| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবি_জল
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ সামু সাথে আছি বাঁধভাঙায়।
বি এন পি'র নেতা এবং বীর মুক্তিযুদ্ধা সাদেক হোসেন খোকা
কার্যত দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে শাহবাগের আন্দোলনকারীদের সম্মান জানিয়েছেন বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা।
তিনি শনিবার নয়া পল্টনে এক সমাবেশে বলেন, “শাহবাগে তরুণদের আহবানে সমাবেশ চলছে। সেখানে তারা বিভিন্ন দাবি তুলেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে আমরা তাদের আবেগের প্রতি সম্মান করি।”
মুক্তিযোদ্ধা খোকার এই বক্তব্যের সময় মুহুর্মুহু করতালি দিতে থাকে সমবেত কর্মীরা।
শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশের উদ্যোক্তাদের নির্দলীয় সরকারের দাবিও তোলার আহ্বান জানান সাদেক হোসেন খোকা।
“যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে নির্দলীয় সরকারের দাবিটিও সম্পৃক্ত করার জন্য আমি তাদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।”
দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেও শাহবাগের তরুণদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
তিনি আরো বলেন, “একজন তরুণ বিশ্বজিত দাস কীভাবে হত্যা হয়েছে, তার বিরুদ্ধে ওই সমাবেশে কথা বলতে হবে।
“শেখ হাসিনা একদলীয় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, এর বিরুদ্ধে দেশবাসীর সঙ্গে তরুণদেরও সোচ্চার হতে হবে।”
লিংক
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
রবি_জল বলেছেন: ধীরে ধীরে সবই ঠিক হবে।দলের নেতাদের অবস্থানের সাথে যে সব সময় সাপোর্টারদের অবস্থান একই হবে তাতো নয়।দোষী সাব্বোস্থ হলে সাপোর্টাররা সর্বোচ্চ সাজাই চাবে।
আওয়ামীলীগের ৯৬ এর জামাতের সাথে জোট বাঁধা ও তো তাদের সাপোর্টার'রা মেনে নেয় নি তখন।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
রাফা বলেছেন: বিবেকের তারনায় আসতেই হলো।সাদেক হোসেন খোকাকে,ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
রবি_জল বলেছেন: ধন্যবাদ।
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
ইয়েন বলেছেন: খোকা বিএনপির মত নয় বোকা!! .... শতহোক সে তো মুক্তিযোদ্ধা .......
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
রবি_জল বলেছেন: আবার বি এন পির লাখো সাপোর্টার সাপোর্ট করে জিয়ার আদর্শের বি এন পি কে। আর জিয়া বীর উত্তম। কিন্তু বর্তমান সরকারের বিচারের রায় আর বিচার ব্যাবস্থা নিয়া নেতাদের মতামত কিন্তু বিচার বিরোধী নয়।সর্বোচ্চ সাজাই হোক বাট স্বচ্ছতা থাকুক।
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২
সবখানে সবাই আছে বলেছেন: খোকা সাহেব এই ধরনের কথা সন্দেহজনক। প্রথম আলোতে দুই মাস আগেই উনি বলেছেন নিজামী, সাকা যুদ্ধপরাধী না। এখন আবার এই কথা বলছেন। ধীবর ভাই পোস্ট এ কমেন্ট করসিলাম লিঙ্কটা। খুজলে এখনো পাবেন। যাই হোক উনার মত বীর মুক্তিযোদ্ধা যদি এক্টিবার শাহবাগে আসতেন তাহলে আন্দোলন আরো বেগবান হত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
রবি_জল বলেছেন: সন্দেহজনক কথা বার্তা মনে করলে সবার কথায় ধরা যায় যেমন ধরেন হাসিনা বলতো রাজাকারদের ফাঁসিতে ঝুলাবে ! কই শেষে দিলোতো যাবতজীবন!!! তার গড়া ট্রাইব্যুনালের রায়ের বিরোদ্ধে এখন আবার সমাবেশ করা লাগতেছে।
খোকা যা বলছে সে তার মন থেকে বলছে । রাজনীতি থেইক্কা না।
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
ইঁচড়েপাকা ছেলে বলেছেন: একমাত্র খোকা?৭১ এর বীরঙনা খালেদা আপায় কিছু কয়নাই?আপায় কি কইছে ভিডিও দেখবি?কাদের মোল্লার মুক্তি চায়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২
রবি_জল বলেছেন: মুসলমানের বিয়াতে হিন্দু দাওয়াত খাইলেই কি গরু দিয়া ভাত খাইছে??? শালা ইফতার মাহফিলে মোনাজাত ধরলেইকি মুক্তির দুয়া?
