![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অফিসে পত্রিকা হাতে পাওয়া মাত্রই শিউরে উঠলাম (গতকাল টিভি দেখা হয়নি)। এভাবে কেউ কারো বাড়ী ঘর পুড়ে দিতে পারে ???
আমার পাশে থাকা এক ভদ্রলোক (!!!) বিষয়টা নিয়ে আমার অভিব্যক্তি দেখে বললো, “আরে মিয়া, এই রকম করেন কেন ? পুড়াইছে ভালো হইছে । ওরা ভোট দিতে গেল কেন ?”
শুনেই মেজাজটা আরোও খারাপ হয়ে গেল । কিছু বলতে গিয়েও থেমে গেলাম । কারণ কোন ছাগলকে বুঝানো মানুষের কর্ম না । রাজনীতিতে যেমন মত, থাকবে তেমনি মতপার্থক্যও থাকবে, এটাই নিয়ম । এর মানে এই নয় যে, যে আমার বিরোধীমত প্রকাশ করবে তার বাড়ী ঘর পুড়ে দিতে হবে ???
ভাই, ওই খানে কোন হিন্দু বা মুসলমানকে পুড়ে নাই, পুড়ছে বাঙ্গালীকে , আমাদের মনুষ্যত্বকে ।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩২
আরকে রিয়াদ বলেছেন: এই ব্যাপারটা আমারও খারাপ লাগে । অনেক হিন্দু বন্ধদের কেউ এটা নিয়ে দুঃক্ষ করতে দেখেছি যে, অনেক হিন্দুরা কিছু হলেই বলে ইন্ডিয়া যাবো । এটা কি নিজের দেশ না ? অপরাধীরা অপরাধীই । ওদের কোন ধর্ম নেই ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার সাথে একমত। খারাপ লাগে যখন প্রতিদিন এই সংবাদ গুলো দেখি।
তবে গতকাল হঠাৎ করেই সন্ধ্যা ৬টা খবর প্লে করতে গিয়ে দেখি হিন্দু সম্প্রদায়ের নির্যাতিত একজন বলছেন "সরকার না পারলে বলে দিক, আমরা ইন্ডিয়া চলে যাই"। হঠাৎ করেই কোথায় যেন খটকা লাগল, কোথায় যেন সহানুভুতিতে ছেদ পড়ল। হয়তো তার অবস্থানে আমি থাকলে এই কথাই বলতাম।
তারপরো যা হচ্ছে তা খুবই খারাপ হচ্ছে।