![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোডের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে পাথর অপসারণ করতে গিয়ে কিডনি কেটে ফেলেছেন এক চিকিত্সক। এ ঘটনাটি ঘটে গত ১৯ জুলাই নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রামের কৃষক হান্নান মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৩০) কিডনিতে পাথর সমস্যায় এ হাসপাতালে ভর্তি হন। ওই রাতে তার কিডনি থেকে পাথর অপসারণ করেন ফরিদপুর মেডিকেল কলেজের (ইন্টার্নি, রেজি.-৩১৮৩৮) আসা চিকিত্সক ডা. ফোরকান আহমদ। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে রোগী তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। কয়েকদিন অতিবাহিত হলেও অবস্থার উন্নতি না হওয়ায় রোগীর স্বজনদের চাপাচাপিতে শুক্রবার বিকালে চিকিত্সক জানান, ওইদিন পাথর অপসারণ করার সময় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কিডনি ফেলে দিতে বাধ্য হই। তবে ওই রোগীর স্বামী হান্নান মিয়া জানান, আমার স্ত্রীর কিডনি কেটে ফেললেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি বা কিডনি দেখায়নি। এ নিয়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে উঠলে ১ লাখ ২০ হাজার টাকায় কিডনি কাটার ঘটনা মীমাংসা হয়। পাশাপাশি ক্লিনিকের চিকিত্সা ও অস্ত্রোপচারের খরচ বাবদ ৩৫ হাজার টাকা মওকুফ করা হয়। শুক্রবার রাতেই তাকে রিলিজ দিয়ে মাইক্রোবাস ভাড়া করে তড়িঘড়ি করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এইবার বুজেন ডা. ফোরকান আহম্মদ কত্ মস্তবড় ডাক্তার। আমাদের দেশের ডাক্তারদের অবস্থা যদি হয় এই তবে আমরা কোথায় গিয়ে দারাব। একজন ইন্টার্ণি ডাক্তার কিভাবে কিডনির পাথর অপারেশন করে আমার বুঝে আসেনা। কিভাবে ক্লিনিক মালিক/কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে দিয়ে এতবড় একটি কাজ করালো তার সঠিক তদন্ত ও শাস্তির দাবি জানাচ্ছি আমাদের দেশের প্রশাসন ও বাংলাদেশ সরকারের নিকট। দয়া করে আপনারা এই চিকিৎসাখাতে একটু সদয় দৃষ্টি দিয়ে কঠোন আইন করুন বিশেষ করে ক্লিনিকগুলোর বিষয়ে।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
রবিউল ফকির বলেছেন: চোখের পানি কই, আমাদের পানির প্রয়োজন।
২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৮
জরিণা বলেছেন: হুইনছেন
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫০
রবিউল ফকির বলেছেন: এরো কিয়া হুইনছেন, কনচাই হুনি।
৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭
রসায়ন বলেছেন: ছাগল ডাক্তার
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩
রবিউল ফকির বলেছেন: কি ধরনের ছাগল, (১) পাঠা, (২) খাসি, (২) পাঠি। যদি পাঠা হয় তবে আপনি তার কাছে দুগন্ধে যেতে পারবেন না। আর যদি খাসি হয় তবে তার দামের কারনেও কাছে যেতে পারবেন না। আর যদি হয় পাঠি তবে তো কোন কথাই নেই তার বে বে শুনতে শুনতে আপনার কান ঝালাপালা হয়ে যাবে তারপরে যদি হয় সেইটার কম বয়স তবে তার রূপ থাকুক আর না থাকুক পাঠা/পাঠির যন্ত্রনায় .........................................
৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
সািহদা বলেছেন: ডাক্তারদের কাছে যেতে ভয় লাগে, তারপর ও আমাদেরকে ডাক্তার এর কাছে যেতে হয় । দোয়া করি হাজেরা বেগম যেন তারাতারি সেরে ওঠেন ।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪
রবিউল ফকির বলেছেন: ভয় করেও লাভ নাই যেতেই হবে তাদের কাছে
৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
মেমননীয় বলেছেন: গল ব্লাডারে পাথর হইলে গল ব্লাডার কেটে ফেলে, আর কিডনিতে পাথর হইলে কি কিডনি কাটে না?
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
রবিউল ফকির বলেছেন: ভাই আপনাকে ডাক্তারের কাছে পাঠাইতে হবে। আপনার মানষিক রুগে আক্তার করছে।
৬| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৫
ঢাকাবাসী বলেছেন: যদি রুহুল আর মোদাসসেররা মন্ত্রী হতে পারে -- আবার হয়ে টিকে থাকতে পারে তাহলে ইন্টার্ণীরা অপারেশন করে খুন করেও আরামে থাকতে পারে। দেখবেন কিছুই হবেনা। এর নাম বাংলাদেশ!!
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬
রবিউল ফকির বলেছেন: শুধু মোদাসসের ই না মখাও মন্ত্রী হইছে। আবার মহল্লার ভিতরের ঐষধ বিক্রেতাও ডাক্তার হয়
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩
বাঙ্গালীর কুঠার বলেছেন: