নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
আগামীকাল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’; সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে দিবসটি ব্যাপক আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী’। সংবিধানের ১৯নং অনুচ্ছেদের ১নং উপ-অনুচ্ছেদে বলা হয়েছে,‘সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে’। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র মানুষের অধিকার। আইনগত সহায়তা ছাড়া স্বল্প আয়ের মানুষের পক্ষে প্রচলিত বিচার ব্যবস্থায় নিজেদের আইনগত অধিকার রক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। এলক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানকল্পে ‘‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০” পাশ হয়। সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়। এছাড়া প্রত্যেক জেলা জজ আদালত ভবনে ‘লিগ্যাল এইড অফিস’ স্থাপন করা হয়েছে। এছাড়াও উচ্চ আদালতে সরকারী আইনি সেবা প্রদান করতে সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। শ্রম আদালতে শ্রমিক আইন সহায়তা সেল গঠন করে অসহায় শ্রমিকদের সরকারী আইনি সেবা দেয়া হচ্ছে।এছাড়া অফিস চলাকালীন সময়ে যে কোন আইনী পরার্মশের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় স্থাপিত জাতীয় হেল্প লাইন কল সেন্টারে টোল ফ্রি-১৬৪৩০ নম্বরে ফোন করে আইনি সেবা পাওয়া সম্ভব।
বাংলাদেশের প্রায় প্রতিটি আদালতই মামলার ভারে জর্জরিত। মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোন বিকল্প নেই। মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিস’ কে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপোষ মীমাংসাকে উৎসাহিত করতে তাই এ বছর জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-
“বিরোধ হলে শুধু মামলা নয়,
লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।”
©somewhere in net ltd.