![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূবন বিলাসি, ভূবন মেহিনী
শত রং, শত চম্পা
আনতি তার কল্পতলে,
আনন্দ তার স্নিগ্ধ লাবন্যে।
মন মাঝে মন মাতে, করে কাড়াকাড়ি,
রাগবাড়ির উচ্চ তলে নিষিদ্ধ লগ্নে
অষ্টপ্রহরের প্রথমাকালে,
করে ছোটাছুটি এপাড়ে ওপাড়ে।
ভূবনকান্তা, ভূবনেশ্বরী
তব মাতাল তলে, মতালীর হাস্যে,
চম্পট হোথা কাঞ্চন বালা
হিমালয়ের পাদে,
কাঞ্চনজঙ্ঘার পাশে,
ভব তার তরে সিদ্ধি লাভ করে।
কামিনীকান্ত রাগবীর কালে
নীচু কন্তা ছুচীগ পর লভ্যে।
হুতাশুনের হাতায়ন তলে,
সমুদ্রের পারে সূর্যের প্রস্তান কালে,
মন তার হেলা করে কত তালে।
লবঙ্গ লতা কৃষ্ণপাড়ের মত্যে,
পাখি উড়ে, গান করে, ময়ূর নাচে,
হেথা হোথা, কোথা সেথা
নাহি জানে, অঙ্গাতসারে খেলা করে
কতদিন কতকালে মনে মনে,
অনির্দিষ্টের যাত্রা পথে,
করে ছোটাছুটি
ভূবনবালা, ভূবনেশ্বরী।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
রিজু বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কতদিন কতকালে মনে মনে,
অনির্দিষ্টের যাত্রা পথে,
করে ছোটাছুটি
ভূবনবালা, ভূবনেশ্বরী। লাইন কয়টা বেশ লাগলো ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
রিজু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি