নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

যে হাতে মসজিদ ভাঙ্গা, প্রায়শ্চিত্ত করতে সে হাতেই শত মসজিদের মেরামত।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪


মুহাম্মদ আমির (ছবি: দৈনিক ইত্তেফাক)

ছবির লোকটির নাম মুহাম্মদ আমির, তবে ২৫ বছর আগে তিনি ছিলেন বলবীর সিং। নিজ হাতে অযোধ্যায় বাবরি মসজিদের মাথায় উঠে শাবলের ঘা মেরেছিলেন তিনি। এখন লম্বা দাড়ি রেখে তিনি মৌলবি, ভেঙে পড়া শ’খানেক মসজিদ মেরামতে কাজ করতে চান তিনি।১৯৯৩ থেকে ২০১৭, এই ২৪ বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেওয়াটে বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলির মেরামত করেছেন তিনি।

যে হাতে মসজিদ ভাঙ্গলেন সে হাতেই মসজিদের মেরামতের কারণ জানতে পিছনে ফিরে দেখতে হবে। তার পরিবার কোনও দিনই উগ্র হিন্দু ছিলেন না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি, এই তিনটি বিষয়ে এমএ ডিগ্রি পাওয়া বলবীর তার মা, বাবা, ভাই, বোনদের নিয়ে ছোটবেলায় থাকতেন পানিপথের কাছে খুব ছোট্ট একটা গ্রামে। বলবীরের বয়স যখন ১০, তখন তিনি ও তার ভাইদের পড়াশোনার জন্য বলবীরের বাবা দৌলতরাম তাদের নিয়ে চলে যান পানিপথে। বলবীরের বাবা বরাবরই গাঁধীবাদে (মহাত্মা গান্ধী) বিশ্বাসী ছিলেন। তিনি দেশভাগ দেখেছিলেন, তার যন্ত্রণা বুঝেছিলেন। তাই আশপাশে যে মুসলিমরা থাকতেন, উনি তাদের আগলে রাখতেন সব সময়। কিন্তু পানিপথের পরিবেশটা ছিল অন্য রকম। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনরা তেমন মর্যাদা পেতেন না পানিপথে। ফলে একটা গভীর দুঃখবোধ সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াত বলবীরকে। সেই পানিপথেই একেবারে অচেনা, অজানা আরএসএসের একটি শাখার কর্মীরা বলবীরকে দেখা হলেই ‘আপ’ ‘আপ’ (আপনি, আপনি) বলে সম্বোধন করতেন। বলবীর বলছেন, ‘সেটাই আমার খুব ভালো লেগেছিল। সেই থেকে ওদের (আরএসএস) সঙ্গে ওঠবোস শুরু হয়। শিবসেনা করতে করতেই বিয়ে করি। এমএ করি রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে। ওই সময় প্রতিবেশীরা ভাবতেন আমি কট্টর হিন্দু। কিন্তু বাবা কোনও দিনই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। আমরা কোনও দিনই যেতাম না মন্দিরে। বাড়িতে একটা গীতা ছিল ঠিকই, কিন্তু আমি বা আমার ভাইয়েরা কেউই সেটা কখনও পড়িনি। পানিপথে কেউ বাঁ হাতে রুটি খেলেও তখন তাকে ‘মুসলিম’ বলে হেয় করা হয়।’ শিবসেনার লোকজনদের কাছ থেকে ‘সম্মান’ পেয়ে তাদের ভালো লেগে যায় বলবীরের। শিবসেনাই তাকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি ভাঙতে। তার সাথে পাঠিয়েছিল বলবীরের বন্ধু যোগেন্দ্র পালকেও, তারা হয়ে যান করসেবক। মুহাম্মদ আমির জানিয়েছেন, বাবরি ভেঙে পানিপথে ফিরে যাওয়ার পর সেখানে তুমুল সংবর্ধনা জানানো হয়। তারা সাথে যে ইট এনেছিলেন বাবরির মাথায় শাবল চালিয়ে, সেটি পানিপথে শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয়।


(ছবি: দৈনিক ইত্তেফাক)