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
বিপদেআছি বলেছেন: বিএনপি , লীগের বিকল্প খুবই জরুরী , এরা দেশকে দুই ভাগ করছে , ব্লগেও এদের বংশবদের কমতি নাই। এদের ভাব হলো হয় তুমি আমাদের পক্ষে না হয় বিপক্ষে।
পুরা দেশ এদের অত্যাচারে অতিষ্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
রবি_জল বলেছেন:
৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: এতোদিনে মুক্তিযোদ্ধার মতোন একটা কাজ করছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
রবি_জল বলেছেন: হুম , দলের আগে দেশ বড়।
৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
কলাবাগান১ বলেছেন: বিনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল !!!!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
রবি_জল বলেছেন: না , জিয়া যুদ্ধের সময় ভারতে পলাইছিলো। তাই না??
৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
টয় বয় বলেছেন: কলা বাগান, পেশাব খা!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
রবি_জল বলেছেন: ছি:
১০|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
ইঁচড়েপাকা ছেলে বলেছেন: টয় বয় @গু খা তাও কাদের মোল্লার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
রবি_জল বলেছেন: দেখেন ভাই অন্য পোস্টে ক্যাচাল করেন। খোকা সম্মান জানাইছে তাতে আপনি কান্দেন কেন?
১১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
বলদ বাবা বলেছেন: সাদেক হোসেন খোকাকে ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
রবি_জল বলেছেন: তাইলে ভোট টাও তারে দিয়েন
১২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
নাইট রিডার বলেছেন: বি এন পি যত তাড়াতাড়ি জামাত কে ছাড়বে তত মঙ্গল। বি এন পি জামাতকে কি মনে করে রাখছে সেটাই তো বুঝিনা, জামাতের দুই চারটা ভোটের জন্য এদের কে সিন্দাবাদের ভুতের মত গলায় ঝুলিয়ে রেখে অনেক বেশি জনসমর্থন হারাচ্ছে। আর এতেই জামাতীরা মনে করছে তাদের ছাড়া বি এন পির চলবে না। আজ এক জামাতী তার পোষ্টে কি লিখছে দেখেন
ছাগু পোষ্টের লিংক
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫
রবি_জল বলেছেন: ধন্যবাদ।
১৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
টয় বয় বলেছেন: আওয়ামী শূয়োরের দল জিয়ারে নিয়া কি কয়?? জিয়া স্বাধীনতার ঘোষক, জীবন বাজী রাইখা যুদ্ব করছে, সাদেক হোসেন খোকা বীর যোদ্বা| আওয়ামী দালালরা কোলকাতা পলাইয়া সোনাগাছিতে মৌজ করছিল|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫
রবি_জল বলেছেন:
১৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: এরকম কয়েকজনের জন্যই বিএনপি টিকে আছে। বাকিদের দেখে শেখা উচিৎ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬
রবি_জল বলেছেন: আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী, দাঁড়িপাল্লায় ভোট দিব না
১৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: শাহবাগ, সারা দেশে কিংবা বিশ্বে যে বিএনপি সমর্থকেরা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে এটা সবাই জানে। ঐদিন আরিফ জেবতিকের সাথে টক শো'তে সুভাস সিংহও স্বীকার করেছে শাহবাগে বিএনপি কর্মীদের উপস্থিতির কথা।
এখানে বিচারটা ভুল হইছে, যেখানে বিচারকরা আওয়ামী গবেষকদের সাথে রায় নিয়ে আলাপ করেন, সেখানে কাদের মোল্লা'র রায় তো এরকম আসার কোন কারণ ছিল না। বিএনপির কারও মাঝেও কাদের মোল্লার ফাঁসির যৌক্তিকতা নিয়ে কোন প্রশ্ন থাকা উচিত নয়।
শত শত ছাত্রদলের কর্মীরা দেশ ব্যাপী একাত্মতা প্রকাশ করছে, তারা তো দলীয় ব্যানার নিয়ে গিয়ে মঞ্চে গিয়ে মাইকের জন্য মারামারি করছেনা বা ছাগুদের মত অপপ্রচার চালাচ্ছে না। এই আন্দোলনের সুফল এই দেশ ও জনগণ ভোগ করবে, কোন দল নয়।
খোকা সাহেব'কে ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৩
রবি_জল বলেছেন: হক কথা চান্দু ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
এ্যানড্রোমিডা বলেছেন: হক কথা, হক কথা - সাকা কে বি.এন.পি থেকে বহিষ্কার করে রাজাকার মুক্ত করতে হবে সেটা মনে হয় মিস হয়ে গেছে।