নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

টুকানো- ০৭ ( বাংলাদেশে_গার্মেন্টস_শিল্পের_গোড়াপত্তনের_ইতিহাস )

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬



#_রিয়াজ_গার্মেন্টস

১৯৬৩ সালে পুরোনো ঢাকার উর্দূ রোডে রিয়াজ ষ্টোর নামে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম গার্মেন্টস। ১৯৬৫ সালে রিয়াজ ষ্টোর এর মালিক জনাব রিয়াজ উদ্দিন করাচি ভ্রমণকালে একটি গার্মেন্টসকে মাসে ১লক্ষ পিস পোশাক রপ্তানী করতে দেখেন। ভখন থেকেই প্রতিষ্ঠানটির কর্ণধার বিদেশে পোষাক রপ্তানীর স্বপ্ন দেখতে থাকেন। শুরুতে তাঁরা শুধু দেশের চাহিদাই পুরণ করত। এরপর ১৯৭৩ সালে রিয়াজ ষ্টোর এর নাম পরিবর্তন করে রিয়াজ গার্মেন্টস রাখেন এবং বিদেশে পোষাক রপ্তানীর জন্য কাজ শুরু করেন। অবশেষে আসে সেই স্বপ্ন পূরণের দিন। ১৯৭৮ সালের ২৫শে জুলাই টিসিবির সহায়তায় বাংলাদেশ থেকে সর্বপ্রথম ৪ লক্ষ টাকা মূল্যের পুরুষদের শার্ট রপ্তানী করা হয় ফ্রান্সে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটু বিস্তারিত পেলে ভালো হত। তারপরেও তো জানলাম কিছু। অনেক ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: তানজীর আহমেদ সিয়াম,




মনে হয় ঢাকার গুলিস্থানে জিপিওর ঠিক সামনেই উল্টোদিকে " রিয়াজ গার্মেন্টস"এর প্রধান শোরুম/বিক্রয় কেন্দ্র ছিল।

স্বপ্নবাজ সৌরভ এর মতোই বলি : আরো একটু বিস্তারিত পেলে ভালো হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.