নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতিতে বিতর্ক থাকবেই, তবে সবার আগে দেশ বড়। স্বনির্ভর বাংলাদেশ গড়াটাই মুল কথা।আসুন হাতে হাত রেখে আগাই। ফেসবুক গ্রুপ: http://www.facebook.com/groups/nationalistbloggersassociation/

রাজনীতিতে বিতর্ক থাকবেই, তবে সবার আগে দেশ বড়। স্বনির্ভর বাংলাদেশ গড়াটাই মুল কথা।আসুন হাতে হাত রেখে আগাই। ফেসবুক গ্রুপ: http://www.facebook.com/groups/nationalistbloggersassociation/

রবি_জল

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ সামু সাথে আছি বাঁধভাঙায়।

রবি_জল › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট জিয়াউর রাহমান । স্বনির্ভর বাংলার পথিকৃৎ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২



বাংলাদেশী জাতীয়তাবাদই হবে রাজনীতির মূল ভিত্তি , জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য। আর এ লক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমান কাজ করে গেছেন নিরলস ভাবে। যারা জিয়াকে নিয়ে গর্ব করতে চান না তারা একবার নিচে চোখ বুলানঃ



১।প্রেসিডেন্ট জিয়াই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার ১ম বুড়িগঙ্গা সেতুর।



২। তিনি ঢাকাকে বন্যার হাত থেকে রক্ষা করতে তৈরি করেন ডি এন বি বাঁধ।



৩। বাংলাদেশ টেলিভিশনকে করা হয় রঙ্গিন।



৪। জিয়া চালু করেন লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ।



৫। তিনি ঢাকা পৌরসভাকে রূপান্তরিত করেন ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনে।



৬। জিয়ার আমলেই তৈরি হয় জাতীয় তিন নেতা ( শেরা বাংলা, সোহরাউদ্দিন, খাজা নাজিমুদ্দিন)’র মাজার।



৭। তিনি মিরপুরে প্রতিষ্ঠা করেন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ।



৮। জিয়া মনে করতেন যুব শক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ , আর তাই প্রতিষ্ঠা করলেন যুব মন্ত্রণালয়।



৯। নারী নির্যাতন প্রতিরোধ করা এবং নারীকে এগিয়ে নেবার জন্য তৈরি করেন মহিলা মন্ত্রণালয়।



১০। স্বাধীনতার ৮ বছর পর ১৯৭৯ সালে জিয়া ICDDRB কে জাতীয় সংসদের একটি অধ্যাদেশের মাধ্যমে একটি আন্তর্জাতিক গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।



১১। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে জিয়া স্টেডিয়ামের বাড়ান আসন সংখ্যা, লাগিয়ে দেন ফ্লাটলাইট, শুরু হয় এশিয় যুব ফুটবল। খেলোয়াড়দের দেয়া হয় জাতিয় পুরস্কার ।



১২। জিয়া তৈরি করেন টেনিস কমপ্লেক্স।



১৩। কিংবদন্তি মুষ্ঠিযুদ্ধা মোহাম্মাদ আলিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দিয়ে সন্মানিত করা হয় তার আমলেই।



১৪। প্রচলন করেন বাংলা নববর্ষ উৎযাপন অনুষ্ঠান।



১৫। চালু করেন জাতিয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ। গুণীজনদের দেয়া হয় একুশে পদক, স্বাধীনতা পদক ।



১৬। গড়ে তুলেন সংস্কৃতি মন্ত্রণালয়।



১৭। জিয়াই শিশুদের সাংস্ক্রিতিমনা করতে বানিয়ে দেন "শিশু একাডেমী"।



১৮। খেলাধুলার আর বিনোদনের জন্য তৈরি করেন "ঢাকা শিশু পার্ক"।



১৯। টেলিভিশনে চালু করেন “নতুন কুরি” অনুষ্ঠান, শিশুদের নিয়ে যান সংসদ ভবনে সরাসরি অধিবেশন দেখানোর জন্য।



২০।দেয়া হয় জাতিয় শিশু পুরস্কার।



২১। গড়ে তুলেন হৃদরোগ ইন্সটিটিউট, তৈরি করেন জিয়া সার কারখানা।



২২। তার দূরদর্শিতায় তৈরি হয় আন্তর্জাতিক মানের “সোনার গাঁ ” হোটেল।



২৩। জিয়াই তৈরি করেন দেশের গুরুত্বপূর্ণ “ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর”।



