![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা"
↓
মা একটি ছোট নাম। মা একটি মাত্র অক্ষর কিন্তু এর মমতা পৃথিবীর সমতুল্য নয়। মা সে কথাটি যে ভূবনের সর্বশেষ্ট প্রিয় জন্য।
"
একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য । কত ত্যাগ করে , কত কিছু বাচ বিচার করে খাওয়া দাওয়া করে , কত অপেক্ষা করে , কত সেক্রিফাইস করে।
"
যে মা আমাকে ১০ মাস ১০দিন গর্ভে ধারন করে জন্ম দিয়েছে। একটু একটু করে আমরা বেড়ে উঠছিলাম মায়ের গর্ভে। প্রথম ৩ (তিন) মাস কোন খাবার মুখে দিতে পারতোনা মা। এমন কি খাবারের গন্ধ পেলেও বমি এসে পড়তো।
"
অনেক বেশি নড়াচড়া করতাম প্রায়ই বুকের উপরের দিকে উঠে পড়তাম তখন #মার নিঃশ্বাস নিতে তখন ভিষণ কষ্ট হত সে সময়। এমনকি মাঝে মাঝে দম আটকে প্রায় মরার মত হয়ে যেত। আমার প্রবল নড়াচড়া আর লাথির যন্ত্রনায় যখন মা ঘুমাতে পারতো না, সারা রাত কেদে কেদে পার করত আর আমায় নিয়ে ভবিষ্যত সাজাতো।
"
যখন খুব কষ্ট হতো তখন #মা- বাবাকে বলতো-জানো এই কষ্টের মাঝে এক অদ্ভুত রকম ভালো লাগা আছে যখন আমার সন্তানের মুখ দেখবো সেদিন সব কষ্ট ভুলে যাবো।
,
এক সময় এ ঘর আলো হয়ে এসেছে আমার আগমনে।
মা যত বার আমার মুখের দিকে চাই
#মায়ের মনে হয় আমাকে ছাড়া একটা দিন যেন অসম্ভব।
"
পরিশেষে কিছু উপদেশ দেই প্রতিটি সন্তানদের জন্য।
যে মা আমাদের এত কষ্ট করে জন্ম দিয়েছে, মানুষ করছে, যে হাত আমাদের বর্তমান আর ভবিষ্যৎ কে সুরক্ষিত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে সে #মা_বাবাকে কখন ও কষ্ট দিবোনা। যেদিন অনেক বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাবো আমরা, সে দিন যে আদর আর স্নেহ দিয়ে তোমায় মানুষ করেছে তার সামান্য টুকু প্রতিদান হিসেবে চাওয়া কি খুব বেশি হয়ে যাবে?
"
যে হাত একটু একটু করে সবল হচ্ছে সে হাত তুমি মানুষের কল্যানে ব্যবহার করেন। নেশা থেকে বিরত থাকবেন, এই নেশা হচ্ছে সবকিছু ধ্বংসের মূল। আপনারা এমন কোন কাজ করবেন না, যে কাজে #মা কষ্ট যেন না পাই। আল্লাহর ইবাদতের পরপর মা-বাবার সেবা করা ফরজ। ★
#মায়ের_পায়ের_নিচে_সন্তানের_বেহেস্ত । ★
Repost
"
১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
আজিজুর রহমান০১ বলেছেন: জ্বি। সকল সন্তানের মনে রাখা উচিত।
২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: মা শব্দটাই যেন কেমন!!!
বুকের মধ্যে এসে লাগে।
১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০
আজিজুর রহমান০১ বলেছেন: নাড়িরটান ভাই।মনের ভালোবাসা।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
ওমেরা বলেছেন: মা তো মাই , মায়ের কোন তুলনা নেই ।
১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
আজিজুর রহমান০১ বলেছেন: যার মা নাই সেই জানে মা কি জিনিস।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
মা- শুধু একজনই।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য ।
কত ত্যাগ করে ,
কত কিছু বাচ বিচার করে খাওয়া দাওয়া করে ,
কত অপেক্ষা করে , কত সেক্রিফাইস করে।
..................................................................................................
সন্তানের উচিৎ, মায়ের কষ্ট মনে রাখা