নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (১২ তম পর্ব - রাশিয়ায় বিপ্লব এবং জারের পতন)

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮



১১তম পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (১১তম পর্ব-আটলান্টিকে জার্মান ইউ-বোটের আগ্রাসন)

১৯১৪ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ব্যাপক প্রাণ ও সম্পদহানি ঘটে। অক্টোবর, ১৯১৬ নাগাদ ১৭ লক্ষ রাশিয়ান সৈনিক মৃত্যুমুখে পতিত হয় এবং ২০ লক্ষ সৈন্য বন্দি হয়। যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতিও পর্যদুস্থ হয়ে পড়ে। মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছে যে সাধারণ মানুষের আয় সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকে এবং একই সাথে নিত্যব্যবহার্য পণ্যের সংকট সৃষ্টি হয়। এসব কারণে সাধারণ জনগণ জার নিকোলাসের উপর বিরক্ত হয়ে যায় এবং যুদ্ধ থেকে সরে আসার জন্য বিভিন্ন শহরে ধর্মঘট পালন শুরু করে। এছাড়াও সাধারণ জনগণ জারের স্ত্রী জারিনাকে সন্দেহের দৃষ্টিতে দেখত, জনমনে ধারণা ছিল যে তিনি জার্মান গুপ্তচর। এর সাথে রাসপুটিন নামক এক সন্ন্যাসীর রাজপরিবার এবং জারিনার উপর ব্যাপক প্রভাব ছিল যা জনমনে আগে থেকেই বিরূপ প্রভাব ফেলেছিল।


যুদ্ধবিরতিতে জার্মান-রাশিয়ান সৈন্যদের করমর্দন

এই রকম অবস্থায় ফেব্রুয়ারী, ১৯১৭ সালে ঘটে বিপ্লব যা ফেব্রুয়ারী বিপ্লব নামে পরিচিত। এর পরের মাসেই জার নিকোলাস ক্ষমতা থেকে অপসৃত হন। ১৯১৮ তে জার স্ব-পরিবারে হত্যার শিকার হন। জারকে ক্ষমতা থেকে হঠানোর পর নতুন সরকার গঠিত হয়। কিন্তু নতুন সরকার যুদ্ধ হতে নিজেদের সরিয়ে না নেয়ায় জার্মানী নতুন কৌশল নেয়। নির্বাসিত বলশেভিক নেতা লেনিনকে পাল্টা বিপ্লব ঘটানোর জন্য সাহায্য করে যাতে লেনিন ক্ষমতা দখল করতে পারেন এবং যুদ্ধ থেকে রাশিয়াকে সরিয়ে নেয়। এভাবে অক্টোবর, ১৯১৭ তে ঘটে অক্টোবর বিপ্লব, লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আরোহণ করে। এভাবে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে। কিন্তু রাশিয়ার মাটিতে যুদ্ধ শেষ হয় না, শুরু হয় বলশেভিক ও হোয়াইট মুভমেন্টের মধ্যে গৃহযুদ্ধ।


লেনিন

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

রাতুল_শাহ বলেছেন: আপনার লেখাগুলো শুরু থেকে পড়তে হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

র ম পারভেজ বলেছেন: পড়ে দেখবেন,ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

জুন বলেছেন: আমাদের পাঠ্যসূচিতে ছিল এই বিশাল ইতিহাস। আবার পড়ছি আপনার লেখায় সংখিপ্ত আকারে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

র ম পারভেজ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

আনু মোল্লাহ বলেছেন: ইতিহাস জানতে পারছি। ধন্যবাদ নেবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.