নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
ছবি:অর্ন্তজাল
স্কুল জীবনে সদ্য ইংরেজী রক ব্যান্ডগুলির সাথে পরিচয় হওয়া শুরু হয়েছে। বনজভি, মেটালিকা, গ্রীনডে এদের গান গুলি শুনছি আর মুগ্ধ হচ্ছি। এমন সময় পরিচয় হয় লিংকিন পার্কের সাথে; Numb, In the end, Paper cut, Crawling, Somewhere I belong আরও কত ভালোলাগা গান। মাইক শিনোডার র্যাপ আর চেস্টার বেনিংটনের ভোকাল ধীরে ধীরে পছন্দের শীর্ষে চলে অাসলো। চেস্টার বেনিংটনের মৃত্যুর খবর যখন পেলাম তখন তার In the end এর লাইনগুলো মনে পড়ছিলো-
I tried so hard and got so far
But in the end, it doesn’t even matter
I had to fall to lose it all
But in the end, it doesn’t even matter.
কিন্তু আমার মনে হচ্ছিল, It does matters। গত ২০ জুলাই,২০১৭ তারিখে, লস এঞ্জেলস বেনিংটনের এপার্টমেন্টে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে চেস্টার বেনিংটনের জন্ম। তিনি পরিচিতি লাভ করেন ২০০০ সালে লিংকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি-তে ভোকাল হিসেবে গান গাওয়ার মাধ্যমে, যেটি ব্যাপক বানিজ্যিক সাফল্য অর্জন করেছিল। এ্যালবামটিকে ২০০৫ সালে ডায়মন্ড উপাধি প্রদান করে আরআইএএ, কেননা এটি ঐ দশকের সেরা বিক্রিত অ্যালবাম ছিল, এবং এই অ্যালবামের মত সামান্য কিছু অ্যালবামই আছে যা সফল হিসেবে এত বিক্রি হয়েছে। লিংকিন পার্কের পরবর্তী স্টুডিও অ্যালবাম গুলো হল মীটিওরা, মিনিটস্ টু মিডনাইট, এ থাউজ্যান্ড সানস্ এবং লিভিং থিংস্, এগুলো যথাক্রমে প্রকাশ পেয়েছে ২০০৩, ২০০৭, ২০১০ এবং ২০১২ সালে। বেনিংটন সাইড প্রজেক্ট হিসেবে ২০০৫ সালে তার নিজের ব্যান্ড ডেড বাই সানরাইজ-এর আবির্ভাব ঘটান। এই ব্যান্ডটির আত্মপ্রকাশমূলক অ্যালবাম আউট অব এ্যাশেজ ২০০৯ সালের অক্টোবরের ১৩ তারিখে প্রকাশ পায়। বেনিংটনকে "শ্রেষ্ঠ ১০০ হেভি মেটাল ভোকালিস্ট"-এর তালিকায় স্থান দেয় হিট প্যারাডার।
তথ্যসূত্র:উইকিপিডিয়া
প্রিয় কিছু গানের লিংক-
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩০
র ম পারভেজ বলেছেন:
২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৯
শৈবাল আহম্মেদ বলেছেন: কষ্ট পেলাম,লিংকিন পার্ক , পিংক ফ্লইডের বব ডাইলন , ডেভিট গিলমোর , মেটালিকা এদের কিছু কিছু গান ভাল লাগে।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩০
র ম পারভেজ বলেছেন:
৩| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
নাইট রাইটার বলেছেন: উনি যা আমাদের উপহার দিয়ে গেছেন তা হৃদয়ে আঁকড়ে ধরে এগিয়ে চলব অজানার দিকে।
২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
র ম পারভেজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্যাড।