নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

আপনি জানেন কি? : ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারী

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

— প্রেম-ভালোবাসা মানুষের স্বাস্থের জন্য বেশ উপকারী। কেননা প্রেমে পড়লে মানুষের মন এবং শরীর শান্ত হয়। আর এটা হয় এক ধরনের হরমোন নিঃসৃত হওয়ার কারণে। এই হরমোন মানুষের নার্ভাস সিস্টেমকে পুনর্গঠন করতে সাহায্য করে। এতে নতুন ব্রেইন সেল তৈরি হয়। ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

— ভালো না বাসলে মানুষের মনে অধিকাংশ সময়ই ক্রোধ থাকে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ভালোবাসলে শরীর সেই ক্ষতি থেকে বেঁচে যায়। কারণ ভালোবাসা মানুষের মনে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। ফলে ইমিউন, এন্ডোক্রাইন ও কার্ডিওভাস্কুলার সিস্টেম উপকৃত হয়।

— কেউ যদি তার কাঙ্ক্ষিত মানুষটির সঙ্গে কথা বলে তাহলে তার হার্টবিট তিনগুণ বেড়ে যায়। যার ফলে সারা শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় রক্ত চলাচল করে, যা স্বাস্থ্যের পক্ষে ভালো।

— গবেষণায় দেখা যায়, যে প্রেমিক-প্রেমিকারা খুব কাছাকাছি সময় কাটায় ও পাশাপাশি বসে ভালোবাসার কথা বলে; তাদের শরীর থেকে অক্সিটোসিন নামক এক ধরনের লাভ হরমোন উচ্চমাত্রায় নিঃসৃত হয়। এর ফলে মেয়েদের ব্লাড প্রেসার কমে যায়।

— যারা ভালো না বাসে তারা একাকিত্বে ভোগে। ফলে তাদের অকালমৃত্যুর আশঙ্কা পাঁচগুণ বেড়ে যায়। তাই ভালোবাসা দীর্ঘায়ুর জন্য অত্যন্ত জরুরি।

— দি ইনস্টিটিউট ফর রিসার্চ অন আনলিমিটেড লাভ-এর একটি গবেষণায় জানা যায়, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, আয়ু বেড়ে যায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং হতাশা দূর হয়।

— ভালোবাসলে কোলেস্টেরল কমে যায়। হিউম্যান কমিউনিকেশনের এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। যারা ভালোবাসার কথা লেখে বা শোনে, তাদের শরীরেও কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। যারা ভালোবাসে না, তারা এই উপকারিতা পায় না।

— ভালোবাসা সব রোগের মহৌষধ। ভালোবাসলে এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন তৈরি হয়। যার ফলে শরীরের চামড়া বেশি রক্ত পায় এবং এর ফলে শরীরের চামড়া নরম ও মসৃণ থাকে। এতে সহজে চামড়া কুঁচকে যায় না। মুখে আভার সৃষ্টি হয়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: উপাদেয় পোস্ট ... 8-|

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রবিউল ফকির বলেছেন: আরো বেশী করে উতসাহ কামনা করি আপনাদের সকলের কাছ থেকে। যতটুকু উতসাহ দিয়েছেন তাতেই চলবে। তবু ভাবব কেউ আমার লেখাটা পড়েছে।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

আহসান২০২০ বলেছেন: এতো কিছু বুঝি না, ভালোবাসলে আমার মাথা গরম থাকে। ভালোবাসা শেষ হবার পর মাথা ঠান্ডা হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

রবিউল ফকির বলেছেন: প্রতিদিন প্রতিক্ষন ভালবেসে যান। ভালবাসতে ভাসতে তলিয়ে যান।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

রবিউল ফকির বলেছেন: ভালোবাসা কি জিনিস?

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

জাওয়াদ তাহমিদ বলেছেন: দারুণ পোস্ট। ভাললাগা জানিয়ে গেলাম।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

জাওয়াদ তাহমিদ বলেছেন: দারুণ পোস্ট। ভাললাগা জানিয়ে গেলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

রবিউল ফকির বলেছেন: আমি আপনার ভালবাসা পেলাম। আপনার ভালবাসা ধন্যবাদের সহিত গৃহীত হইল।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

রবিউল ফকির বলেছেন: সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.