নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

মক্কার মানুষ হজ্ব পায়না আর মুরাদনগরবাসী পায়না গ্যাস

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

অতি আক্ষেপের সাথে বলতে চাই আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা কি করেন। তারাকি শুধু তাদের থলে ভর্তির কাজেই ব্যস্ত থাকবেন। নাকি ভোটারদের তথা কথিত এলাকাবাসীর দিকে নজর দিবেন। দেখতে দেখতে সারে ৪ বছর কেটে গেছেন মুরাদনগর বাসী কোন নাগরীক সুবিধাই পায়নি বরং যা পেয়েছে তা শুধু গঞ্জনা। যাক সেসব কথা, আমার ভাবতে অবাক লাগে আমার বাড়ী মুরাদনগর (দিঘিরপাড়), যা আমাদের গ্রামের পূর্বদিকে ২.৫ কিঃ অদূরে বাঙ্গরা গ্যাস ফিল্ড। আমার গ্রামের ঠিক উত্তর দিকে ৩.৫ কিঃ অদূরে রয়েছে শ্রিকাইল গ্যাস ফিল্ড তারা ছাড়া পূর্ব উত্তর কোনে (মুকলিশপুরে) আরো একটি গ্যাস ফিল্ড পেয়েছে। এই তিনটি ছাড়াও সর্ব দক্ষিনে ১০ কিঃ দক্ষিনে রয়েছে বাংলাদেশের বিক্ষাত বাখরাবাদ গ্যাস ফিল্ড। এই মুরাদনগরের ৪টি গ্যাস ফিল্ড থেকে দৈনিক লক্ষাধিক ঘনফুর গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে। যা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইপ লাইনের মাধ্যমে আবাসিক সংযোগ হচ্ছে কোটিপতিরা হাকাচ্ছেন (একই পরিবারে ৪/৫টি ) গাড়ী যার জালানী হিসেবে ব্যবহার করছে এই মুরাদনগরেরই প্রাকৃতিক গ্যাস তবে আমরা কেন অবহেলীত। আমাদের অগ্রাধিকার ভিত্তিতেতো আমাদের বাড়িতে আবাসিক সংযোগ দেওয়ার পরে তবেই অন্যান্য জেলায় দেওয়ার প্রয়োজন ছিল তবে আমরা কি তাদের বিল পরিশোধ করবা ভেবেই বাংলাদেশের সরকার এই কাজ করছে। আসুন আমরা এর প্রতিরোধ করি। আমরা আন্দোলন করি যদি মুরাদনগরবাসী গ্যাস না পায় তবে ১ ঘনফুট গ্যাসও যেন জাতীয় গ্রীডে সংযুগ হতে না পারে আমরা তার ব্যবস্থা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.