নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিক ও লেখক

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক নাটকের পর্ব সংখ্যা বৃদ্ধি নিরুৎসাহিত করা জরুরি

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০

সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত সিরিয়াল ও মেগাসিরিয়ালের পর্ব সংখ্যা বৃদ্ধির প্রবণতা বেশ লক্ষ্য করার মতো। চ্যানেল কর্তৃপক্ষ কোনো সিরিয়াল পপুলার হলে নাটকের পরিচালক ও প্রযোজককে বলছেন এর পর্ব সংখ্যা বৃদ্ধি করার জন্য।



ফলে ২৬ পর্বের সিরিয়ালটি হয়ে যাচ্ছে ৫২ কিংবা ১০৪ পর্বে! এতে করে মূল যে ক্ষতিটি হচ্ছে তা হলো পপুলার সিরিয়ালটির কোয়ালিটি আগের তুলনায় হয়ে পড়ছে খারাপ। দর্শকরাও হচ্ছেন ত্যক্ত-বিরক্ত। অথচ চ্যানেলগুলোর এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা স্পন্সর কম্পানির কাছ থেকে নির্দিষ্ট চাঙ্কে নাটকটি প্রচারিত হওয়ার জন্য যে অর্থ পাচ্ছেন, তাতেই খুশি। নাটকের মান নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।



একটি বিষয় মনে রাখা জরুরি যে, একজন স্ক্রিপ্টরাইটার যে কয় পর্বের ওপর নাটকটি লেখা তৈরি করছেন তাই-ই মূল থিম। একে পরে টেনে বাড়ানোর ক্ষেত্রেও সেই স্ক্রিপ্টরাইটার কিন্তু তার মূল থিম থেকে সরে আসতে পারেন না। বরং থিম ঠিক রেখে ডায়ালগ ও নতুন ক্যারেক্টার নাটকে এন্ট্রি করার ফলে নাটকটি এর স্বাভাবিক প্রবহমানতা হারিয়ে ফেলে ও হয়ে পড়ে একঘেয়ে। আর দর্শকরা কখনোই কোনো একঘেয়ে নাটক দেখতে চান না। এতে দারুণ জনপ্রিয় একটি নাটকও হয়ে পড়ে দর্শকবিমুখ।



উদাহরণস্বরূপ সাম্প্রতিক সময়ে প্রচারিত বাংলাভিশনে ধারাবহিক নাটক স্বপ্নচূড়া, এনটিভিতে নীড়, শান্তকুটির, চ্যানেল আইতে অচেনা আধার, আরটিভিতে আনন প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ফলে দারুণ জনপ্রিয় এসব নাটকও এখন একঘেয়েমিতে আক্রান্ত বলে অনেক দর্শক আমাদের জানিয়েছেন।



দেশে এখন স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা অনেক। শিগগিরই আরো চ্যানেল আসছে। সুতরাং সাধারণ দর্শকদের রিমোটে চয়েস থাকছে অনেক। অন্তত দর্শকদের ভালো লাগা যাতে বিরক্তির দিকে না যায় সেদিকে চ্যানেল কর্তৃপক্ষের নজর রাখাটা জরুরি।





ফটো ক্যাপশন : ধারাবাহিক নাটক স্বপ্নচূড়ার একটি দৃশ্য। আজ বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটির ৫০তম পর্ব।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-১

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪

স্নোবল বলেছেন: পিকচারটা কন্ট্রাসেপটিভ পিলের এডভার্টাইজমেন্ট হিসাবে সুইটেবল, আপনের পুস্টের সাথে সামঞ্জস্যপুর্ন না।

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮

রিজভী বলেছেন: ফটোটা আমি সিমবোলিক হিসেবে ইউজ করেছি।

২| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩০

হাসিব বলেছেন:
খুবি চিন্তার পুস্ট

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৪

রিজভী বলেছেন: কেন?

৩| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৩

বিগব্যাং বলেছেন: অভিনেত্রীগুলারে একটু চ্যাটে ডাইকা বুঝায়া কন, রিজভী ভাই...

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫

রিজভী বলেছেন: অভিনেতা-অভিনেত্রীদের দোষ নাই ভাইরে, মূল সমস্যা চ্যানেলের হর্তা-কর্তা আর প্রডিউসারদের।

৪| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫

ত্রিভুজ বলেছেন:

সহমত @ রিজভী
(যদিও আমি টিভি দেখি না.. হা হা)

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৮

রিজভী বলেছেন: টিভি না দেখা আপনার জন্য ভালো!

