি ঈদের  নামাজ শেষে ফিরবো বাড়ি।
অথবা কোন   মাঠের  শেষে।
 আগামীর  বার্তা নিয়ে,  
চলে এসো প্রিয়া।
 
একসাথে বাস করবো মোরা।
থাকবেনা কোন  বিভক্তির দেয়াল।
শুধুই ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের দুনিয়া।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
২|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
Monthu বলেছেন: সুন্দর ভালোবাসার কবিতা
  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। এটা একটা সম্প্রীতি আর ভালোবাসার কবিতা। জাতিতে জাতিতে আর মানুষে মানুষে। আপনি দেখলেই বুঝবেন
৩|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই
৪|  ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
ল বলেছেন: ভালোবাসার কবিতা মেঘমল্লারের মতো কাব্যসুধাময়, শিল্পমাধুর্যপূর্ণ, অনিন্দ্যসুন্দর
  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৫|  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৬
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৬
নজসু বলেছেন: 
প্রিয়কে ছেড়ে প্রিয়া কি ভালো আছে?
নেই মনে হয়।
কবিতা ভালো লেগেছে।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:০৯
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬|  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
সাহিনুর বলেছেন: আবেগে ভরা তৈতুম্বুর ভালবাসার কিছু মিষ্টি কষ্টদায়ক স্মৃতি।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১০
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
৭|  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।
  ০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
০৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
০৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
সনেট কবি বলেছেন: সুন্দর