নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

মুক্তামণির আরেকটি অস্ত্রোপচার হতে পারে আগামী সপ্তাহে!!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

মুক্তামণি ভালো আছে। আজ বৃহস্পতিবার মুক্তামণির হাতের অস্ত্রোপচারের জায়গা ড্রেসিং করা হয়েছে।

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে গত ১২ আগস্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা তার ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন প্রথম আলোকে মুক্তামণির ড্রেসিং এর পরে বলেন, মুক্তামণি ভালো আছে। ওর শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী সপ্তাহে আরেকটি অস্ত্রোপচার করা হবে। ওর শরীর থেকে সব টিউমার সরাতে আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বার্ন ইউনিটের কেবিনে গিয়ে দেখা যায়, মুক্তামণির মন-মেজাজ তেমন ভালো না। অস্ত্রোপচার কক্ষে নিয়ে অজ্ঞান করে হাতের ড্রেসিং করা হবে বলে সকাল থেকে তাকে কিছু খেতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর মুক্তামণি আস্তে করে জানাল, সে ভালো আছে। চলে আসার সময় নিজ থেকেই বলল, ‘আবার আমাকে দেখতে আসবেন।’

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: GooD

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


এখন কি অবস্হা মেয়েটার?

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

রোকনুজ্জামান খান বলেছেন: Valo-ache

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.