নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
৮ম পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৮ম পর্ব - যুদ্ধের বিভীষিকা)
অক্টোবর,১৯১৫ জার্মান, অস্ট্রিয়া ও বুলগেরিয়ার সম্মিলিত আক্রমণে সার্বিয়া পর্যদুস্ত। অক্ষশক্তি সার্বিয়ার পতন ঘটিয়ে গ্রীসের দিকে অগ্রসর হবার পায়ঁতারা করছে। এ অবস্থায় ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত বাহিনী গ্রীস রক্ষায় মেসিডোনিয়ার সালোনিকায় গড়ে তোলে শক্তিশালী ফ্রন্ট। পরবর্তীতে মিত্র বাহিনীর সাথে ইটালী, গ্রীস, সার্বিয়া ও রাশিয়া যুক্ত হয় এই ফ্রন্টে। অন্যদিকে অটোম্যানরা অক্ষশক্তির সাথে মিলিত হয়ে এই ফ্রন্টে যুদ্ধ করে। স্ট্রমা নদীর তীর থেকে আলবেনিয়ান অ্যাড্রেয়াটিকের তীর পর্যন্ত এই ফ্রন্ট বিস্তৃত ছিল।
মিত্র বাহিনী প্রায় ৭০০০০০ সৈন্য, ২৫০০ আর্টিলারি ওয়েপনস ও ২০০ যুদ্ধবিমান নিয়ে তাদের যুদ্ধ চালিয়ে যায়। অপরপক্ষে অক্ষশক্তির ৬০০০০০ সৈন্য, ১৫০০ আর্টিলারি ওয়েপনস ও ৩০ যুদ্ধবিমান এই ফ্রন্টে নিয়োজিত হয়। এই ফ্রন্টে মিত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন ফ্রান্সের জেনারেল মরিস স্যাররেইল, ব্রিটিশ জেনারেল জর্জ মিলনে। অপরদিকে অক্ষশক্তির নেতৃত্বে ছিলেন জার্মান জেনারেল অগাস্ট ভন ম্যাককেনসেন।
মরিস স্যাররেইল
জর্জ মিলনে
অগাস্ট ভন ম্যাককেনসেন
এই ফ্রন্ট স্থাপনের কিছুদিনের ভেতর এটি হয়ে ওঠে বিভিন্ন দেশের সৈন্যদের সম্মিলিত একটি যুদ্ধ ক্ষেত্র। মিত্র বাহিনীতে কিছুদিনের মধ্যেই আলবেনিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, অস্ট্রেলিয়া ও অন্যান্য কলোনিয়াল সৈন্যরাও যুক্ত হয়। এর ফলে অক্ষশক্তির সামনে সম্মিলিত একটি মিত্র বাহিনী অবস্থান নেয়। (চলবে)
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯
র ম পারভেজ বলেছেন: ভাই আপনার কমেন্ট দেখলে মনে হয় আমার সাথে কোন শত্রুতা আছে। যাই হোক এই যুদ্ধ ১৯১৮ তে শেষ হয়ে গেছে।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
জাহিদ অনিক বলেছেন: @চাঁদগাজী ,
যুদ্ধ্ব এখন বলা যায় সাম্যাবস্থায় আছে । তবে আপনি জার্মানদের পক্ষে যোগ দিলে যুদ্ধ আবার নড়েচড়ে উঠতে পারে । সম্ভাবনা আছে ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০
র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
@জাহিদ অনিক ,
আমি এখন জার্মানদের পক্ষে
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
জাহিদ অনিক বলেছেন: আমাদের কোন ব্যক্তিগত শত্রুতা কস্যিন কালেও ছিল না । আপনার ধারনা ভুল @ লেখক
@চাঁদগাজী, তাহলে যুদ্ধ করার জন্য রেডী থাকুন
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
র ম পারভেজ বলেছেন: @জাহিদ, শত্রুতার কথাটি আমি আপনাকে বলিনি। ওটা চাঁদগাজী সাহেবকে বলেছি। ধন্যবাদ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৬
জাহিদ অনিক বলেছেন: ওপস ! সরি সরি ! @লেখক
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
এই যুদ্ধ কি এখনো চলছে, নাকি শেষ হয়েছে?