![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষে মানুষে কেমন যেন বিভেদ তৈরি হয়ে যাচ্ছে।
যশরাজ প্রোডাকশনের নতুন ছবি 'দাওয়াত ই ইশক' ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে | আর এই ছবির প্রমোশনের জন্য তাজ মহল কে বেছে নিলেন ছবির পরিচালক | ছবির মিউজিক ডিরেক্টর সাজিদ ওয়াজিদ এবং টিম একটা গানের অনুষ্ঠানের ব্যবস্থা করল তাজের সামনে | রবিবার সন্ধ্যায় এই কাওয়ালির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু আগ্রাবাসী | সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়ক আদিত্য রায় কাপুর আর নায়িকা পরিণীতি চোপড়া |
পরিণীতি এর আগে কখনও তাজ মহল যাননি | তাই প্রথমবার তাজ মহলে গিয়ে প্রচন্ড উচ্ছ্বসিত উনি | উনি আদিত্যর সঙ্গে সেদিন সকালে ফতেপুর সিক্রিতেও গেলেন | ঘোরাও হল, আবার ছবির প্রমোশনও |
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
রাজাদের ভালোবাসা ছিল মানুষের জন্য বোঝা
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
আমিই মিসির আলী বলেছেন: ভালোই
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।