কিন্তু বাড়িতে ঢুকতেই হুঙ্কার দিয়ে ওঠেন বলবীরের বাবা দৌলতরাম, বলরামকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। স্ত্রীও সেই সময় তার হাত ধরে বেরিয়ে আসেননি। এসময় ভবঘুরের মতো জীবন কাটিয়েছেন বলবীর। জানিয়েছেন, লম্বা দাড়িওলা লোক দেখলেই ভয়ে আঁতকে উঠতেন তখন। কিছুদিন পর বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন, বাবা নাকি বলে গিয়েছিলেন, তার দ্বিতীয় সন্তানের (বলবীর) মুখ যেন বাড়ির কেউ আর না দেখেন। এমনকী, বলবীরকে যেন তার বাবার মুখাগ্নিও করতে না দেয়া হয়। তিনি বাবরি ভাঙায় যে দুঃখ পেয়েছিলেন বাবা, তাতে তার মৃত্যু হয়েছে। এরপর পুরনো বন্ধু যোগেন্দ্রের খোঁজখবর নিতে গিয়ে আরও মুষড়ে পড়েন বলবীর। জানতে পারেন, যোগেন্দ্র মুসলিম হয়ে গিয়েছেন। যোগেন্দ্র তখন বলবীরকে বলেছিলেন, বাবরি ভাঙার পর থেকে তার মাথা বিগড়ে গিয়েছিল। যোগেন্দ্রর মনে হয়েছিল পাপ করেছিলেন বলে সেটা হয়েছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র। এরপর আর দেরি না করে সোনেপতে গিয়ে মৌলানা কালিম সিদ্দিকির কাছে মুসলিম ধর্মে দীক্ষা নেন বলবীর। হয়ে যান মুহাম্মদ আমির। ‘প্রায়শ্চিত্ত’ করতে কম করে ভেঙে পড়া শ’খানেক মসজিদকে মেরামত করতে চান তিনি।
(সূত্র: দৈনিক ইত্তেফাক)

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অজানা সুন্দর ঘটনা জানানোর জন্য ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

র ম পারভেজ বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

কামরুননাহার কলি বলেছেন: অপূর্ব ঘটনা। ভালো লাগলো। আমিন।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ঘটনাটি পড়ে অনেক ভাল লাগল।
আমিরের জন্য শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

র ম পারভেজ বলেছেন: :-)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুন্দর ঘটনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ইউটিউবে প্রায়ই দেখি অনেকেই বিভিন্ন কারণে মুসলিম হচ্ছেন। কয়েকমাস আগে দেখলাম, এক যুদ্ধফেরত আমেরিকান সৈন্য মুসলিম হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

র ম পারভেজ বলেছেন: অাপনাকেও ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

আবু সায়েদ বলেছেন: মাওলানা কলীম সিদ্দীকী, ভারত। যুগের শ্রেষ্ঠ দ্বায়ী, দ্বীন প্রচারক। পড়ুন, কলিম সিদ্দীকী সংকলিত- ভারতীয় নও মুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাতকার।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

র ম পারভেজ বলেছেন: :-)

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

সাইন বোর্ড বলেছেন: কিছু ভুল প্রকৃত মানুষ হতে সহায়তা করে...

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

র ম পারভেজ বলেছেন: সহমত।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: পাপ করার পর যদি সত্য উপলব্ধি হয় তো মানুষের তা মঙ্গল।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

র ম পারভেজ বলেছেন: সহমত।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর ঘটনা শেয়ারে ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি আল্লাহ মহান,
তার সান বোঝা ভার,
তিনি আমিরকে গরীব করেন
আবার গরীবকে আমির।
কখন কাকে সম্মানিত করবেন আর
কখন কাকে অপমানিত করবেন তার
কলকাঠি তার হাতে।
আমিরের জন্য শুভকামনা আর
তার পিতার আত্মার মাগফেরাত কামনা করছি।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

র ম পারভেজ বলেছেন: :-)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মারা যায়। আবার লাঠি দিয়ে অন্ধ পথ চলে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেন।

একের বদলে একশ গড়াতে পারেন! সত্যিই বিস্ময়কর!