৫| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬

হাসিব বলেছেন:
চিন্তা কর্তেছি ব্লগের পুস্টের দৈর্ঘ্য নিয়াও এক্টা পুস্ট দিমু । দৈর্ঘ্য ছুটো করা হোক আহবান জানায়া ।

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২১

রিজভী বলেছেন: তুমার জন্য এইটাই ভালা কাম!

৬| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২

বামনী তুলাগাছ বলেছেন: ঐতিহাসিক পুস্ট।সবার পড়ন দক্কার

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২২

রিজভী বলেছেন: আপনার নামটাও এতিহাসিক!

৭| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৩

মদন বলেছেন: ত্যক্ত বিরক্ত হয় কেডা কইছে?????

ছোট বেলা থেইকা ইন্ডিয়ান সিরিয়াল "কাহানী ঘর ঘর কি" এর নাম শুইনা আসতেছি। এখনও চলে আর মেয়েরাও নিষ্পলক দেখে যায়। সেই একই কাহিনী শুধু নায়ক নায়িকা চেন্জ হয়ে যায়। তেমনি রয়েছে "কাসুটি জিন্দেগী কি"। এক নায়িকার সাথে দুই নায়কের কয়বার বিয়া হইলো তা লেখ্কও নিজে মনে কইরা কইতে পারবো না।

তাইলে এর থেইকা কি বুঝলাম?????

একটা কিছু হইলেই হয়, ওইডা দেখনের পাবলিকের অভাব নাই? যাইবো কোন চ্যানেলে? সবডিতেই তো সেই মেগা সিরিয়াল :)

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০১

রিজভী বলেছেন: খুবই ভালো বলেছেন। ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫

বাবুই বলেছেন: সহমত!@ রিজভী!!!

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৩

রিজভী বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৪

বুমবুম বলেছেন: সামহ্যোয়ারের কিন্তু ৩ পর্ব চলতাছে।অহন কন এই টারে কত পর্বে স্টুপ করা যায়।নাকি ননস্টুপ চলবে;)

২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৩

রিজভী বলেছেন: মডারেটরদের জিজ্ঞেস করেন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

হট্টগোল বলেছেন:

রিজভী ভাইরে ধন্যবাদ। এসব বিষয়গুলো তো আগে বুঝেত পারি নাই। ভাবি নাই।

২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

রিজভী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০

প্রশ্নোত্তর বলেছেন:
স্নোবল বলেছেন: পিকচারটা কন্ট্রাসেপটিভ পিলের এডভার্টাইজমেন্ট হিসাবে সুইটেবল, আপনের পুস্টের সাথে সামঞ্জস্যপুর্ন না।

@রিজভী
ফটো বালা হয় নাই। লেকা খারাপ না।

+

২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৫

রিজভী বলেছেন: ফটো বিষয়ে আমার কোন মন্তব্য নাই।

+ এর জন্য ধন্যবাদ।

১২| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০২

চতুরভূজ বলেছেন: বাংলাদেশে থেকে থেকে সুন্দর সুন্দর নাটক দেখা হচ্ছে আবার নানান কথা। হিংসা হয় আপনাদের! আমি নাটক খুব মিস করি!!! এখানে সিডিতে আসে কিন্তু অনেক পরে


+

অনেকদিন পর আপনার দেখা পেলাম রিজভী, কেমন আছেন?

২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৪

রিজভী বলেছেন: জি, ভালো আছি। ব্লগে সময়ের অভাবে কম আসা হয়। ধন্যবাদ।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬

কেএসআমীন বলেছেন: সত্যের কাছাকাছি বলেছেন...

হিন্দী সিরিয়ালগুলোর নাম শুনলেই মাথায় রক্ত চড়ে যায়। থার্ড ক্লাস যতো সব...

দেশের অনেক নাটকই ভাল হয়। খারাপতো কিছু থাকবেই...

২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৮

রিজভী বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৪

রাহুল বলেছেন: মেগা মানেই বিরক্তি।দেশী হোক কিংবা বিদেশী সব লিমিট এর ভিতর থাকা উচিত।

পোস্ট ভালো হইছে,ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৭

রিজভী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

ফ্লোরা ফেরদৌসী বলেছেন: যদি পারো জি মেইল এ একটা একাউন্ট খুলো। আমার জন্য সুবিধা হবে।

৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১

রিজভী বলেছেন: আমার জি-মেইলে অ্যাকাউন্ট আছে।

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.