![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি
বন্ধু হবে?
হাতটা বাড়াও-
দুর্দিনেতেই পাশে দাঁড়াও,
দ্বিধা-দ্বন্দ্ব সব তাড়াও,
তবেই হবে বন্ধু আমার সত্যি,
বিশ্বাস করো মিথ্যা না একরত্তি।
বন্ধু হবে?
ত্যাগটা দেখাও-
আঘাত পেয়ে যদি কেঁকাও,
থাকি যদি আমি একাও,
তব পাশে,দুঃখ নাশে রইবো,
যত জ্বালা দাওনা তুমি সইবো।
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
রচনা : ১২ সেপ্টেম্বর ২০২০
©somewhere in net ltd.