নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের আমি

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮




আমাদের আমি
====
তবু আজো রাতের শহরে হাটতে নাই মানা।
অনেক কিছুই হলোনা জানা।
তোমাকে দেখার ইচ্ছা জাগে খুব।
বারবার আমি সেই গলিতে গিয়ে তাকিয়ে থাকি।
তোমার চলার শব্দ কানে আসে



একদিন এই কোলাহল ভরা শহরে।
তুমি হাজারো এসেছিলে হাজারো স্বপ্ন নিয়ে।
আজ স্বপ্নগুলো রাতের সাথে মিশে গেছে।
যেমন তুমি আছো মিশে এই অট্টালিকার পাশে।

তুমি তো তুমি নও।
হাজার কবির মিলনমেলা।
তুমি তো তুমি নও।
হাজাত রাজার যুদ্ধক্ষেত্র।


তুমি তো তুমি নও।
বাজারে বিকিয়ে দেয়া আতরের শেষ ঘ্রাণ।
কেড়ে নিয়েছো আমার প্রাণ।
তুমি তো তুমি নও।
আমাদের হাড়িয়ে যাওয়া আমি।

তোমার অমাবস্যার রাত,চন্দ্রের সাথে করে বিরোধ।
আমার পথিক মন সেই মহল্লাতে পাখি হয়ে উড়ে।
তোমার জানালার ধারে।



শান্ত তুমি, অগ্নিময় তুমি।
তুমিতো হাজার কবির কবিতা।
তোমাকেই খুঁজে এই ডাইরির পাতা।


আমামদের আমিতে হারানো প্রেম।
ভালোবাসা সব তোমারে আছে মিশে।
সুর তাল, লয় সব হারিয়েছে দিশা।
তোমার স্বপ্নের দেশে।


এইতো সেদিন পৃথিবীর সব মদ মাতাল হয়েছিল।
তোমার চাহনি দেখে।
যুদ্ধা পুরুষ মাতাল হয়েছিলো।
তোমার দৃষ্টি মেখে।



আমি প্রেমিক হতে পারিনি।
প্রেমিক হতে চেয়েও হারিয়ে ফেলেছি নিজেকে।
আমি বারবার খুঁজি তোমার মাঝে আমাদের আমিকে।


আমি তোমার চোখে সমুদ্র দেখেছি।
তোমার চোখে হারিয়ে গেছে কতো সভ্যতা,
কতো শহর, কত গ্রাম, আর নদী।
আমি তাদের ছায়া দেখেছি নিরবধি।


আমি দাঁড়কাক হয়ে, উড়েছি তোমার বারান্দায়।
তোমাকে দেখতে পাবো এই আশায়।
আমি তোমার ঘ্রানেই মাতাল হয়েছি,
শরাবখানায় আমার কি কাজ?
আমার যে নাই কোন লাজ।







মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আজ আমিও একটা কবিতা লিখে ফেলেছি।
পড়ে দেখুন। ব্লগে দিয়েছি।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।। তাই নাকি? ভালো অবশ্যই পড়ে দেখবো।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নজসু বলেছেন:



ভালো লাগা।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


" আমি দাড় কাক কেন হবো "

হাহাহাহা । যাই হোক কবিতা লিখতে পারিনা বটে তবে পড়তে ভাল লাগে । হয়ত এই শহর এক দিন আমাকেই খুজবে ।


কবিতা দারুন হয়েছে কবি ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শান্ত তুমি, অগ্নিময় তুমি।
তুমিতো হাজার কবির কবিতা।
তোমাকেই খুঁজে এই ডাইরির পাতা।

.........................................................কবির কবিতায় ++

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিবেন।।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১০

আরোগ্য বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শান্ত তুমি, অগ্নিময় তুমি।
তুমিতো হাজার কবির কবিতা।
তোমাকেই খুঁজে এই ডাইরির পাতা।
.........................................................কবির কবিতায় ++

সহমত।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

Monthu বলেছেন: নাহ। ভালো লাগা কবিতায়

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

Monthu বলেছেন: আপনার কবিতা দেখে পুরানা জামানার কবিদের কথা মনে আসে। একদিন জীবনানন্দ দাশ আরেকদিন শুকান্ত। ভাই আপনি কেডা?
বুঝিন। সারাদিন কি তাদের নিয়াই থাকেন নাকি?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না ভাই আমি এতো বড় কেউ না। হুম তাদের কবিতা আমার ভালো লাগে।।।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৮

Monthu বলেছেন: আরেকটা কথা ভাই। প্রশ্নের উত্তর টা দিয়েন। শুধু ধন্যবাদ বলে বিদায় নিয়েন না।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দিলাম

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

Monthu বলেছেন: ভালো কবিতা লিখতে থাকুন। ভালো

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগা আপনার সুন্দর মন্তব্যের জন্য

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

হাবিব বলেছেন: ্অসাধারন......................++

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.