নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো ( পর্ব ৪৮ )- সেদিন ফগুন ছিলো

২২ শে জুন, ২০১৯ সকাল ১১:২৫



কাল অরণি কলিকাতা চলে যাবে, আমার মন ভালোনেই।
- মন খারাপ কেন আমি কি হারিয়ে যচ্ছি নাকি? সহসাই ফিরে আসবো, সামনে পরীক্ষা তার আগেই এসে পরবো।
দু'জনে স্বর্ণচাঁপা গাছের নিচে বসি, অরণিকে এত আনমনা কখনো দেখিনি। মঞ্জু মাসি এসে পাশে বসলেন।
- তুই সাথে গেলে বেশ হতো, হঠাৎ ব্যস্ত হয়ে গেলি, বুঝতে পারছিনা, সামনে কি হবে।
ভুট্টো এসব কি বলছে। আমরা একক সংখ্যাগরিষ্ঠ দল, ভুট্টোর সাথে কোয়ালিশন করতে হবে কেন, পশ্চিমাদের হাবভাব ভালো লাগছে না, সব সময় বঞ্চিত করেছে। আবার শুরু করছে নূতন ষড়যন্ত্র, তিন দিন ভুট্টো ঢাকায় থেকে গেলেন, কোন ফয়সলা হলো না।
- মাসি আমিও বুঝতে পারছিনা দেশ কোন দিকে যাচ্ছে, তবে দেখে নিও জয় আমাদের হবেই।
- তোরা বসে গল্প কর আমি গরম গরম পাকুড়া ভেজে আনছি।
মাসি চলে গেলে অরণি একটু ঘনিষ্ঠ হয়ে বসে।
- যত দূরেই যাই মন পড়ে থাকবে এখানে, তোমার কাছে। তুমি এতো মন খারাপ করলে আমি কলিকাতা থাকবো কিভাবে।
- না অরণি, মন খারাপ নয়, তবে কেমন একটা শূন্যতাবোধ বুকের ভেতর। এমন আগে হয়নি কখনো।
- এসে পরবো, কয়েক দিন থাকতে পারবেনা, তোমাকে রোজ চিঠি দেবো, অনেক অনেক করে লিখবো, জবাব দিতে ভুলো না, সল্ট লেকের ঠিকানায়।
এই, একটা কবিতা শোনাও তোমার লেখা, অনেক দিন কোন কবিতা শুনিনি।
বেশ বুঝতে পারি অরণি নিজকে সামাল দিচ্ছে, এটা ওটা বলে।
- কাল রাতে ঘুম আসেনি, আকাশ পাতাল ভেবেছি, দেশকে নিয়ে, তোমাকে নিয়ে, একটা ফাগুনে কবিতা লিখেছি, শুনবে।
- হুম, শুনাও।

ফাগুনে আগুন

যে কথা হয়নি বলা, চলে যায় কালের গভীরে
আরো একটি সূর্যাস্ত,
শীত বিকেল হারিয়ে যায়, স্বর্ণচাঁপা হারায় সুবাস
সন্ধ্যামালতী সুবাসিত হয়নি,
কিছু নাবলা কথা রয়ে যায়, সেই কথা বুনোফুল,
অচেনা সুবাস।

বলা হয়নি হৃদয়ের মাঝে লালিত,
গোপন প্রণয়ের পদাবলী,
ছড়ায় বিহব্বলতা।
অনুভূতির সূখের পায়রা উড়ে নীল জ্যোস্নায়,
বেঁচে থাকে কিছু প্রেম, কিছু স্বপ্ন,কিছু আকাঙ্ক্ষা।
আজ ফাগুনে আগুন কেন?

হে প্রেম!
তোমাকে বলতে ইচ্ছে করে,
সময় ফুরিয়ে যায়নি, চলো
একটা স্বপ্নঘোর কবিতা চয়ন করি দু'জনে
সেখানে থাকবেনা কোন বিরহ!

