নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি!!!

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯


ছবি : অন্তর্জাল

আজকে বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে যেথানে নতুন তিনটি বাণিজ্যিক ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংকের আজকের পর্ষদ সভায় প্রধান আলোচ্য বিষয় হবে নতুন ব্যাংক অনুমোদন। অনুমোদন পেতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের’ জন্য আবেদন করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হিসেবে আছেন নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলম, যিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক। এর আগে তিনি ব্যাংকটির চেয়ারম্যানও ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মোরশেদ আলম। এছাড়া তিনি ইউনাইটেড হসপিটাল ও পিপলস ইউনিভার্সিটির পরিচালক। পিপলস ব্যাংক লিমিটেডের জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এমএ কাশেম। চট্টগ্রামের সন্দ্বীপের এ অধিবাসী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জন্য ব্যাংকটির আবেদন করা হয়েছে। সিটিজেন ব্যাংকের আবেদনটি এসেছে আইনমন্ত্রী আনিসুল হকের পরিবার থেকে। আনিসুল হকের মা জাহানারা হককে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে।


ছবি : প্রথম আলো অনলাইন
বাংলাদেশে বেসরকারি খাতের ব্যাংকের কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে। এরশাদ সরকারের মেয়াদে (১৯৮২-৯০) নয়টি ব্যাংক অনুমোদন পায়। ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকারের সময় নতুন আট ব্যাংক অনুমোদন পায়। ২০০১-০৬ সালে বিএনপি কোনো ব্যাংক অনুমোদন দেয়নি। আর ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকার ১৩ ব্যাংক ও ২০০৯ থেকে এখনো পর্যন্ত ১১টি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

দেশের আর্থিক বিবেচনায় নতুন ব্যাংকের লাইসেন্স দেয়ার কোনো যৌক্তিকতাই নেই। লাইসেন্স নিয়ে নতুন ব্যাংকগুলোর উদ্যোক্তারা শুরু করছেন লুটপাট। ঋণ ভাগাভাগি করে নিয়ে যাচ্ছেন ব্যাংকের পরিচালকেরা। নিজের ব্যাংকের পাশাপাশি ঋণ নিচ্ছেন অন্য ব্যাংক থেকেও। আবার বেনামেও ঋণ নিচ্ছেন কেউ কেউ। বর্তমানে এ ধরনের বেশির ভাগ ঋণই খেলাপি হয়ে পড়েছে। ব্যাংক ব্যবস্থার এ অবস্থায় মনে পড়ছে একটি প্রবাদ বাক্য -
''পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি!!!''

তথ্যসূত্র : বিবিসি বাংলা, বণিক বার্তা, প্রথম আলো।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি কি সাংবাদিক? ব্যাংক বিট করেন?

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

র ম পারভেজ বলেছেন: নারে ভাই, আমি সাংবাদিক না।
আর ব্যাংক বিট মানে কি?

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাবিশ!!!

সব লুটপাট করার ধান্দা। X(

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

র ম পারভেজ বলেছেন: আমাদের চেয়ে কয়েকগুণ বড় অর্থনীতির দেশ ভারতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ২১ টি আর আমদের এখানে ইতিমধ্যে ৪০ টি।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

খাঁজা বাবা বলেছেন: সব পাব্লিকের টাকা হাতাবার ধান্দা।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

র ম পারভেজ বলেছেন: সব কিছুতেই বলির পাঠা শেষ পর্যন্ত পাবলিক।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিবদেনটি ভালো,
সবাই জানুক বাস্তব অবস্হা কি ?

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

জাহিদ হাসান বলেছেন: জনগনের ক্ষতি হয় এমন কিছু যাতে না হয় তাই চাই।

==================================
একদিন এই উগান্ডা ছেড়ে চলে যাবো বহুদূরে !
==================================

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

র ম পারভেজ বলেছেন: উগান্ডা আর আমাদের মধ্যে বেশি একটা পার্থক্য নাই।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

পদ্মপুকুর বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনি কি সাংবাদিক? ব্যাংক বিট করেন?
লেখক বলেছেন: নারে ভাই, আমি সাংবাদিক না। আর ব্যাংক বিট মানে কি?

ভাই ব্যাংক বিট মানে ওই বিটকয়েনের মত কিছু একটা... :P


ব্যাংক এখন আমাদের চুড়ান্তরকমের লোভী এবং অসৎ রাজনীতিবিদদের অসৎ উদ্দেশ্য পূরণের হাতিয়ার ছাড়া কিছুই নয়। একদিকে অর্থমন্ত্রী ব্যাংক মার্জ করার কথা বলছেন, অন্যদিকে নতুন নতুন ব্যাংক অনুমোদন পাচ্ছে!! বেশ মজার খেলা।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

র ম পারভেজ বলেছেন: ''একদিকে অর্থমন্ত্রী ব্যাংক মার্জ করার কথা বলছেন, অন্যদিকে নতুন নতুন ব্যাংক অনুমোদন পাচ্ছে!!''
সেলুকাস, কি বিচিত্র এ দেশ!!!

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

পদ্মপুকুর বলেছেন: আবার বাংলাদেশ পুলিশ এবং আনসার ভিডিপিরও নতুন দুটো ব্যাংক আসার কথা শুনছি।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

র ম পারভেজ বলেছেন: অামার জানা মতে, বাংলাদেশ পুলিশ এবং আনসার ভিডিপির ব্যাংক দুইটি অনুমোদন পেয়ে গেছে।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

র ম পারভেজ বলেছেন: ভালো।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: নতুন করে অারো ব্যাংক অনুমোদন দেওয়ার প্রয়োজন অাছে বলে মনে করিনা ।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

র ম পারভেজ বলেছেন: সহমত।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
ব্যাংক বানালে লাভ হচ্ছে-
১্ । আমানত কারীর টাকা সহজেই মেরে দেয়া যা।
২। মেরে দেয়া টাকা পোষাতে সরকার আবার জাতীয় বাজেট থেকে ভর্তুকি দেবে।
৩। মানে দাড়ালো- জাতীয় বাজেট থেকে টাকা মারা সহজ।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

র ম পারভেজ বলেছেন: সমীকরণটি যথার্থ হয়েছে।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নারে ভাই, আমি সাংবাদিক না।
আর ব্যাংক বিট মানে কি?

সংবাদ পত্র গুলোতে একেক জন এককেওটা প্রতিষ্ঠান ভাগ করে নিয়ে নেয়।
কেউ ব্যাংক দেখে, কেউ বিএনপি দেখে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান দেখে,কেউ খেলাধুলা।

এটাকেই বিট বলে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, নতুন জিনিস শিখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.