নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেমোক্রেসি

ডেমোক্রেসি

গণতন্ত্র চাই,গণতান্ত্রিক রাজতন্ত্র বা রাজতান্ত্রিক গণতন্ত্র চাই না

ডেমোক্রেসি › বিস্তারিত পোস্টঃ

আজ সালমান শাহ'র ১৭-তম মৃত্যুবার্ষিকী...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

আজ সালমান শাহ'র ১৭-তম মৃত্যুবার্ষিকী...

আমরা সবাই তাঁর রুহ এর মাগফেরাত কামনা করি।







৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কালো দিবস।১৯৯৬ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ মারা যান।



সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম শাহরিয়ার চৌধুরি ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তাঁর স্ত্রীর নাম সামিরা।



■ এক নজরে

সালমান শাহ



● আসল নাম : শাহরিয়ার চৌধুরী ইমন

● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার

● বাবা : কমর উদ্দিন চৌধুরী

● মা : নীলা চৌধুরী

● স্ত্রী : সামিরা

● উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি

● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত

● শেষ ছবি : বুকের ভেতর আগুন

● প্রথম নায়িকা : মৌসুমী

● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)

● মোট ছবি : ২৭টি

● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।

● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা

● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার





■ সালমান শাহ অভিনীত ছবির তালিকা:

ছবির নাম :: ছবি মুক্তির তারিখ ::



● কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ

● তুমি আমার - ১৯৯৪ সালের ২২ মে

● অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন

● সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট

● বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর

● স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর

● কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ

● দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ

● স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে

● আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট

● মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর

● আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর

● 'প্রেমযুদ্ধ' - ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর

● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি

● এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল

● প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন

● তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন

● স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই

● সত্যের মৃত্যু নেই - ১৯৯৬ সালের ৭ ই অক্টোবার

● জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর

● মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর

● চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর

● প্রেম পিয়াসী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল

● স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই

● শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই

● আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট

● বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

শিস্‌তালি বলেছেন: ভাই খুনী কে???????????

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

টুম্পা মনি বলেছেন: সালমান শাহ :( :( :( :(( :(( :(( :((

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

আম্মানসুরা বলেছেন: :( :( :( :(

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: :(

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

সাদা রং- বলেছেন: তখনকার সময়ের মহানায়ক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.