নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৩য় পর্ব -রাশিয়ার পিছু হঠা)

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬



২য় পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (২য় পর্ব - যুদ্ধের সূচনা)

পূর্ব ফ্রন্টে রাশিয়া ৪০০০০০ সৈন্য নিয়ে জার্মানীর ইস্ট প্রুশিয়ার বিভিন্ন এলাকা দখল করে এগুতে থাকে। এই বিশাল বাহিনীকে প্রতিরোধের দায়িত্ব পড়ে জেনারেল হিন্ডেনবার্গের ওপর। কিন্তু তার অধীনে থাকা জার্মান ৮ম আর্মির সৈন্য সংখ্যা ছিল ২০০০০০ যা রাশিয়ার অর্ধেক। কিন্তু তিনি রেললাইনের মাধ্যমে দ্রুত তার সৈন্য ও অস্ত্র ফ্রন্টে মোতায়েন করতে থাকেন। এছাড়াও তার বাহিনী রাশিয়ানদের বেতার বার্তাগুলি ইন্টারসেপ্ট করতে সক্ষম হয় যার ফলে তাদের যুদ্ধ কৌশল সম্পর্কে আগে থেকেই অবগত হতে পারে।হিন্ডেনবার্গের ডেপুটি হিসেবে লুডেনডর্ফকে নিয়োজিত করা হয় যিনি বেলজিয়ামের সফল অভিযানে নেতৃত্ব দেন। এদুই জনের সফল নেতৃত্বে জার্মান বাহিনী রাশিয়ার অগ্রযাত্রাকে টেনেরবার্গে প্রতিহত করতে সমর্থ হয়।

জেনারেল হিন্ডেনবার্গ

লুডেনডর্ফ

টেনেরবার্গে তিনদিনব্যাপি যুদ্ধে রাশিয়ান বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। প্রায় ৯০০০০ রাশিয়ান বন্দি হয় জার্মানদের হাতে এবং ৩০০০০ মৃত্যুবরণ করে। এঅবস্থায় জার নিকোলাস ২ এবং তার সামরিক প্রধান গ্রান্ড ডিউক নিকোলাস নতুন যুদ্ধ পরিকল্পনা হাতে নেন। তারা জার্মানী ফ্রন্টে যুদ্ধ না করে অস্ট্রো-হাঙ্গেরিয়া আক্রমণের সিদ্ধান্ত নেন। এলক্ষ্যে রাশিয়ান বাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ার অধীন গ্যালিসিয়া আক্রমণ করে।

গ্রান্ড ডিউক নিকোলাস

গ্যালিসিয়ার প্রধান শহর ল্যামবার্গ তিন সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ান বাহিনী দখল করতে সমর্থ হয়। ৪০০০০০ অস্ট্রিয়ান বন্দী, নিহত, আহত অথবা নিখোঁজ হয় অন্যদিকে রাশিয়ার ২০০০০০ সৈন্যর ক্ষয়ক্ষতি সাধিত হয়। (চলবে)

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: অপেক্ষায় থাকলাম,

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

র ম পারভেজ বলেছেন: শীঘ্রই পরের কিস্তি লিখবো। ধন্যবাদ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

হাসান রাজু বলেছেন: তিনটি পর্বই পরলাম। ভালো লেগেছে । বাকিগুলো পড়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

র ম পারভেজ বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.