নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের মহাসড়কে ভেসে অফিসে পৌঁছানো!!!

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫

আজকের অফিস যাত্রার স্থিরচিত্র


কারওয়ান বাজার


রূপসী বাংলা মোড়




সেগুনবাগিচা




প্রেসক্লাব






অফিস চত্ত্বর

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫১

রিএ্যাক্ট বিডি বলেছেন: হা হা হা হা

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

র ম পারভেজ বলেছেন: অতিকষ্টে মাঝে মাঝে হাসিও পায়।

২| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও পোস্ট দিতেছি ঢাকার বন্যার

কি যে কষ্ট অফিসে আসা ।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

র ম পারভেজ বলেছেন: দেখলাম আপনার পোস্ট।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

নাবিক সিনবাদ বলেছেন: ভাই নৌকা কিনেন। :-P

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

র ম পারভেজ বলেছেন: ভরসা রাখুন নৌকায়!!!

৪| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: পানিত কমই মনে হচ্ছে ।
বাসায় আসলাম গলা সমান পানির নিচে দিয়ে।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১০

র ম পারভেজ বলেছেন: এইদিকে পানি কিছুটা কম ছিলো অন্যান্য এলাকার তুলনায়।

৫| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভয় নাই সাতার জানিলে।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

র ম পারভেজ বলেছেন: সাঁতার তো পারি ভাই, কিন্তু পানিতে যে পরিমাণ ভাসমান বর্জ্য তাতে স্ক্যাবিসের ভয়ে আছি।

৬| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

আখেনাটেন বলেছেন: কী মচৎকার দেখা গেল!!!!!!!

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

র ম পারভেজ বলেছেন: ইহা উন্নয়নের পার্শ্বপ্রতিক্রিয়া।

৭| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই জলাবদ্ধতার একটা সঠিক পদক্ষেপ নেয়া জরুরী হয়ে গেছে।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

র ম পারভেজ বলেছেন: এতো এতো কোটি টাকার প্রকল্প, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না।

৮| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

রানার ব্লগ বলেছেন: দেখুন জলাবদ্ধতা তখনই কমবে যখন আপনি সচেতন হবেন, আপিনি ভেবে বলুনতো আপনার বাসার ময়লা পলিথিনে ভরে কোথায় ফেলছেন? রাস্তার উপর, ড্রেইনের পাশে, খালের পাশে ? ময়লাটা যায় কোথায় বলতে পারেন ? এই গুলার খবরই যখন আপনি আমি রাখি না জলাবদ্ধতা নিয়া হা হুতাশ ও আমাদের সাজে না। যতদিন আমি সচেতন না হচ্ছি, আমি আমার ড্রেইন টা কে পলিথিন মুক্ত না করছি, এলাকার এক মাত্র খালটাকে পরিচ্ছন না রাখছি ততদিন আমি আপনি সবাই কোমর পর্যন্ত পানিতে হেটে যাতায়েত করতে হবে, যদি বলেন এই গুলা সরকারের কাজ , সরকার কিন্তু আপনার আমার সচেতনাতা বোধ তৈরি করবে না এটা যার যার নিজের মধ্যে থাকতে হয়। তাই বলছি হা হুতাশ না করে যা করা দরকার তাই করি।










/

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭

র ম পারভেজ বলেছেন: ভাই আমার বাসার আর্বজনা রাবিশ বিনে ভরে দারোয়ানকে দেই, তিনি তা ময়লার ভ্যানে দেন আর ভ্যানওয়ালা সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে তা ফেলেন।

৯| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: এই ভোগান্তিতে সকালে আমিও পড়েছিলাম।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

র ম পারভেজ বলেছেন: বাসায় ফেরার পথের ভোগান্তি বাকি আছে এখনও।

১০| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কাউয়ার জাত বলেছেন: ছব ছাধীনতা বিরুধী জঙ্গীদের ছড়যন্ত্র।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

১১| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: বিষয়টি নিয়ে আরো সচেতন হওয়া দরকার। জলাবদ্ধতা দূরীকরনে সরকারী পদক্ষেপ নেয়া হোক।

