নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
ডোনাল্ড ট্রাম্প তার সৌদি আরব সফরে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছেন, আগামী দশ বছরে এই অস্ত্র সরবরাহ সম্পন্ন হবে। লক্ষ্য করার বিষয় হলো এই অস্ত্র গুলির মধ্যে রয়েছে সীমান্ত রক্ষার জন্য ট্যাঙ্ক ও হেলিকপ্টার, উপকূল রক্ষী জাহাজ, গোয়েন্দা বিমান। অস্ত্র গুলির ধরণ দেখেই বলা যাচ্ছে এগুলি ব্যবহৃত হবে ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব তার আঞ্চলিক মিত্রদের সহায়তায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হুতি বিদ্রোহীরা ইরানের সহায়তায় সৌদি সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারের বিরুদ্ধে যুদ্ধরত আছে। ইতিমধ্যে এই যুদ্ধে ১০,০০০ মানুষ নিহত হয়েছেন এবং ত্রিশ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, লক্ষ-লক্ষ মানুষ দুর্ভিক্ষের সমুক্ষীন। সৌদি যুদ্ধবিমানগুলি যুদ্ধকালীন নিয়ম-নীতির লঙ্ঘন করে প্রতিনিয়ত বেসামরিক হাসপাতাল, বিদ্যালয়, রাস্তা-পুল, খামার, বাসস্থানে বোমা ফেলছে। ট্রাম্পের বিক্রি করা অস্ত্রগুলি যে এই ইয়েমেনিদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে তা নিশ্চিত ভাবে বলা যায়।
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫০
র ম পারভেজ বলেছেন: So, more bloods will shed!!!
২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইয়েমেনের গৃহযুদ্ধ পাশের কোন দেশের জন্য ভালো নয়।
যুদ্ধ থামাতে শান্তি আলোচনার প্রয়োজন। আর, তাতেও কোন কাজ না হলে, যে শান্তির বিপক্ষে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটাই নিয়ম।
২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:১৩
র ম পারভেজ বলেছেন: আলোচনার কোন উদ্যোগ চোখে পড়ছে না।
৩| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৯
খালিদ১২২ বলেছেন: আমাদের আর কি করার আছে বলুন।
২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:১৬
র ম পারভেজ বলেছেন: আমাদের কিছু করার নেই, কিন্তু শিক্ষা নেয়ার আছে। বর্তমান পরিবর্তিত বিশ্বব্যবস্থায় টিকে থাকতে হলে বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি সর্ম্পকে ওয়াকিবহাল থাকা প্রয়োজন।
৪| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৩০
কানিজ রিনা বলেছেন: ট্রামপু সৌদী সফর একঢিলে দশ পাখি মারার
পরিকল্পনা। পন্চাশ মুসলিম দেশকে বলা হোল
যার যার নিজের জায়গা থেকে সক্রু মকাবেলা
করা। এটা হোল অস্ত্র বিক্রির চাইল। সেই
সাথে মুসলিমদের দিয়ে মুসলিম দেশ গুলর
ঘায়েল করার ফন্দি। ইস্রায়েল আমেরিকার
ফন্দি মুসলিম দেশ গুল একত্রে করে কাঁটা
দিয়ে কাঁটা তোলার কাজ ভালমত আয়ত্ব্যে
আনা। এবার অস্ত্র ব্যবসায় উন্নতি করবে
ট্রামপু সরকার।
আসলে সৌদী সরকার মুসলিম দেশ গুল
একত্রে করে পারত নিজেদের সমস্যা নিজেরা
সমাধান করা। তাতে মুসলমান দেশগুল একত্রে
থাকলে পৃথিবীর ইতিহাস পালটে যেত। ধন্যবাদ,
২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
র ম পারভেজ বলেছেন: আমরা মুসলিমরা নিজেরাই এখন শতধা বিভক্ত-শিয়া, সুন্নি, ওয়াহাবি, মাজহাবি, অাহলে-হাদিস, আহমদি, পীরপন্থি, মাজারপন্থী; নিজেরা নিজেরা যুদ্ধ করে ধ্বংস হচ্ছি।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:২২
ত্রিকোণমিতি বলেছেন: so ......???