|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 র ম পারভেজ
র ম পারভেজ
	স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
 
 
রক্ত প্রদানের বিনিময়ে পাওয়া উপহার
আয়কর দেয়ার উপযুক্ততা আসার পর থেকে আয়কর দিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় ২০১৮-১৯ আয়কর বর্ষের রির্টান গতকাল জমা দিলাম। অামার বর্তমান কর্মস্হল জার্মান সরকারের অংশ হওয়ায় শুদ্ধাচার চর্চার অংশ হিসেবে অাগাম আয়কর কেঁটে রেখে সরকারের কোষাগারে জমা দেয়। ফলে আয়করের হিসাব নিয়ে ঝামেলা পোহাতে হয় না। অফিস খেকেই প্রয়োজনীয় কাগজ সরবরাহ করে, আমাকে শুধু রির্টান ফর্ম পূরণ করে কাগজ-পত্র সংযুক্ত করে জমা দিতে হয়। 
রির্টান জমা দেয়ার পর একটা পাটের ব্যাগে একটি করে ছোট বিস্কুটের প্যাক, পানির বোতল, চকলেট, কলম আর আয়কর নির্দেশিকা দিলো। কলমের আবার খাপ ছিলো না!!! যাইহোক উপহারগুলি পাবার পর রক্ত দানের কথা মনে পড়লো। রক্ত দেয়ার পর এমন পানি, বিস্কুট দেয়। এই আয়কর দেয়া অার রক্ত দেয়ার মধ্যে আসলে পার্থক্য নেই। সারা বছরের রক্ত পানি করা উপার্জন থেকে পদে-পদে ভ্যাট দেয়ার পর আবার অায়ের থেকে কর দেওয়া। বিনিময়ে রাস্তায় নামলে গণপরিবহণ নাই, সন্তানের জন্য সুলভে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সরকারি হাসপাতালে সুচিকিৎসা নেই - শুধু নেই আর নেই। এরপর বিগত ১০ বছরে শেষ ভোটটাও দিতে পারছি সেই ২০০৮ সালের ডিসেম্বরে।তারপরেও নাগরিক হিসেবে নিজের দায়িত্ব ঠিকই পালন করছি। তবে কোন একদিন ব্যবস্থা করতে পারলে এই আয়কর অন্যকোন রাষ্ট্রকে দেয়া শুরু করবো। লুটেরা-শ্বাপদময় মৃত্যু উপত্যকায় বসবাসের ইচ্ছা ক্রমেই হ্রাস পাচ্ছে।
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৬
১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৬
র ম পারভেজ বলেছেন: অর্থ-বছর বদলানো প্রয়োজন কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অর্থ-ব্যবস্থার সংস্কার।
২|  ১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
খুব ভালো করেছেন।
  ১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৭
১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৭
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
৩|  ১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৮
১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মন আনন্দে দেবো ভ্যাট
ভাত খাবো ভরে পেট !!
  ১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
র ম পারভেজ বলেছেন: 'যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান!!!'
৪|  ১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১৫
১৮ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১৫
চোরাবালি- বলেছেন: ঘর ভাড়া থেকে রাষ্ট্র ভাড়া/আয়কর বেশী দেই। সরকারী সুবিধা তো দুরের কথা যে রাস্তায় চলব সেটায় আসলে সারাদিন কামলা খেটে যে কষ্ট হয় তার থেকে আসা যাওয়ায় বেশী কষ্ট হয়। সরকারী দফতরে গেলে নেতা পাতি নেতা উপনেতার যন্ত্রনায় আমাদের কোন পাত্তাই নাই। 
কামলা দিয়ে খাই সেখানেও সে সকল পাতি নেতাদের যন্ত্রনা ভোগ করতে হয়।
  ১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:২১
১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:২১
র ম পারভেজ বলেছেন: এদেশে জন্মই আজন্ম পাপ।
৫|  ১৮ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
১৮ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা পরিসংখ্যান হওয়া দরকার
একজন নাগরিক তার একবছরে জীবন যাপনে ভ্যাট ট্যাক্স সহ প্রকৃত পক্ষে কত টাকা ব্যয় করে।
টুথপেষ্ট থেকে নেট ! প্রতি পদে পদে ট্যাক্স দেবার পর প্রতিটি পণ্যে ভ্যাট দেবার পর তার মূলত কত শত পার্সেন্ট 
এ বাবদ ব্যায় হয় - এরকম কোন হিসাব হয়েছে কি?
না হলে হওয়া দরকার। 
১, ৩ এর প্রতি মন্তব্যে সহমত।  
 
+++
  ১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:২৮
র ম পারভেজ বলেছেন: আমার নিজের হিসাবে প্রতি বছর আমার মোট ব্যয়ের আনুমানিক ১২% ভ্যাট হিসাবে যায় আর ট্যাক্স তো আয়ের ১৫% দিতেই হচ্ছে।
৬|  ১৮ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫০
১৮ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫০
সুমন কর বলেছেন: ১ম দিনই দিয়ে ব্যাগ নিয়ে এসেছি। কিন্তু সব বাড়িওয়ালা, ফ্লাট মালিক এবং কালো টাকাওয়ালাদের করের আয়তায় আনতে হবে।
  ১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৩
১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৩
র ম পারভেজ বলেছেন: দেশে ট্যাক্স দেয়ার উপযুক্ত তিন ভাগের এক ভাগ মানুষ ট্যাক্স দেয় না।
৭|  ১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৫
১৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৫
পলাশবাবা বলেছেন: সুমন ভাই , বাড়িওয়ালা আর ফ্লাট মালিকদের হোল্ডিং ট্যাক্স দিতে হয়।
  ২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
র ম পারভেজ বলেছেন: হোল্ডিং ট্যাক্স আমার জানা মতে গত বছর প্রায় ২৭ গুণ বৃদ্ধি করা হয়েছে।
৮|  ২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
পলাশবাবা বলেছেন: ফ্লাট মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রথম থেকেই বেশী। আর যারা পুরাতন বাড়ী মালিক তাদের আপাতত কিছু বলছে না, নির্বাচনের কারনে। নির্বাচনের পর ২৭ গুন  বৃদ্ধি করা হবে বলে হুমকি দিয়েছে। যেমন হুমকি দেয়া হয়েছে সঞ্চয় পত্রের সুদের হার ১১.০৫% থেকে সর্বোচ্চ ৮% (কর কাটার আগে ) করা হবে।
 
  ২৬ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
২৬ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, সঠিক তথ্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৩
১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অর্থ বছর জানুয়ারি- ডিসেম্বর হওয়া উচিত বা করা দরকার। অনেক দেশেই এটা আছে। এমন কি আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতেও জানুয়ারি- ডিসেম্বর অর্থ বছর ধরা হয় । আর আমাদের দেশে জুলাই - জুন।
এটা বদলানো দরকার।