নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের বিদেশ নীতির বাস্তবায়ন : বাংলাদেশে মার্কিন আর্থিক সহায়তা কমছে

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লক্ষ্য অর্জনে ভালো মতোই এগুচ্ছেন। নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প বিদেশে আর্থিক সহায়তা কমানোর কথা বলেছিলেন। তার অংশ হিসেবেই বাংলাদেশে বরাদ্দ কমানোর প্রস্তাব করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আসন্ন বাজেটে বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ কমানোর প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো মার্কিন পররাষ্ট্র দফতরের বাজেটে এই কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২১ কোটি ডলার আর্থিক সহায়তা পেয়েছিল। ট্রাম্পের পররাষ্ট্র দফতর তা কমিয়ে ২০১৮ সালের জন্য বাংলাদেশকে ১৩ কোটি ৮০ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। স্বাস্থ্য খাতে ২০১৬ সালে বাংলাদেশ আর্থিক বরাদ্দ পেয়েছে সাত কোটি ৯০ লাখ ডলার। ২০১৮ সালে বাংলাদেশকে তিন কোটি ৬৭ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশে সামরিক খাতে আর্থিক বরাদ্দ ছিল ২০ লাখ ডলার। এবার সামরিক খাতে সব সহায়তা বন্ধের প্রস্তাব করা হয়েছে।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের ভাগ কমেনি, ব্যুরিক্রেটরা কম পাবে; ফলে, মাথা ব্যথার কারণ নেই।

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:২৭

র ম পারভেজ বলেছেন: রাজনীতিবিদ আর ব্যুরোক্রেটরা দুর্নীতি না করলে আমাদের এই সাহায্যও প্রয়োজন ছিলো না।

২| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা বরং ভালোই হলো।

বাংলাদেশ যে ধীরে ধীরে একটি স্বনির্ভর জাতি হয়ে উঠছে, এটাই তার প্রমাণ।

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:২৭

র ম পারভেজ বলেছেন: Click This Link

৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৪৫

সমাজের থেকে আলাদা বলেছেন: ট্রাম্পের লক্ষ্য আমেরিকাকে গ্রেট বানানো। আরবের সাথে অস্ত্র ব্যবসা বাড়ানো, নতুন মধ্যপ্রাচ্য নীতি, ইরানবিরোধী পলিসি এমনকি নিজের দেশের নাগরিকদের ওয়েলফেয়ার ফান্ডও ট্রাম্পেটের কাঁপুনিতে ছেড়াবেড়া হয়ে আছে। আর আমরা আছি নিজেদের পাওনা সুবিধা নিয়ে।
ওবামা প্রশাসনও খুব একটা সদয় ছিলোনা আমাদের ওপরে। আমেরিকার ওপরে দয়ার আশা আমাদের কোনোওকালেই ছিলোনা ভাই, 'তলাবিহীন ঝুঁড়ি' আখ্যা পাবার পর থেকেই আমরা তা বুঝে গেছিলাম। বাংলাদেশ যদি ইইউতে রপ্তানি বাড়াতে পারে তবে ট্রাম্পের দানের আমাদের প্রয়োজনও পড়বে না।

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৩২

র ম পারভেজ বলেছেন: এই সাহায্যটুকুর দরকার নেই, তার চেয়ে যদি তৈরী পোষাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতো তা অামাদের জন্য বেশি ফলপ্রসূ হতো।

৪| ২৫ শে মে, ২০১৭ রাত ২:১৩

আবদুল মমিন বলেছেন: এই টেম্পু নানা ছাড়া আমাদের কি কোন গতি নাই ?

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৩৩

র ম পারভেজ বলেছেন: দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে কারও সাহায্যেরই প্রয়োজন লাগতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.