এমন অনেক আরও বহু গুরুত্বপূর্ণ কাজ আছে যা শহিদ জিয়াউর রাহমানই করে গেছেন এই দেশটিকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে গিয়ে।



জিয়া তোমায় হাজার সালাম।



বাংলাদেশ জিন্দাবাদ।

মন্তব্য ২৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আর এসব দেইখা কি লাভ,তার সোনার দুই পুত্র তো তার মান সম্মান সব ডুবাইছে! :| :| :| :|

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

রবি_জল বলেছেন: এই সব আপনারা এখন আর দেখতে চাবেন না এটাই স্বাভাবিক আপনাদের জন্য। তা না হলে এখনো একটা সেতু বানাতে গিয়ে বিশ্ব নাড়া পরবে কিভাবে ?


কারো সন্মান পাবার যোগ্যতা থাকলে সেটা মানুষ করবেই , অন্যদের জন্য তার কিছু হবেনা। ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

টাইম পাস বলেছেন: আর এখন কি করতে হবে? ভোট দিতে হবে এইতো।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

রবি_জল বলেছেন: ভোটের বয়স হলে অবশ্যই দিবেন। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

গেস্টাপো বলেছেন: পারিবারিক ভাবে সবাই আওয়ামী লীগ করে।আব্বা আওয়ামী বিরোধী কথা সহ্য ই করতে পারে না।তবে আমি ছোটবেলা থেকেই আওয়ামী ভক্ত ছিলাম।কিন্তু এদের কিছু কিছু জিনিস আমার প্রথম থেকেই ভাল লাগতো না।যেমন হিংসার রাজনীতি,অত্তাধিক বাম, অধিক ভারত মুখিতা,ভারতের চামচামি,দল প্রধানের মিথ্যাচারীটা,এবং সবচেয়ে বেশী নেস্টিকদের প্রধান পৃষ্ঠপোষক

এখন মোটামুটি নিরপেক্ষ আছি।আজ জিয়াউর রহমানের সম্পর্কে দাসত্তের এই পোস্টটা পড়ে খুব ভাল লেগেছে আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার নিরেট দেশপ্রেমের স্বাক্ষী দেয় সিআইএ'র সিক্রেট টেলিগ্রাম

সত্যি জিয়ার দেশপ্রেম নিয়ে কোন সন্দেহ নেই
কিন্তু রক্তভীতু ভ্যাম্পায়ার সাথে মিলিয়ে বলতে চাই উনি দেশপ্রেমিক হলেও উনার ছেলেরা ভাল না :|
উনার দলও উনার আদর্শ থেকে সরে গেছে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

রবি_জল বলেছেন: ইদানিং কিছু তরুন ফেসবুকে বা ব্লগে জিয়ার নাম শুনলেই গা চুলকাতে থাকে অথচ তারা জানে ও না যে জিয়া কি ছিলেন? কেমন ছিলেন? কি করেছিলেন দেশের উন্নয়নে? তারা কেবল জানে জিয়া বি এন পির।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

আশিকুর রহমান ১ বলেছেন: জিয়ার সেই ঐতিহাসাক শব্দ-
আমি মেজর জিয়া বলছি.....

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৮

রবি_জল বলেছেন: সেই কথা কি কেউ ভুলতে পারে ? সাহসী বীর।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: যারা ক্ষমতায় যায়
আস্ত দেশ তাদের মাথায় থাকে
তখন তারা সুখ দুখের সাথি
যখন থাকেনা সামনে নিস্প্রভ আধার রাতি
সুন্দর লেখা
শুভকামনা