রাজধানী থেকে ৪৬ টি খাল হারিয়ে গেছে। এই হল জলাবদ্ধতার মূল কারন। কিন্তু খাল ছাড়াও ম্যানহোল ইত্যাদি দিয়ে তো জলাবদ্ধতা দূর করা যায়। বুড়িগংগা পরিষ্কার করা সহ আরো অনেক উদ্যোগ নেয়া যায়। এইসব সরকারকেই করতে হবে। দরকারে অতিরিক্ত লোক নিয়োগ করে নগরবাসীর সমস্যা দূর করুন।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

র ম পারভেজ বলেছেন: সহমত।

১২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

রানার ব্লগ বলেছেন: কোন দিন কি দেখেছেন নির্ধারিত ডাস্টবিন টা কোথায় আমি দেখাচ্ছি আপনাকে




১৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১

রানার ব্লগ বলেছেন:



১৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩

রানার ব্লগ বলেছেন: উপরের এই সবি সরকার নির্ধারিত ময়লা ফেলার স্থান । সরকার বললে ভুল হবে সিটি কর্পরেসান এই সব জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

র ম পারভেজ বলেছেন: ভাই তাহলে আপনিই বলেন সমাধান। একবার বললেন আমি আমার বাসার ময়লা ঠিকমতো ডিসপোস করি কিনা, সেটা তো আমি করি। এখন আবার ডাস্টবিনের ছবি দেখাচ্ছেন, এটা তো আমার দায়িত্বে না। প্রতি মাসে বেতন থেকে আগাম আয়কর দিচ্ছি, পণ্য কিনতে ভ্যাট দিচ্ছি। সেটার বিনিময়ে জলাবদ্ধতাবিহীন সড়ক পাওয়া তো আমার অধিকার। কনফিউজিং মন্তব্য না করে স্বীকার করুন যে সরকার, সিটি কর্পোরেশন কেউ এই ব্যর্থ্তার দায় এড়াতে পারেনা।

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

প্রোলার্ড বলেছেন: জলাবদ্ধতা মেয়রদ্বয়ের উপহার ঢাকাবাসীর জন্য । দেশের এই দূর্যোগ মুহূর্তে নৌকাতেই ভরসা।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

র ম পারভেজ বলেছেন: আমার মনে হয় দেশের সব মন্ত্রী,মেয়র শুধু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ চেয়ে বসে থাকেন যে সব প্রধানমন্ত্রী নিজেই করবেন। তাহলে ভাই এতো টাকা,প্রটোকল খরচ করে এসব অথর্ব মন্ত্রী,মেয়র পোষার কি দরকার!!!

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমায় ভাছায়লিরে
আমায় ডুবাইলিরে...
উন্নয়নের চাপা ভেসে গেলরে...

কুল নাই কিনার নাই
নাইকো ঢাকায় রাজপথ!!
জলেতে হারায়া গেল ২
যত আমার খুশিরে...

কত কল্প কত গল্পে
সব ঢাকিয়া রাখি২
ভয় দেখাইয়া কি ছুন্দর
চালাইতেছি শাখি..
আতকা কইরা বান লইয়া
কেনে বৃষ্টি আইলিরে...
জলেতে হারায়া গেল ২
যত আমার খুশিরে...

রাবিশ মিয়া গেল কোথা
কয়না কুনু তত্ত্ব
এই পানি কুনু পাইনি্ না
কয় না কেন কেহ!!!

রাজাকার আর জঙ্গিরা সব
বোম রাখিছে ড্রেনে
তাইতো পানি সরতেনারে
ডাকো সাংবাদিক গণে :P

আর পারিনা বাকি টা আপনাপন সুরে গাইয়ে নেন ;)

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

র ম পারভেজ বলেছেন: =p~

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩২

তপোবণ বলেছেন: নৌকা ও রিকশা দুর্ঘটনায় দুজন আহত সেই ছবিটা কই?

