নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট এবং আমরা

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১


ছবি:অন্তর্জাল

নোয়াম চমস্কির একটি উক্তি দেখলাম নাম না জানা এক লেখকের লেখায়-

“আপনার বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি এবং মেধাচর্চার উপযুক্ত স্থান হচ্ছে পলিসি মেকিং, পলিটিক্স, ইকোনোমিক্স এবং কালচার।”

উক্তিটি দেখার পর আমার মনে আসলো আমাদের বাংলাদেশে বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি এবং মেধাচর্চার জায়গা হচ্ছে ক্রিকেট খেলা। পৃথিবীর ২০০ টির বেশি দেশের মধ্যে ১৬ টি দেশ দক্ষিন আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে, যাতে আমরা বিজয়ী হয়েছি। নিশ্চয়ই এটি আনন্দের সংবাদ কিন্তু এই একটি বিষয় নিয়ে পলিসি মেকার, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই যেভাবে বুঁদ হয়ে আছে তা দেখেই বোঝা যায় আমাদের অন্যসব ক্ষেত্রের দৈন্যতা। শিক্ষার মান খারাপ, সন্তোষজনক কর্মসংস্থান নেই, অনুন্নত চিকিৎসা ব্যবস্থা সবমিলিয়ে যেকোন দিকে বিশ্বমান থেকে যোজন যোজন পিছিয়ে আছি আমরা। কিন্তু এসব নিয়ে আমাদের কোন ভ্রূক্ষেপ নেই আমরা খুশি যে আমরা বিশ্বজয়ী!!! এমন এক খেলাতে আমরা বিশ্বজয়ী যা এই ভারতীয় উপমহাদেশীয় দেশগুলি ছাড়া অন্যকোন দেশেই তেমন জনপ্রিয়তা নেই। বিজয়ীদের জন্য প্লট, টাকা,সংবর্ধনা আরোও কত কিছু। কিন্তু প্রতিবছর এইদেশের যে মেধাবীরা এমআইটি, স্টানফোর্ড, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছে তাদের নিয়ে আমাদের মাতামাতি নেই, কোন সংবর্ধনা নেই। উন্নত বিশ্বের সাথে আমাদের পাথর্ক্য এখানেই ওরা খেলাকে দেখে বিনোদনের মাধ্যম হিসেবে আর আমরা খেলাকে দেখি আমাদের মূল কাজ হিসেবে। আশেপাশে হাজারো সমস্যা বাদ দিয়ে আমরা ক্রিকেট নিয়ে মেতে আছি যেমন উটপাখি মাটিতে মুখ গুঁজে রাখে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এগুলোর মধ্যে আমাদেরকে বুদ করে রাখা হচ্ছে অত্যন্ত চাতুরতার মাধ্যমে আর খুবই সতর্কতার সংগে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

র ম পারভেজ বলেছেন: সত্যি বলেছেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

একাল-সেকাল বলেছেন: গৃহস্থের গভীর ঘুম, চোরের পোয়া বারো !
আমরা নই, সত্যিকারের নায়ক মুক্তিযোদ্ধারা : মাশরাফি
উন্নত বিশ্ব খেলাধুলা কে সিনেমা সঙ্গীতের মতই বিনোদন হিসেবে গণ্য করে। আমরা জাতীয় বীর বলে আখ্যায়িত করি, ডেঙ্গু মাশা নিধনে ব্যর্থ জাতি বীর তালাশ করে, সত্যি ই হাস্যকর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২

র ম পারভেজ বলেছেন: জাতীয় বীর বলা উচিত মাঠের কৃষক, প্রবাসী কর্মী আর পোশাক শিল্পের কর্মীদের যাদের ঘাম ঝরানো উপার্জনের উপর দেশ দাঁড়িয়ে আছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: Right

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

র ম পারভেজ বলেছেন: হুমম।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সামনে দিয়ে হাতি গেলে আমরা দেখি না। কিন্তু পেছন থেকে একটা মশা গেলেও থাবা দিয়ে ধরি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

র ম পারভেজ বলেছেন: সঠিক বলেছেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

অজ্ঞ বালক বলেছেন: তাও তুলনামূলক ভালো কিছু একটা নিয়ে মগ্ন হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন যে অন্য কিছু নিয়ে তাদের মাথাব্যথা নেই। আগেই তো বলে যাওয়া হয়েছে, যে দেশে গুণীর কদর করা হয়না সে দেশে গুণী মানুষ আর জন্ম নেয় না কিংবা জন্ম নিলেও প্রবাসী হয়ে যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

র ম পারভেজ বলেছেন: হুমম!

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

করুণাধারা বলেছেন: খুব ভালো বলেছেন। ক্রিকেট নিয়ে এই মাতামাতি দেখলেই আমার মাথায় আগুন ধরে যায়... মাথা ছেড়ে পা কে কদর করা। যে ছেলেটা গণিত অলিম্পিয়াড থেকে সোনার পদক নিয়ে ফেরে, কেউ তাকে স্বীকৃতি পর্যন্ত দেয়না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১০

র ম পারভেজ বলেছেন: সহমত।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল খারাপ দুটো দিকই আছে।

সব ক্ষেত্রেই ভাল করার মানসিকতা থাকতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১১

র ম পারভেজ বলেছেন: হুমম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.