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

রবি_জল বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এই দেশের সার কারখানাগুলি কে করলো হেইডাতো কইলেন না।দেশে সবুজ বিপ্লব কে করলো হেইডাতো কইলেন না,জনশক্তি রপ্তানি শুরু করলো কেডা হেইডাতো কইলেন না।জনসংখ্যা বিস্ফোরন নিয়ন্ত্রনের সূদুর প্রসারি চিন্তা ভাবনা কে করলো হেইডাতো কইলেন না,সার্ক গঠন কেডা করলো হেইডাতো কইলেন না,এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় কে আনলো হেইডাতো কৈলেন্না,জিয়া বাইচ্চা থাকলে ইরান-ইরাক যুদ্ধ হইতো না,আর আমেরিকাও বিশ্বে দাদাগিড়ি এত সহজে করতে পারত না,হেইডাতো কইলেন না,......।
জিয়ার অবদানতো আর বলে শেষ করা যাবে না।জিয়া শুধু বাংলাদেশের-ই নেতা ছিলেন না,ছিলেন মুসলিম বিশ্বের একজন বড় নেতা।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

রবি_জল বলেছেন: জিয়ার অবদানতো আর বলে শেষ করা যাবে না।জিয়া শুধু বাংলাদেশের-ই নেতা ছিলেন না,ছিলেন মুসলিম বিশ্বের একজন বড় নেতা।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

মিত্রাক্ষর বলেছেন: কে কি করেনাই আর কার কি দুষ এগুলা শুনতে শুনতে আর ভাল্লাগে নাহ, আপনার পোস্টটা পড়ে অনেক ভাল লাগল।

++++++++++++++++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪

রবি_জল বলেছেন: ধইন্না ।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

নাহিদ সৈকত বলেছেন: লেখক বলেছেন: ইদানিং কিছু তরুন ফেসবুকে বা ব্লগে জিয়ার নাম শুনলেই গা চুলকাতে থাকে অথচ তারা জানে ও না যে জিয়া কি ছিলেন? কেমন ছিলেন? কি করেছিলেন দেশের উন্নয়নে? তারা কেবল জানে জিয়া বি এন পির।

৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সারা বাংলার ধানের শীষে,জিয়া তুমি আছ মিশে।

১০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

বদপুলা বলেছেন: স্যালুট

১১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

নির্মল হাওয়া বলেছেন: স্যালুট

১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

মাজহারুল হুসাইন বলেছেন: মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এই দেশের সার কারখানাগুলি কে করলো হেইডাতো কইলেন না। দেশে সবুজ বিপ্লব কে করলো হেইডাতো কইলেন না, জনশক্তি রপ্তানি শুরু করলো কেডা হেইডাতো কইলেন না।

জনসংখ্যা বিস্ফোরন নিয়ন্ত্রনের সূদুর প্রসারি চিন্তা ভাবনা কে করলো হেইডাতো কইলেন না,সার্ক গঠন কেডা করলো হেইডাতো কইলেন না,এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় কে আনলো হেইডাতো কৈলেন্না,জিয়া বাইচ্চা থাকলে ইরান-ইরাক যুদ্ধ হইতো না,আর আমেরিকাও বিশ্বে দাদাগিড়ি এত সহজে করতে পারত না,হেইডাতো কইলেন না,......

জিয়ার অবদানতো আর বলে শেষ করা যাবে না।জিয়া শুধু বাংলাদেশের-ই নেতা ছিলেন না,ছিলেন মুসলিম বিশ্বের একজন বড় নেতা।

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

ঘুমকাতুর বলেছেন: র তে রবি জল, তুই রাজাকার,তুই রাজাকার :P

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩১

রবি_জল বলেছেন: @ ঘুমকাতুর

খালি রাজাকার বল্লেই হলো ? সাথে তুই বিয়াই কে কৈবো?????

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

দিশার বলেছেন: “কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনওই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন। রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন, আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।" -- জিয়াউর রহমান, সেপ্টেম্বর ১৯৮০, বিএনপি কর্মীদের কর্মশালা উদ্বোধনকালে বক্তব্য

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

দন্ডিত বলেছেন: @দিশার দুঃখজনক হলেও সত্যি তার দল এই আদর্শে এখন আছে কি না আমার সন্দেহ।

এই বিএনপি একদিন সংসদে জামাত নিষিদ্ধের প্রস্তাব তুলেছিল। ভাবা যায়?

Click This Link

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

চাচু বলেছেন: উন্নয়নের রাজনীতির রূপকার শহীদ জিয়া তোমায় সালাম।

বাই দ্যা অয়ে অসাম পোস্ট ব্রো B-)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

নষ্ট শয়তান বলেছেন: আপনাকে দেখি না কেন ব্রো?

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

হুমায়ুন তোরাব বলেছেন: (Y)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.