নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

চলতি পথের কড়চা

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯


ছবি:অর্ন্তজাল

গত শুক্রবার বন্ধুর আকদ অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহ গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার ট্রেন অগ্নিবীনায় চড়ে বসি ঢাকায় ফেরার জন্য, সাথে আরেক বন্ধু। ট্রেনে উঠে বসতেই পাশের সিটের কান্নার শব্দে দুই বন্ধু তাঁকালাম। কিছুক্ষণের অনুসন্ধানে জানতে পারলাম কান্নারত মেয়েটি বিদেশ যাচ্ছে কাজের জন্য। ট্রেনের জানালার বাইরে প্লাটফর্মে দাড়িঁয়ে তাঁর স্বজনরা উচ্চস্বরে বিলাপ করছে। মেয়েটির মলিন বসন দেখে বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যেে কোন দেশে গৃহকর্মীর কাজ করতে যাচ্ছে। ট্রেন ছাঁড়ার আগ পযর্ন্ত এই বিচ্ছেদ ঘটনা দেখলাম। ট্রেন যেই ছাড়লো পরপর দু'টি ঘটনা ঘটলো। প্লাটফর্ম ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুই লোক ট্রেনের চেইন ধরে টানা শুরু করলো কিন্তু ট্রেন আর থামে না। ঘটনা কি? জানতে পারলাম তাদের ট্রেন হচ্ছে বিজয় এক্সপ্রেস যেটি চট্টগ্রাম যাবে আরে সেটি তিন নম্বর লাইনে ছিলো। তারা ভুল করে এক নম্বর লাইনে অগ্নিবীনায় উঠে পড়েছে। চেইন টানাটানিতে রেলগাড়ি থামলো না বুঝলাম এদেশের ট্রেনের চেইন ধরে থামলেও ট্রেন থামবে না। এই হুড়োহুড়ির মধ্যেই আবার সামনের সিটের এক বোরখা-নেকাব পড়া মেয়ে দাড়িঁয়ে কান্না শুরু করলো। এক যাত্রায় এতো কান্না-কাঁটি!!! এর আবার কাহিনী কি? এই মেয়ের কাহিনী সবচেয়ে সিনেমাটিক। তার সাথের ছেলে খাবার কেনার কথা বলে নেমে আর উঠেনি, ফোন দিচ্ছে- ধরেনা। পরবর্তী ঘটনা প্রবাহে বোঝা গেল ছেলেটি মেয়েটিকে ইচ্ছে করে ফেলে রেখে গেছে এবং মেয়েটি সম্ভবত তার হাত ধরে ঘর ছেড়ে এসেছিলো। সারা পথে ভাবতে ভাবতে আসলাম কি বিচিত্র জীবন- একই সময়ে পৃথিবীর শত-শত কোটি মানুষ শত-শত কোটি ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এ জীবনকে আরও দেখতে হবে, ঘুরতে হবে পথে-প্রান্তরে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একই সময়ে পৃথিবীর শত-শত কোটি মানুষ শত-শত কোটি ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এ জীবনকে আরও দেখতে হবে, ঘুরতে হবে পথে-প্রান্তরে।

++++++++++++

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।

+++ জন্যে ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

র ম পারভেজ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

মাকার মাহিতা বলেছেন: বিরহের তিনটি ঘটনা।
চমৎকার লেগেছে।
হৃদয় থেকে কি যেন মনের অজান্তেই নিঃসরণ হল, বুঝতেই পারলাম না।


অনেক দারুন ট্রেনাভিজ্ঞতা।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


মধ্যপ্রাচ্যে মেয়ে পাঠানো মানে মেয়েটাকে বিক্রয় করে দেয়া।

খাবার কেনার কথা বলে নেমে যাওয়ার লোকেরা আজকের প্রেমিক।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০২

র ম পারভেজ বলেছেন: গাজী ভাই, ব্লগে লিখার প্রথমদিকে আপনার মন্তব্যে বিরক্ত হতাম। কিন্তু এখন আমি আপনার পোস্ট ও কমেন্টের অনুসারী পাঠক।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: র ম পারভেজ ,




আসলেই জীবন বড় বিচিত্র ।
এক লহমায় অনেক কিছু দেখে ফেলেছেন ।
সুন্দর প্রকাশ ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০২

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৯

কাইয়ুম বাঙালি বলেছেন: আমি মাঝে মাঝে ট্রেনে চড়ি। ট্রেনে চড়া নানান রকম জীবনের সাথে নিজের পার্থক্য খোজার চেষ্টা করি।

ময়মনসিংহ ষ্টেশনের ছবিটা দেখে ভাল লাগলো। আমার জন্ম ময়মনসিংহ জেলায় হলেও কোনদিন ময়মনসিংহ শহরে যাওয়ার সৌভাগ্য হয়নি।
যদিও আমি বাংলাদেশের ১৯ টি জেলা ঘুরেছি।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১

র ম পারভেজ বলেছেন: ট্রেন-ভ্রমণ সবসময় অামার কাছে আনন্দদায়ক।

ময়মনসিংহ অামার শৈশব, কৈশোরের বেড়ে উঠার শহর।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.