নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ঢাবি আইন বিভাগের জ্ঞানপাপী অর্থলিপ্সুদের প্রফেশনাল স্নাতকোত্তর কোর্স চালুর অপচেষ্টা

১৭ ই মে, ২০২৩ সকাল ১১:২৩



আর্থিক লাভের উদ্দেশ্যে বাণিজ্যিক কোর্স পরিচালনা পাবলিক বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে সাংঘর্ষিক। পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। এখানে রাষ্ট্রের অর্থে শিক্ষার্থীদের জ্ঞান বিতরণ করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ উপার্জনের উপায় হিসেবে প্রফেশনাল কোর্স চালু করা হচ্ছে যা বিশ্ববিদ্যালয় চার্টারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি বিশ্ববিদ্যালয়ে দ্বৈতনীতি চলতে পারে না। একই বিশ্ববিদ্যালয়ে কেউ অর্থের বিনিময়ে, আর কেউ বিনামূল্যে পড়বে তা হতে পারে না, এর ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা উচিত, এটা ঠিক; কিন্তু এই অজুহাতে প্রফেশনাল কোর্স চালু করা সমাধান নয়।

প্রফেশনাল স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থীরা মোটা অংকের অর্থের বিনিময়ে ভর্তি হয়। তাই শিক্ষকদের মনোযোগ সেদিকেই বেশি। শিক্ষকরা নিয়মিত কোর্সের ক্লাসে না গেলেও প্রফেশনাল কোর্সের ক্লাস নিতে যথাসময়ে উপস্থিত হন। ছুটির দিনেও বিশ্রামের চেয়ে প্রফেশনাল কোর্সের ক্লাসেই তারা বেশি ব্যস্ত থাকেন। আমার এখনও মনে আছে অনার্সের এক কোর্সের শিক্ষক সারা বছরে মাত্র ৫টি ক্লাস নিয়েছিলেন।

আশা করবো জ্ঞানপাপীদের অর্থলিপ্সা বন্ধ হবে এবং আইন বিভাগে প্রফেশনাল স্নাতকোত্তর কোর্স চালুর অপচেষ্টা বন্ধ করবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: এতে আমি তো কোনো সমস্যা দেখছি না।

২৩ শে মে, ২০২৩ দুপুর ১২:২৫

র ম পারভেজ বলেছেন: নিয়মিত কোর্সের ক্লাস, পরীক্ষা, ফলাফল যদি ঠিকমতো দিতো তবে প্রফেশনাল কোর্স নিয়ে কোনো কথা ছিলো না।

২| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৫৫

রাকু হাসান বলেছেন:

এসব কোর্স বিশ্বব্যাপি চালু আছে,বাংলাদেশও ব্যতিক্রম নয়।' বরং এসবের প্রয়োজনও কিন্তু কম নয় । কথা হতে পারে শিক্ষকদের নীতি নৈতিকতা নিয়ে। কোয়ালিটি কোর্স চালু হোক ,চলুক সেটা আমি চাই । ঠিকমত কাজ করলে আপনার উল্লিখিত সমস্যাইট হবে না ।

২৩ শে মে, ২০২৩ দুপুর ১২:২৯

র ম পারভেজ বলেছেন: আমি আপনার সাথে একমত যে - কোয়ালিটি কোর্স চালু হোক। কিন্তু নিয়মিত কোর্সের ক্লাস, পরীক্ষা, ফলাফলই মানসম্পন্ন হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.