নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৪র্থপর্ব - ফ্রান্সের সফল প্রতিরোধ)

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৫



৩য় পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৩য় পর্ব -রাশিয়ার পিছু হঠা)

পশ্চিম ফ্রন্টে জার্মানীর সৈন্যরা ফ্রান্স দখলে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ৩০ আগস্ট, ১৯১৪ ব্রিটিশ বাহিনীর গ্লস্টারশায়ার রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ান ফ্রান্সে অবতরণ করে। এছাড়াও ফ্রান্সের বিভিন্ন কলোনী হতে আগত সৈন্যরাও অবতরণ করা শুরু করে। ফ্রান্সের সৈন্যদের সাথে ব্রিটিশ ও কলোনীয়াল সৈন্যগণ যৌথভাবে যুদ্ধ ফ্রন্টে মার্চ শুরু করে। ব্রিটিশ সৈন্য বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন ফিল্ড মার্শাল স্যার জন ফ্রেঞ্জ। অন্যদিকে ফ্রান্স বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন জোসেফ জোফ্রি।


স্যার জন ফ্রেঞ্জ


জোসেফ জোফ্রি

পশ্চিম ফ্রন্ট প্রায় ৩৭০ মাইল দীর্ঘ এবং ২ মিলিয়ন জার্মানীর সৈন্য ৭ ভাগে বিভক্ত ছিলো। প্রথম জার্মান বাহিনীর কমান্ডার ছিলেন জেনারেল ভন ক্লাক। তিনি তার সৈন্য নিয়ে শম নদী পাড় হয়ে মারনে নদীর দিকে অগ্রসর হন। একই সাথে অন্যান্য জার্মান ডিভিশনও মারনে নদীর দিকে অগ্রসর হতে থাকে।


জেনারেল ভন ক্লাক

ফ্রান্স তার সৈন্যদেরকে মারনে নদীর প্রতিরক্ষায় মোতায়েন করে। এর মধ্যে ফ্রান্স জেনারেল গ্যালিনি দ্রুত সৈন্য মোতোয়েনের জন্য অভিনব এক পদ্ধতি নেন। প্যারিসের সব ট্যাক্সি-ক্যাব ও তিনি সৈন্য মোবিলাইজেশনে ব্যবহার করেন।


গ্যালিনি

৬ সেপ্টেম্বর থেকে শুরু হয় মারনে নদী অতিক্রমের জন্য জার্মানদের তীব্র আক্রমণ। কিন্তু ফ্রান্স বাহিনীর আর্টিলারির তীব্র শেলিং জার্মানদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এইভাবে যুদ্ধচলার মধ্যে দিয়ে জার্মান বাহিনী অবশেষে ৯ সেপ্টেম্বর পিছু হঠতে বাধ্য হয়। এই অবস্থায় ফ্রান্স ও ব্রিটিশ বাহিনী তাদেরকে সমুদ্রের দিকে তাড়িয়ে নিয়ে যাবার কৌশল নেয়। (চলবে)

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

ব্যাপক গবেষণা মূলক লেখা। আচ্ছা বাংলাদেশের ব্যাটেলফিল্ড নিয়ে এমন লেখা কি পাওয়া যেতে পারে।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ। সেই ইচ্ছা আছে।১ম বিশ্বযুদ্ধ নিয়ে সিরিজ শেষ করে ২য় বিশ্বযুদ্ধ নিয়ে লিখব। তারপর আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লিখবো।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

হাসান রাজু বলেছেন: ১ম বিশ্বযুদ্ধ নিয়ে সিরিজ শেষ করে ২য় বিশ্বযুদ্ধ নিয়ে লিখব।

অপেক্ষায় ......

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩

র ম পারভেজ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.