- বাহ্ সেখানে থাকবেনা কোন বিরহ! বেশ লিখেছো, দাও কবিতাটা রেখে দেই সযতনে, আমাদের মাঝেও থাকবেনা কোন বিরহ।
কবিতাটা ভাঁজ করে বুকের মাঝে রেখে দেয়।
মঞ্জু মাসি গরম গরম পাকুড়া নিয়ে এলো, তোরা গল্প কর, আমি চা নিয়ে আসছি।

- শওকত ভালো থাকিস, কলকাতা আমার মোটেও ভালোলাগেনা, ইটপাথরে ঠাসা, টলদমলে জলের ঘাট নেই, আমাদের ঝিলটুলির মতো বাগান নেই, মহুয়ার মাতাল গন্ধ নেই। সেখানের মানুষজন গুলো ইটপাথরের মতো। এতো নাগরিকতা আমার ভালো লাগেনা। আমার ভালোলাগে রক্তজবা লাল, কামীনি ফুলের গন্ধ, শরৎ সকালে শিউলিতলায় ফুল বিছিয়ে থাকা উঠোন।
তোদের এতো ভালোলাগে, তুই আমার বড় আপন, সহসাই ফিরে আসবো, জানিস, আমার মন পড়ে থাকে চাঁপা গাছের নিচে ফুল বাগানে।
অরণি কিছু না ভেবেই গুনগুনিয়ে গাইলো।

'ওযে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে,
না না না
যত বলি নাই রাতি
মলিন হয়েছে বাতি।।
মুখ পানে চেয়ে বলে
না না না,

বিধুর বিকল হয়ে ক্ষেপা পাগলে
ফাগুন করেছে হা হা ফুলের বনে
আমি যত বলি তারে,
এবার যে যেতে হবে -'

মাসিও সাথে সাথে সুর মিলালেন।
আমার বুকের মাঝে হা হা করছে ফাগুন, হৃদয় বেজে উঠলো কি যেন হারিয়ে ফেলেছি, এমনটা হয়নি কখনো। কখন যে ভালোবাসা ডালপালা মেলেছে, নিজেও টের পাইনি।
সেদিন নিভৃতে অরণির রক্তজবা ওষ্ঠে ভালোবাসা একটি চুমো এঁকে দিয়েছি, স্বর্ণচাঁপা তখনি সুবাসিত হলো, অরণি জরিয়ে ধরে বলেছে, ভালোবাসি তোমাকে, ভালোথেকো।

সেই ভরা বসন্তে ফাগুন আগুন জ্বালিয়ে দিলো।

আচানক

ফেব্রুয়ারি ১৩, ইয়াহিয়া খান ঘোষণা দিয়েছিলেন, ৩ মার্চ ঢাকায় পার্লামেন্ট আধিবেশন বসবে। তেজগাঁও পার্লামেন্ট ভবনে। সব আয়োজন সম্পন্ন। দেশের নির্বাচিত সংসদসদস্য গণ তেজগাঁ এমপি হোস্টেলে এসে গেছেন। পিপলস্ পার্টি কেউ আসেনি।
শেখ মুজিবর রহমান, পার্লামেন্টারি বোর্ডে নেতা নির্বাচিত হয়েছেন। অধিবেশনে তিনি দেশের প্রধান মন্ত্রী নির্বাচিত হবেন।
আমরা আনন্দিত, জয় বাংলার জয় হয়েছে, চারিদিকে উৎসবে মুখরিত।
এমনি সময় আচানক, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, মার্চের ১ তারিখ বেতার ভাষণে, অনিদিষ্ট কালের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেন।

শওকত
#যে_স্মৃতি_ধূসর_হয়নি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আচানক প্যারায়-

৩ রা মার্চ, ঢাকায় পার্লামেন্ট অধিবেশন বসবে। সেখানে সবাই সছে এবং সেই অধিবেশনে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

আর মার্চের ১ তারিখ বেতার ভাষণে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেন।

বুঝলাম না ঠিক :(

২২ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৫

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ইয়াহিয়ার রাজনৈতিক প্যাঁচ ছিলো সেটা, :(

২| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: কিছু কিছু কথা থাকে যা সহজে প্রকাশ করার যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.