নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

পথে-প্রান্তরে (পর্ব - ৫): চিনা মাটির পাহাড়ে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২


বিরিশিরিতে মোট চারবার যাওয়া হয়েছে আর প্রত্যেকবারেই রাস্তার ঝাকুনির প্রভাব পরবর্তী দু'দিন ধরে শরীরে অনুভূত হয়েছে। এরকম ভাঙ্গা-চোড়া রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুষ্কর। একবার সংসদে দাঁড়িয়ে ঐ এলাকার সাবেক এক সাংসদ নাকি বলেছিলেন যে, গর্ভবতী নারীদের এই রাস্তা দিয়ে নিয়ে গেলে রাস্তার ঝাকুনিতেই বাচ্চা প্রসব হয়ে যায় নাহলে গর্ভপাত হয়। সত্যি নাকি মিথ্যা এই কথা বলেছিলেন জানিনা, কিন্তু রাস্তা আসলেই খুবই খারাপ। শেষবার গতবছর রাস্তা এতোটাই খারাপ ছিল যে কোন বাস ঐ রাস্তায় চলে না। অগত্যা মোটরসাইকেলে করে মূল রাস্তা ছেড়ে গ্রামের মধ্যদিয়ে অচেনা নতুন রাস্তা দিয়ে বিরিশিরি গিয়েছিলাম। তবে এতে খারাপতো লাগেইনি বরং স্থানু-নিভৃত গ্রামের প্রকৃত রূপ দেখতে পেরেছি। এইবারের ভ্রমণে চিনা মাটির পাহাড় ঘুরে দেখে এসেছি আর সাথে রাণীখং গির্জা। আজকের ছবিব্লগ সেই ভ্রমণের ছবি দিয়ে সাজিয়েছি।

কংস নদী, মূল রাস্তা দিয়ে না যাওয়ায় সেতুর পরিবর্তে খেয়াঘাট পাড়ি দিতে হয়েছে।

সোমেশ্বরী নদী, ভারত থেকে নেমে আসা পাহাড়ী নদী যা পাথর আর কয়লার আকর।

সোমেশ্বরী নদীর মাঝখানে।

চিনা মাটির পাহাড়, মাটি খুঁড়ে খুঁড়ে সৃষ্ট জলাধার।

পাহাড় আর জলের মিতালী।

রঙ্গীন পাথুরে মাটি।

স্বচ্ছ-নিটোল জলের ধারে বসে মনে হয়েছিল ওখানেই থেকে যেতে।

পাহাড়ের উপর নির্মিত গির্জা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

পলাশমিঞা বলেছেন: সুন্দর পরিবেশ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: সবই দেখা চেনা জায়গা, আবার যেতে মন চায়..........ভালোলাগা জানিয়ে গেলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

কালীদাস বলেছেন: পানির রংটা দেখলে মন ভাল হয়ে যায়।
থ্যাংকস পোস্টের জন্য :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

নিয়াজ সুমন বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে। আপনার সুন্দর ছবি দেখে ইচ্ছাটা আরো বেড়ে গেল। যাতায়াতের বিস্তারিত বিবরন দিলে ভাল হত। শুভেচ্ছা জানবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ। নিচের লিঙ্কে বিস্তারিত পাবেন -
http://www.exploguide.com/off-path-travel/birishiri-last-stoppage-bus-route

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নাগরিক কবি বলেছেন: সুন্দর বিবরন দিয়েছেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.