নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা

০৩ রা জুন, ২০২৪ রাত ৩:১৪



আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) আধুনিক জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং রোগী পর্যবেক্ষণে সহায়ক ভূমিকা পালন করছে। ব্যবসায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা বিশ্লেষণ এবং প্রেডিকটিভ মডেলিংয়ের মাধ্যমে গ্রাহকদের ক্রয় প্রবণতা বিশ্লেষণ করে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে সহায়তা করছে। শিক্ষাক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত শিক্ষার সুযোগ করে দিচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা ও দুর্বলতা বিশ্লেষণ করে মানানসই শিক্ষাক্রম প্রদান করছে।

বিনোদনের জগতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মিউজিক ও ভিডিও স্ট্রিমিং সার্ভিসে গ্রাহকদের পছন্দ অনুযায়ী কনটেন্ট সুপারিশ করছে এবং গেমিং ইন্ডাস্ট্রিতে উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করছে। স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর প্রযুক্তি সেল্ফ-ড্রাইভিং কার চালানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়াতে সহায়ক। নিরাপত্তা ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা ফেস রিকগনিশন, সাইবার সিকিউরিটি এবং নজরদারি সিস্টেমের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে। তবে, এর সাথে আসা চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে সহজ, নিরাপদ এবং উন্নত করতে সক্ষম।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৪ ভোর ৪:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলা হয়ে থাকে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সামাজিক জীবনে
পরিবর্তন আনতে চলছে ।

........................................................................
এর অপব্যবহারও হবে চমৎকার ।
আমাদের সমাজে কোন দিক দিয়ে তা ঘটবে
অপেক্ষায় আছি ।

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:৪৭

র ম পারভেজ বলেছেন: ফেসবুকের মতো সহজলভ্য হয়ে যাবার পর অপব্যবহার বৃদ্ধি পাবে, তা ধারণা করা যায়।

২| ০৩ রা জুন, ২০২৪ সকাল ৯:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: ভাই,
কৃত্রিম বুদ্ধিমত্তা আর মেশিন লারনিং এর সর্ম্পক টা একটু বুঝায়া বোলবেন ?

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:৫৬

র ম পারভেজ বলেছেন: আমি যতটুকু বুঝি, কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

৩| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনকে অনেক সহজ করে তুলবে।

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:৫৮

র ম পারভেজ বলেছেন: ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই তা পরিলক্ষিত হচ্ছে।

৪| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ১০-১২ বছর আগে থেকেই ব্যাপক ব্যবহার হচ্ছে। গাড়ি কারখানায় গাড়ির যন্ত্রপাতি জোড়া দেওয়া ওয়েল্ডিং করা। সবচেয়ে নিখুঁত ভাবে ওয়েল্ডিং করতে পারে রোবট।

তবে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি কাজে লাগবে বিচার বিভাগে। এই নিকট ভবিষ্যতেই আদালতে কোন বিচারক দরকার হবে না। মামলার সাক্ষ্য প্রমাণ কাগজপত্র দলিল দস্তাবেজ দেখে রায় দিবে এ আই। বা কোন মামলার বিচার হওয়ার আগেই উভয় পক্ষ একত্রে বসে এ আই এর মাধ্যমে মামলার মেরিট বুঝে সমঝোতায় চলে আসবে।
মামলার খরচ অনেক কমে যাবে, বা বিনা খরচেই সম্ভাব হবে।

০৩ রা জুন, ২০২৪ বিকাল ৩:০২

র ম পারভেজ বলেছেন: কিছুদিন আগে ভারতে একটি সম্মেলনে গিয়ে দেখলাম এআই ব্যাপক বিস্তৃত হয়েছে।

৫| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:০১

নতুন বলেছেন: হাকা ভাই।

তাহলে আয়ামীলীগের দূনিতিবাজেরা তো ফাইসা যাইবো? :((

০৩ রা জুন, ২০২৪ বিকাল ৩:০৩

র ম পারভেজ বলেছেন: :D

৬| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৫

নিমো বলেছেন: বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নামক ধর্মের প্রসার মন্দ হবে না। এই ধর্মের নবী-রাসূল হিসেবে চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি'র ভক্তকূলেরও অভাব হবে না। নূতন কিতাব হিসাবেও চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি নাম কামাবে।

১৩ ই জুন, ২০২৪ সকাল ৯:০০

র ম পারভেজ বলেছেন: হুমম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.