![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় বইতে পড়েছিলাম সদা সত্য কথা বলবে, ন্যায়ের পথে চলবে।
কিন্তু এখন একি দেখি সত্য কথা বললে ন্যায়ের কথা বললে গালি খেতে হয়।কারন সত্য যে সবসময় তিতা হয়।ন্যায় যে সবসময় অন্যায়কারীর বিপক্ষে বলে।
যখন বিশ্বজিৎ হত্যার বিচার চাইলাম তখন আমাকে বানিয়ে দেয়া হল বিএনপি।
যখন শাহবাগে রাজাকারের ফাঁসির দাবীতে আন্দোলন করলাম তখন আমাকে বলা হল আমি নাকি আওয়ামীলীগ করি।
আর এখন আরেকটি ন্যায়ের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন করতে গেলাম এখন আমাকে জামাত-শিবিরের ট্যাগ দেয়া হচ্ছে।
সত্য ও ন্যায়ের আন্দোলন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠির বিপক্ষে গেলেই তারা আমাদের সাধারন জনগনের উপর চড়াও হয়। ক্ষমতালোভীদের আন্দোলন ততদিনই ভালো লাগে, যতদিন তা নিজেদের পক্ষে থাকে।
মোদ্দা কথা আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ ই হিংস্র জানোয়ার তুল্য।
আর তাদের অন্ধ সমর্থক যারা তারাও ওই জানোয়ারগুলা থেকে কোন অংশে কম না।
যাই হোক দলীয় সংকীর্নতার উপরে উঠে ভালকে ভাল আর খারাপকে খারাপ বলতে শিখুন।
শেষে একটি কথা বলি
"আমার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিনতো শেষ
নাম আমার জনগণ - আমিই বাংলাদেশ ।।"
২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
দুরন্ত-পথিক বলেছেন: আপনার সাথে সাথে সহমত পোষণ করছি।যতক্ষন সরকারের পক্ষে থাকবে ততক্ষন আপনি ভাল,আর যখনি তাদের বিপরীতে যাবেন তখন আপনি জাশি,বিএনপি,আরও যদি কিছু থেকে থাকে।আর যাই হোক কোটা প্রথা বাতিল চাই।
৩| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
হাবিব০৪২০০২ বলেছেন: ক্ষমতালোভীদের আন্দোলন ততদিনই ভালো লাগে, যতদিন তা নিজেদের পক্ষে থাকে
+++
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
দুরন্ত-পথিক বলেছেন: আপনার সাথে সাথে সহমত পোষণ করছি।যতক্ষন সরকারের পক্ষে থাকবে ততক্ষন আপনি ভাল,আর যখনি তাদের বিপরীতে যাবেন তখন আপনি জাশি,বিএনপি,আরও যদি কিছু থেকে থাকে।আর যাই হোক কোটা প্রথা বাতিল চাই।