নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রাইসুল করিম রিয়াদ

আরকে রিয়াদ

আমি হারতে শিখেছি , তাই জয় আমারই ।

আরকে রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

ভাই আজ রক্ত লাগবেই, না হলে হয়তো ……….

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

২ মাস ২৮ দিন । এটা কোন কাউন্ট ডাউন না ।আমার রক্ত দেওয়ার মাঝের ব্যবধান । ব্যাপারটা ভাবতেই অবাক লাগে, একজন মানুষ রক্তের অভাবে কাতরাচ্ছে আর আমি সুস্থ সবল মানুষ সারা শরীর রক্ত নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছি ।যেখান থেকে একটু রক্ত দিলে আমার কিচ্ছু হবে না ।

গতকাল রক্তের জন্য এক জনের ফোন পাই । অনেক কে ফোন দিলাম । কিন্তু অনেকের রক্ত দেওয়ার চার মাস পূর্ন হয়নি আবার কেউ ঢাকার বাইরে । তাই বলে কি একজন লোক রক্তের অভাবে মারা যাবে ? তাই নিজের রক্ত দেওয়ার তিন মাসের মাথায় আবার রক্ত দিলাম । কই আমি তো খারাপ নেই । বরং আপনার চেয়ে বেশ ভালো আছি, কারন শারিরিক ভাবে আপনার মত সুস্থ হলেও মানুষিক ভাবে আপনার চেয়ে অনেক চাঙ্গা আছি । ভেবে দেখুন তো, আমার রক্ত আরেক জনের শরীরে বইছে, ব্যাপারটা কেমন লাগে ?

অনেক ফোন পাই । অনেক আহাজারি, ”ভাই আজ রক্ত লাগবেই, না হলে হয়তো ………..”

প্রতিদিন এই কথা শুনি । যারা রক্ত নিয়ে কাজ করছেন তারা প্রত্যেকেই শুনে । এক বার ভেবে দেখুন তাদের (যারা রক্ত নিয়ে কাজ করছে) মনের অবস্থা কেমন দাড়ায় ? আসুন আমরা সবাই একটু এগিয়ে আসি । আমার এক ব্যাগ রক্ত যদি একজন মানুষের জীবন বাঁচাতে পারে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে ?

আমরা সবাই এগিয়ে এলে, ইনশাল্লাহ রক্তের অভাবে আর কেউ মারা যাবে না ।

কেউ স্বেচ্ছায় রক্তদানের সাথে যুক্ত হতে চাইলেঃ [email protected]

http://www.facebook.com/raisulkarim.riad

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.