নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত ও সাহসি জনপ্রতিনিধি

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬



সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিস্তৃত শনির হাওরের স্বেচ্ছাশ্রমে টেকানো বাঁধে টানা ২৪ দিন অবস্থান করেছিলেন বেহেলি ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মনেছা বেগম। অসময়ে পাহাড়ি ঢলে হাওরের প্রায় ২২ হাজার একর বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় গত ২৯ মার্চ রাতে। ওই দিন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে কৃষক-জনতার রোষ থেকে রক্ষা পেতে পালিয়ে যান পাউবোর প্রকৌশলীসহ ঠিকাদারেরা। এরপর দুই উপজেলার ৪০ গ্রামের ১ হাজার ৫০০ মানুষ প্রতিদিন স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছিলেন। একমাত্র নারী হিসেবে সেই কাজে জামালগঞ্জের বেহেলি ইউপির সদস্য মনেছা বেগমও ছিলেন। লালুগোয়ালা নামক বাঁধে স্বেচ্ছাশ্রমের কাজ তদারক করেছিলেন মনেছা বেগম। ২৯ মার্চ রাত থেকে হাওরপারে বাঁধে তাঁর কেটেছিল টানা ২৩ দিন। গত রোববার ভোরে বাড়ি ফিরে যান তিনি। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে তাঁর পেশা ছিল দিনমজুর, মাটি কাটার কাজ করতেন। গত ইউপি নির্বাচনে স্থানীয় জনসাধারণ চাঁদা তুলে তাঁকে নির্বাচনে প্রার্থী করেন।এরকম দেশপ্রেমিকের জন্য শত হতাশার মাঝেও নতুন করে স্বপ্ন দেখতে, বাঁচতে ইচ্ছে জাগে। এদেশ সবসময় এই খেঁটে খাওয়া শ্রমিক-কৃষকের মেহনতেয় টিকে আছে আর পাউবোর ওই প্রকৌশলী,ঠিকাদার আর কমিশনবাজ রাজনীতিক, আর্বজনার মতোন লুটেরা গোষ্ঠী সেই পরিশ্রমের ফল ভোগ করছে। এই সাহসি জনপ্রতিনিধিকে জানাই গভীর শ্রদ্ধা।

বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে-
বাঁধে ২৪ দিন কাটিয়ে বাড়ি ফিরে গেলেন মনেছা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

রাতুল_শাহ বলেছেন: ঠিকাদাররা তো দেশটাকে খাইলো। কাঠামোগত দিক দিয়ে ঠিকাদাররা দেশটাকে চাইনিজ আর ইন্ডিয়ান বানাইয়া রাখছে।

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

র ম পারভেজ বলেছেন: সহমত।

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

রায়হানুল এফ রাজ বলেছেন: এরকম দেশপ্রেমিকের জন্য শত হতাশার মাঝেও নতুন করে স্বপ্ন দেখতে, বাঁচতে ইচ্ছে জাগে।
এই রকম মনেছা বেগমদের জন্যই আজ টিকে আছে দেশ।

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১

র ম পারভেজ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.