নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

অণু গল্প গরীব ছেলে

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০

একটা গরীব ছেলে ভালবাসতো একটা বড়লোক মেয়েকে।
একদিন ছেলেটা মেয়েটালে প্রপোজও করলো।
কিন্তু মেয়েটা বলল,'শোনো, তোমার মাসিক ইনকাম আমার প্রতিদিনের ব্যায়ের সমান,আমার কি তোমার সাথে সম্পর্ক করা উচিৎ?
তুমিই বলো? তুমি এটা ভাবোও কিভাবে?আমি তোমাকে কখনোই ভালবাসতে পারবো না।
বেটার তুমি আমাকে ভুলে যাও,তোমার নিজের লেভেলের কাউকে বিয়ে করো।'
কিন্তু ছেলেটা সেই মেয়েটাকে এতসহজ়ে ভুলতে পারলো না।
১০ বছর পর......
একদিন একটা শপিং সেন্টারে তাদের দুজনের দেখা হলো।
মেয়েটি বললো,'আরে তুমি? কেমন আছো? আমি এখন বিবাহিত। তুমি কি জানো আমার হাসবেন্ডের মাসিক ইনকাম কতো?
প্রতি মাসে ২ লাখ! ভাবতে পারো? আর সে অনেক স্মার্ট'!'
কথাগুলো শুনে ছেলেটির চোখ পানিতে ভরে উঠলো।
২ মিনিট পরে ভেতর থেকে মেয়েটির হাসবেন্ড বাইরে এল,
মেয়েটি তার সাথে ছেলেটিকে পরিচয় করিয়ে দেয়ার আগেই হাসবেন্ড বলে উঠলো,
'স্যার! আপনি এখানে!! আমার মিসেস এর সাথে পরিচিত হোন।
এরপর সে মেয়েটিকে বললোম,আমি স্যারের সাথে তার নতুন প্রোজেক্টে কাজ পেয়েছি,
যেটা টোটাল ২ কোটি টাকার প্রোজেক্ট! কিন্তু তুমি কি জানো,স্যার একটা মেয়েকে ভালবাসতেন,
কিন্তু তিনি তাকে পাননি, একারনে স্যার এখনো বিয়ে করেননি।
চিন্তা করে দেখো মেয়েটি কতটা লাকি ছিল! এখনকার দিনে কে এমনভাবে ভালবাসতে পারে?
জীবন খুব ছোট নয়,তাই নিজের উপর খুব বেশি গর্ববোধ করে অন্যকে ছুঁড়ে ফেলো না।
অন্যের ভালবাসার প্রতি শ্রদ্ধা দেখাতে শেখো।


---সমাপ্ত---
রোকনুজ্জামান খান রোকন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা কি বাস্তব না গল্প?

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: অণু গল্প তবে
বাস্তবের সাথে
তেমন মিল
নেই ।

২| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: লেখার মান আরও উন্নত করতে হবে ভায়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.