নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া

১১ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৮



ইউরোপ কিছুদিন পূর্বে নর্মান্ডি সৈকতে যুদ্ধ, জাতীয়তাবাদ এবং ফ্যাসিজম থেকে মুক্তির ৮০ বছর উদযাপন করলো। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ইউরোপ এখন আবারও সেই পুরানো দিনের মতো বিপদের মুখোমুখি। কারণ নির্বাচনের ফলে কিছু প্রধান সদস্য দেশে চরম ডানপন্থীদের উত্থান ঘটেছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের মন্তব্যে আশ্বস্ত হওয়ার কিছু নেই যে, কেন্দ্র স্থিতিশীল রয়েছে। চরম ডানপন্থীরা ইউরোপীয় ইউনিয়নকে ডানদিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, যা জলবায়ু সংকট মোকাবেলার জরুরি পদক্ষেপের বিরুদ্ধে, ইউক্রেনের জন্য সমর্থন হ্রাস এবং ব্রাসেলস থেকে জাতীয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে প্রচেষ্টা চালাবে। ফ্রান্সে মারিন লে পেনের ন্যাশনাল র‍্যালি দল ৩০% এর বেশি ভোট পেয়ে বিশাল জয় অর্জন করেছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সংসদ ভেঙে নতুন নির্বাচন ঘোষণা করেছেন। জার্মানিতে চরম ডানপন্থী এএফডি দ্বিতীয় অবস্থানে এবং ইতালিতে ফ্রাতেলি দ’ইটালিয়া শীর্ষে রয়েছে। নভেম্বরে যদি ইউএসএ নির্বাচনে ট্রাম্প পুনরায় নির্বাচিত হন তবে ইউরোপসহ সারাবিশ্বে চরম ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা বিশ্বকে কোনদিকে ধাবিত করবে তা অনিশ্চিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৪

নয়ন বিন বাহার বলেছেন: এই সভ্যতা কি বার্ধক্যে উপনীত হয়ে গেল?

চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস।

১৩ ই জুন, ২০২৪ সকাল ৮:৫১

র ম পারভেজ বলেছেন: বার্ধক্যে উপনীত না হয়েছে কি-না তা বলা দুষ্কর, কিন্তু ক্ষয়ে যাচ্ছে।

২| ১১ ই জুন, ২০২৪ বিকাল ৩:২৯

শোভন শামস বলেছেন: এত শান্তি এত উন্নয়ন সব কি শেষ হয়ে যাবে

১৩ ই জুন, ২০২৪ সকাল ৮:৫২

র ম পারভেজ বলেছেন: দেখা যাক সামনের দিনগুলি।

৩| ১১ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

কামাল১৮ বলেছেন: সংখ্যা গরিষ্ঠের মতামতকে অবশ্যই গুরত্ব দিতে হবে।ন্যাটো ভেঙ্গে দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।এই সমস্যা সাময়িক।ইউরোপবাসি ন্যাটো চায় না।

১৩ ই জুন, ২০২৪ সকাল ৮:৫৮

র ম পারভেজ বলেছেন: সংখ্যাগরিষ্ঠ রায়েই কিন্তু হিটলার ক্ষমতাই এসেছিলো। ডানপন্থীরা ন্যাটোর পাশাপাশি মাইগ্রেন্ট, জলবায়ু সুরক্ষায় দায়বদ্ধতার বিষয়গুলি কিন্তু চায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.