নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার জিগায়...

রবিনহুড

ছবিটা নিয়া তথাকথিত মুক্ত চিন্তার প্রবক্তারা পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছিল। আসলে ব্যাপারটা কিঃ http://www.somewhereinblog.net/blog/sketchbookblog/28717231

রবিনহুড › বিস্তারিত পোস্টঃ

নেট সার্ভিস এর জন্য কোন লাইন বা মডেম ব্যবহার করবেন?

১০ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৪৯

প্রায় সময় দেখা যায় যে পাঠকদের একটা প্রশ্ন থাকে যে, কোন লাইন বা কি মডেম ব্যবহার করব ভাল স্পীড পাব?

সে ক্ষেত্রে প্রশ্ন গুলো মূলত নিন্মরুপ হয়ে থাকে।





( আমি ডায়ালআপ ব্যবহার করলে পাই ৩৩.৬ কেবিপিএস, জিপিআরএস ব্যবহার করলে পাই ১১৫.২কেবিপিএস এবং আমার সেল ফোন মটোরোলা এল৬ দিয়ে ব্যবহার করলে পাই ২৩০.৪ কেবিপিএস....আমি আসলে মটোরোলা না জিপিআরএস মডেম ব্যবহার করবো? দয়া করে বলবেন কি? @আন্ধার রাত)





----------------------------------------------------

এর উত্তর হল, আপনি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস গতির মাত্রায় কানেক্টেড হচ্ছেন। এর মানে এই না যে আপনি পূর্ন মাত্রায় স্পিড পাবেন। অর্থাৎ আপনার ডাউনলোড গতি হবে ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস





এর কারন হল নেট সার্ভিস প্রভাইডার রা (ISP ) প্রত্যেক ইউজারের সর্ব উচ্চ প্রাপ্ত গতি বেধে দেন ব্যন্ডউইথ ম্যনেজার দিয়ে , সেটা সর্ফটওয়ার বা হার্ডওয়ার কতৃক নিয়ন্ত্রিত হতে পারে। ফলাফল যা হয়, আমারা ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে কানেক্টেড হওয়া সত্বেও স্পিড পাই অনেক কম (ব্যন্ডউইথ ম্যনেজার সেটা কমিয়ে দেয়)। ফলে কানেক্টেড গতিতে স্পীড পাওয়া সম্ভব না।





আর বাংলাদেশের টিএনটি সর্ব উচ্চ ৯.৬-১৬ কেবিপিএস গতি সাপোর্ট করে ফলে ৩৩.৬ কেবিপিএস কানেক্টেড হওয়া সত্বেও আপনি সর্বউচ্চ গতি পাবেন ৯.৬ কেবিপিএস।





তার মানে যা দাড়াল আপনি কত গতির মড়েম বা কানেক্টেড হচ্ছেন তা বড় কথা না, বড় কথা হল আপনার ISP প্রত্যেক ইউজারের জন্য সর্বউচ্চ ব্যন্ডউইথ বরাদ্ব করে রেখেছে কত? সেটাই আপনি চুরান্তভাবে পাবেন।





তা না হলে আপনি যদি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে স্পিড পান তা হলে খবর আছে। এই অবস্থায় আপনি যদি ডাউনলোড দেন তাহলে ২৩০ কেবিপিএস গতিতে ডাউনলোড হবে যেটা দিয়ে ভিডিও ষ্টিমিং করা যাবে।



আর আপনি একাই যদি ২৩০ কেবিপিএস ব্যন্ডউইথ ব্যবহার করেন তাহলে এভাবে প্রত্যক ইউজার মিলে কত ব্যন্ডউইথ ব্যবহার করবে, এবং তাদের কি পরিমান ব্যন্ডউইথ এর ব্যবস্থা করতে হবে? ২৫৬ ব্যন্ডউইথের মূল্য কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা হতে হবে।





----------------------------------------------

যেহেতু ISP গুলো প্রত্যক ইউজারের সর্বউচ্চ ব্যন্ডউইথ বেধে দেন, এর বেশী ব্যবহারকারী কখনই পাবেন না। ফলে আপনি মড়েম স্পীড বা কানেক্টেড ইস্পিডের উপর জোর দেবার কোন দরকার নাই।



আর ইউজারদের ব্যন্ডউইথ শেয়রারিং করা থাকে বলে কোন সময় ভাল স্পিড পান, যখন ইউজার কম থাকে। আবার ইউজার বেশী থাকেলে কম পান ব্যন্ডউইথ শেয়ার করার ফলে।

সাধারনত প্রত্যক ইউজারের জন্য সর্বউচ্চ ১২ -১৮ কেবিপিএস বরাদ্ব করা হয়ে থাকে। কারন সাধারন ইউজারদের ব্রাউজিং ইউজার ধরা হয়।





---------------------------------------

তাই সবাইকে অনুরোধ করব মডেম এর উপার নির্ভর বা আপনি কত স্পিডে কানেক্টেড হচ্ছেন তা না দেখে ইউজারের ব্যন্ডউইথ কত বরাদ্ব করা আছে সেটা জেনে কানেকশন নিবেন। কারন চুরান্ত ভাবে আপনি সেটাই পাবেন।



এবং চেক করে দেখবেন সেটা পাচ্ছেন কি না।





মন্তব্য ২৫ টি রেটিং +৫/-১

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৫০

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: তোমার নাসারা নাম টা চেইনজ করবানা

২| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৫২

রবিনহুড বলেছেন: ডাকতর,
তোমার ছবি চেন্জ কর, তাহলে আমি নাম চেন্জ করার কথা ভেবে দেখতে পারি।

৩| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৫৪

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ক্যান এটা আমার বড় দাদার ছবি, ওনারে শ্রদ্ধা কইরা লাগাইসি

৪| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:০৬

মিসির আলি বলেছেন: অেনক কিচু জানালাম। আমáর ডায়াল অপ ছিল। একন স্‌পিড বেেড়ছে।

৫| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:০৮

রবিনহুড বলেছেন: তোমার ঠাকুর দাদাকে আমার লাল সেলাম।

৬| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১০

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: লাল সেলাম দিলা এবার নাম চেইনজ করো। ভালা মুসলমান নাম নিবা।

৭| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৩

রবিনহুড বলেছেন: আমাকে কয়েকটা "ভালা মুসলমান নাম" দাও দেখি পছন্দ হলে নিতে পারি।

৮| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৫

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ওয়ালিদ ইবনে বতুতা
কিংবা আবু সাফিয়ান

৯| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:১৬

আহমাদ মুজতবা বলেছেন: ভালো হৈচে। ৫

১০| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:২২

রবিনহুড বলেছেন: নাম গুলির অর্থ কি?

১১| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৩৮

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: একটা ইসলামির তরবারী খালিদ বিন ইবনে ওয়ালিদের নামে সাফিয়ার লাস্ট আরবের বাদসার নাম আচিল

১২| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪০

রবিনহুড বলেছেন: ডাকতর, আমারে ১ দিবা না?
"কও ১ দিসি"

১৩| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪১

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: না রেটিং দিমুনা আমি এগুলান বুজিনা

১৪| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৬

রবিনহুড বলেছেন: এগুলা কইলে হইব না, আমারে রেটিং দিতে হইব। তারাতারি দাও, নাইলে তোমার খবর আছে।

১৫| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৭

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: না বুজার কারনে ৫ দাগানো হইলো

১৬| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫২

রবিনহুড বলেছেন: ছি ছি চি.... তুমার কাচ থ্যক্যা এইটা আশা করি নাই, এত খরাপ কবে তেকে হইল্য?

১৭| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: ডাক্তার সাব তোমার নামের কমেন্টে ৫ দিসি। জব্বর নাম!

রবিদাদা আপনার পুস্ট খানাও জব্বর!

১৮| ১০ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫৯

আরণ্যক যাযাবর বলেছেন: ডাক্তারের কতামতো নাম বদলাও, রবিনহুড।

আর ইন্টার্নেটের জইন্যে সবচেয়ে বালো হইলো নিজের বাড়ির কমোডের সাথে যে লাইন আচে, সেইটা ইউজ করা।
এ বচর পয়লা এপ্রিল থাইকা গুগল এই সার্ভিস দিতাছে। বিস্তারিত জানতে ইত্তেফাকের মিশু ভাইকে মিসকল দাও।

১৯| ১১ ই আগস্ট, ২০০৭ রাত ১২:১৪

খায়রুল হাসান শিপলু বলেছেন: আমি অনেক দিন থেকে বিভিন্ন কানেকশনের ইন্টারনেট ব্যবহার করছি। আমার কাছে খরচের দিক থেকে গ্রামীন ফোনের ইন্টারনেট সার্ভিসই বেশি গতিময় মনে হয়।

২০| ১১ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৩৫

শরীফ আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল । জানতে পারলাম অনেক কিছুই ।

২১| ১১ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৩৪

তামিম ইরফান বলেছেন: ভালা হইচে

২২| ১১ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:৩৯

মাহবুবা আখতার বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২৩| ১১ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৮

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ঘটনা কি নাম চেন্জ করো

২৪| ১২ ই আগস্ট, ২০০৭ রাত ১২:১৬

মৈথুনানন্দ বলেছেন: এটা সেই সময় কটা স্লট ফাঁকা আছে তার ওপরেও নির্ভর করে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে নেটওয়র্কের ল্যাটেন্সি কিরকম। সার্ভিস প্রভাইডার কোন কোডিং স্কিম ব্যবহার করছেন, সেটি আইপিভি-৪ না ৬, এগুলোও দেখতে হবে। নকিয়ার এন সিরিজের লেটেস্ট মডেলগুলোতে ক্লাস-৩২ জিপিআরেস ইম্প্লিমেন্ট করা হয়েছে, যা এত দিন শুধু ডেটা কার্ডেই ( রেডিও মডেম ) পাওয়া যেত। মোবাইলে ক্লাস-১০ জিপিআরেস স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে য়্যাক্টিভ স্লটের সংখ্যা হল ৫, ৪ টে ডাউনলোডের জন্যে আর একটা আপলোডের জন্যে।

কোডিং স্কিম-১ : ৮ কেবিটস / সেকেন্ড
২ : ১২ কেবি / সে
৩ : ১৪ কেবি / সে
৪ : ২০ কেবি / সে

৪ নম্বর কোডিং স্কিম সাধারণত বিটিএসের কাছে ব্যবহার করা হয়, এটা খুব ফাস্ট হয়, কিন্তু সেই সাথে দুর্বলও। ১ নম্বর কোডিং স্কিম দূরে ব্যবহার করা হয়ে থাকে, এটা যেমন শক্তিশালী, তার সাথে সাথে ধীর গতিসম্পন্নও।

২৫| ২২ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৪২

দেবদারু বলেছেন: ধন্যবাদ,রবিনহুড, information গুলো জানা ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.