+++

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



ঘটনা যদি সত্য হয়, আগে ইট পাথরের তৈরি মসজিদ ভেংগেছে, এবার মানুষ মারবে।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

র ম পারভেজ বলেছেন: মানুষ অন্যায় করে অনুতপ্ত হলে তাকে সুযোগ দেয়া উচিত।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রায়শ্চিত্তের চমৎকার উদাহরণ ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

র ম পারভেজ বলেছেন: :-)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর শেয়ার।। ভাল লাগলো প্রায়শ্চিত্তের ধরন দেখে।।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

কানিজ রিনা বলেছেন: আজকে এই লেখাটা ইউটিউবে পড়েছি
বেশ ভাল লাগল অন্যায় করে মানুষ
নিজের উপলদ্ধি করতে পারলে পৃথিবী
বদলে যেত। ধন্যবাদ লেখাটা ব্লগে দেওয়ার
জন্য।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রায়শ্চিত্ত করছে ভালো, জঙ্গী না হলেই হলো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

র ম পারভেজ বলেছেন: মনে হয় না জঙ্গী হবে, মানবিক মূল্যবোধের জাগরণের কারণেই তাঁর পরিবর্তন।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


এটা ছোটখাট একটা দুর্লভ অপরিস্কার উদাহরণ, ইহা কোন প্যাটার্ণ নয়; হয়তো নতুন কোন সমস্যার বীজ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

র ম পারভেজ বলেছেন: লোকটি যে অন্যায়ের কারণে অনুতপ্ত তা পরিষ্কার।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

হাসান রাজু বলেছেন: একটা জিনিষ খেয়াল করেছেন ? সে কখনো গীতা হাতে তুলে নি। তার মাথায় বাবারি ভাঙার মন্ত্র পড়ে দিয়েছেন ধর্মগুরু (!) রা । আজ যারা চাঁদগাজী ভাইয়ের আবিষ্কৃত প্যাটার্ণ অনুযায়ী " .......মসজিদ ভেংগেছে, এবার মানুষ মারবে " থিউরিতে যারা আগায় তারাও ধর্মগুরুদ্বারা মগজ ধোলাইত। কিন্তু যদি তারা গীতা, বাইবেল বা কোরআন পড়ত তবে এই উৎসাহ পেত না । কেউ এসে যা তা বুঝিয়ে এমন কাজ করতে উৎসাহিত করতে পারত না ।

আমাদের চাঁদগাজী ভাই ও এমনই ধোলাই করা মগজের গর্বিত মালিক । তবে উনারটা এত সস্তা ধোলাই ন । বেশ উচ্চ মর্গীয় কিছু একটা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

র ম পারভেজ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মন্তব্যে আগে বিরক্ত হতাম, কিন্তু এখন আমি উনার ফ্যান। সবকিছুই তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করতে পারেন, যা খুবই দুর্লভ একটি গুণ।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

তারেক ফাহিম বলেছেন: মালিকের জন্য শুভ কামনা।

তার বাবার আত্মার মাগফিরারত কামনা করি।

সুন্দর ঘটনা শেয়ারের জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

হাসান রাজু বলেছেন: আপনার সাথে একমত । উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ । কিন্তু উনি কিছু ব্যাপারে বিরক্তিকর ভাবে একঘেয়ে ও গোয়ার । কথায় আছে, মানুষ যখন একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে চিন্তা ও গবেষণা করে তখন সে এক পর্যায়ে ঐ বিষয়ে কোট্টর হয়ে উঠে । উনার ধর্ম ও বিএনপি বিষয়ক আলচনায় তা প্রকাশ পায় বেশি।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫

র ম পারভেজ বলেছেন: কিছু বিষয়ে উনার বাড়াবাড়ি আছে।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

দ্যা গার্ল ইন ব্লু গ্লাসেস বলেছেন: "যে হাতে মসজিদ ভাঙ্গা, প্রায়শ্চিত্ত করতে সে হাতেই শত মসজিদের মেরামত" টাইটেলটা বড় বেশী ভালো লাগল!

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.