নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

ঈদ আমি এবং আমার পরিবার!!!

২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

চাকরি জিবনে প্রথম ঈদ ছিল এইবার, ভেবে ছিলাম অনেক মজা করে ঈদ করবো, কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, আমার হসপিটাল এর ছোট লোক, অমানুষ, বসের জন্য। ছুটিতে বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই, ছিল না, তারপরেও মন কে মানাইতে পারলাম না, কথায় আছে না নারির টানে বাড়ী ফেরা, সামথিং কিছু টাকা নিয়েই রও না হলাম, সুধু মাকে দেখব বলে, মায়ের সাথে দেখা হল, বাবা কেনো জানি মাকে ঈদ এর আগের দিন অনেক মারধর করলো, আমি তখন বাজারে ছিলাম, মামা ফোন দিয়ে আমাকে জানালো বাবা তাকে মারছে, তাই সে রাগ করে চিলে যাবে,, বাজার থেকে দেরি না করে তারাতারি বাসায় আসলাম, দেখি বাবা পুকুর পারে বসে আছে, কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে ২ হাজার টাকা তার হাতে দিলাম, সে কিছুটা থেমে গেল, বাবাকে থামালাম, কিন্তু মা কে কিভাবে বুজাবো সেটা, ভাবতে লাগলাম, মায়ের কাছে গেলাম, সে আম্র কাছে ৫০০ টাকা চাইল, আমি তাকে ২০০০ টাকা হাতে দিলাম, এই সময়ের মধ্য মা শাড়ী পরে ব্যাগ টাও গুছিয়ে নিয়েছে, কি যে একটা কাবজাবে পরে গেলাম, পরের দিন ঈদ, মাকে বুজিয়ে এসব করতে বারণ করলাম সে থাম লো, সাবাইকে হাসি মুখে ফিরিয়ে আনলাম, আমার মন টা খারাপ হয়ে গেল, কাওকে বুজতে দিলাম না,,,, এভাবেই কেটে গেল ঈদ, !! প্রথম পোস্ট সাড়া দিয়ে উৎসাহিত করার জ ন্য অনুরোধ রইলো!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক কস্টের কথা লিখেছেন, এগুলোর সমাধানের চেস্টা করেন সাধ্য মতো।

-ব্লগে স্বাগতম।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

রোকনুজ্জামান খান বলেছেন: চাদ ভাই সমাধান হয়ে গেছে :-&
অনেক সুখেই আছি।

৩| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: এই দুঃখের পোস্ট পড়ে আপনার জন্য মনটা ব্যথিত হয়ে উঠেছিল, কিন্তু ২ নং মন্তব্যে আপনার "অনেক সুখেই আছি" কথাটা জেনে কিছুটা হাল্কা হ'লাম।

চাঁদগাজী সাহেবের সমব্যথী মন্তব্যটা পড়ে ভালো লাগল। মন্তব্যটিতে প্লাস। + +

আপনি একটি জনহিতকর পেশায় নিয়োজিত আছেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন, উত্তম প্রতিদান পাবেন। মানুষের দোয়ার চেয়ে ভালো কিছু আর নেই।

আপনার প্রথম পোস্টটি পড়ে ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় এবং নিরাপদ হোক আপনার এ ব্লগে বিচরণ!

লেখার মানের জন্য নয়, আপনার অনুভূতিপ্রবণ মনের সঠিক আচরণের জন্য পোস্টে প্রথম প্লাসটি রেখে গেলাম।

ভালো থাকুন, শুভকামনা....

২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

রোকনুজ্জামান খান বলেছেন: এই পোষ্টে আপনাকে দেখে আমি আনন্দিত হয়েছি। তখন জীবনটা অনেক কষ্টের ছিল। এখন আমি সাধারণ জীবন যাপন এর মাঝেই সুখ খুজে পাইতেছি। বাবা মা কে অন্তর থেকে ভালবাসি এতে আমার মনটিও আপ্লুত হয়। বাস্তব অভিজ্ঞতা লিখতে ভালবাসি।
আপনার জন্যও রইল মনের গভীর থেকে শ্রদ্ধা ভালবাসা এই ভেবে আপনি আমার ক্ষুদ্রতম অনুভূতিকে মূল্যায়ন করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.