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৭

র ম পারভেজ বলেছেন: :P

১৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১:০১

কলাবাগান১ বলেছেন: বাহ অফিস সময়ে ব্লগিং এ মজাই আলাদা

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

১৯| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উন্নয়নের গনতন্ত্র কার যেন মূল মন্ত্র।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

র ম পারভেজ বলেছেন: ;)

২০| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

নীল আকাশ ২০১৬ বলেছেন: অপদার্থ আর অকর্মণ্য তিন মেয়রের পাগলের প্রলাপ

"এগুলা আমাদের কাজ না, তারপরেও আমাদেরকেই করতে হয়" - আনিসুল হক
"কারো কাজে কন সমন্বয় নেই বলে পেরে উঠছিনা" - সাঈদ খোকন
"প্রকৃতির কাছে আমরা কত অসহায়, তা বোঝা যাচ্ছে" - নাসির উদ্দিন

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

র ম পারভেজ বলেছেন: X(( X(

২১| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই অবসস্হায় নৌকা ভাড়া পাওয়া যায়? অনেক দিন ধরে নৌকা বাইন।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৪

র ম পারভেজ বলেছেন: মেয়র সাহেবকে বলে দেখা যেতে পারে!!!

২২| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

সামিয়া বলেছেন: =p~ =p~ =p~

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

র ম পারভেজ বলেছেন: :) :D B-)

২৩| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আমরা উন্নয়নের বন্যায় ডুবে গেছি এখন শুধু মরে যাওয়াই বাকি।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

র ম পারভেজ বলেছেন: মরলেও আমরা উন্নয়ন চাই!!!

২৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯

গার্থ বলেছেন: ভরসা রাখুন নৌকায়।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

র ম পারভেজ বলেছেন: :D :P =p~

২৫| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

তারেক ফাহিম বলেছেন: শুধু ঢাকাতে নয়, আমাদরে নেয়াখালীতেও একই অবস্থা। উন্নয়নের জোয়ার জলছে সারা দেশে।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

র ম পারভেজ বলেছেন: উন্নয়নের সাথেই থাকুন!!!

২৬| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

তপোবণ বলেছেন: এসব জামাত বিম্পির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। খালেদা লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আর এখানে পানিতে তলিয়ে যাচ্ছে শহর বন্দর নগর।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

র ম পারভেজ বলেছেন: এফবিআইকে তদন্তে লাগানো হোক এ ষড়যন্ত্রের রহস্য উদঘাটনে!!!

২৭| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

পুলক ঢালী বলেছেন: রানার ব্লগ একদম সত্য কথা বলেছেন, যে কোন দোকানের দিকে তাকান চিপস চানাচুর অন্য আরো দ্রব্যের লক্ষ লক্ষ পলি প্যাক দেখবে্‌ সারা দেশ জুড়ে প্রতিদিন কোটি কোটি পলিব্যাগ এখানে সেখানে ফেলা হচ্ছে এগুলো যেখানেই ফেলুন, বীনে বা নর্দমায়' কোন রেহাই নাই, ট্রেনে বা বাসে করে কোথাও গেলে দুইপাশেই এই আবর্জনা দেখবেন । কেন দেখা যায়(?) কারন এগুলো নষ্ট হয়না, তাহলে উপায় কি? সরকার যখন এগুলো উৎপাদনের অনুমোদন দিয়েছিলো তখন ব্যবহৃত গুলির রিসাইক্লিং করা বাধ্যতামূলক করা উচিৎ ছিলো, তাহলে ব্যাংগের ছাতার মত এত পলি তৈরীর কারখানা গজাতো ন, আর' যে কয়টা কারখানা থাকতো তাদের এগুলো সংগ্রহ করে রিসাইকেল করতে বাধ্য করা যেতো, এতে টোকাইরাও কিছু কাজ পেতো। এখন পুরো ব্যাপারটা চিকিৎসার বাইরে চলে গেছে মনে হয়, সবাই খালি ধুমসে ব্যবসা করছে আমরাও খুব সুখ ভোগ করছি ফলে অবশ্যম্ভাবী দুর্ভোগ এসে পড়েছে।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

র ম পারভেজ বলেছেন: পলিথিন কারখানাগুলি বন্ধ করলে উপরি আয়ে টান পড়বে তো কিছু সুবিধাভোগীর!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.