![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
ভাবতে অবাক লাগে! ব্রাক ব্যাংক একটি মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে যাকে মোবাইল ডাকাতি বলেও অবিহিত করা যায়। বাংলাদেশের মতো দেশে প্রতি হাজার টাকা আদান প্রদান করতে গেলে কমিশন বাবদ ১৮.৫০ পয়সা কর্তন করা হয় তার পরেও স্বসস্ত্র সন্ত্রাসীদের মতো অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা সমস্ত অর্থসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয় তেমনি বিকাশ এজেন্টরা আবার প্রতি হাজারে ৫.০০ হাতে কমিশন নেয় আদান এবং প্রদান উভয় ক্ষেত্রেই তাহলে প্রতি হাজারে গিয়ে দাড়ায় (১৮.৫০+৫.০০ আদান + ৫.০০ প্রদান) = ২৮.৫০ টাকা। এটাকি মগের মুল্লুক? চিন্তা করা যায় কি ভাবে দেশের আমামর সাধারন গরীব ও মধ্যম আয়ের মানুষদের উপর ঝুলুম করা হচ্ছে। যত দোষ শুধু এই ড. ইউনুস সাহেবের ক্ষেত্রে। ইউনুস সুদ খায়, বাকীরা কি করে। ইউনুস সুদ খায় তাহলে দেশের সরকার কি করে? সরকার কি পারে না যারা ইউনুসের কাছ থেকে সুদে টাকা নেয় তাদেরকে সরকার টাকা ধার/কর্য দিতে।
আমি কতিপয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। তারা যেন এই অতিরিক্ত কমিশন বন্ধ পূর্বক তাদের নির্ধারিত ১৮.৫০ পয়সার ক্ষেত্রেও যেন এইটাকে কমিয়ে ১০ টাকার মধ্যে নিয়ে আসেন। একটা বার চিন্তা করুন একজন গার্মেন্টস শ্রমিক মাসে ৫ থেকে ৬ হাজার টাকা রোজগার করে সে নিজে বাসা ভাড়া, থাকা-খাওয়া, পোষাক, চিকিৎসা খরচ মিটিয়ে গ্রামের বাড়ীতে বসবাসরত বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের জন্য ২ থেকে ৩ হাজার টাকা পাঠায় তাদের ভরন-পোষন, চিকিৎসা-শিক্ষার জন্য তার জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে প্রতি হাজারে ২৮.৫০ টাকা। এইটা সরকার চোখে দেখেনা। সুসিল সমাজপতিরা আজ কোথায়। শহরের শিল্পাঞ্চলের প্রতিটি এজেন্ট প্রতি মাসে কম করে হলেও ৫০ লক্ষ টাকা আদানপ-প্রধান করে থাকেন তাহলে প্রতি মাসে সারা বাংলাদেশে ৪ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে সেই মতে অতিরিক্ত কমিশনসহ প্রায় ১ হাজার কোটি টাকা এই সাধারন গরিব অসহায় মানুষের কাছথেকে অনেকটা জোরপূর্বক আদায় করছে। দয়াকরে সবাই অন্ধ হয়ে তাকবেন না। একটু চোখ মেলে দেখুন এবং এর প্রতিকার করুন।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
রবিউল ফকির বলেছেন: দেখবো কেমনে চোখ থাকতে হবেতো অথবা চোখকে অন্ধ বানিয়ে দিয়েছে বিকাশ
২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
মদন বলেছেন: আগে টাকা সেন্ড করতে লাগতো ২ টাকা এখন করেছে ৫ টাকা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই নিজেদের খেয়াল মতো। তারা জানে কেউ প্রতিবাদ করবে না, করলেও লাভ হবে না।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫
রবিউল ফকির বলেছেন: আপনি আমি প্রতিবার করলেই কিন্তু প্রতিবাদের ঝড় উঠতে শুরু করবে।
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
আগন্তুক কাক বলেছেন: গার্লফ্রেন্ডকে নিয়া ১০০ টাকার ফুচকা খাইতে পারেন। মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন। এসব করতে কি টাকা লাগে না?
বিকাশেরে দোষ দিয়া লাভ নাই। তানভীর, আবুল, রানার মতো সন্ত্রাসীরা যেখানে বঁচে যায়। সেখানে সামান্য ১৮ টাকা ডাকাতি নিয়ে কে মাথা ঘামায়?
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
রবিউল ফকির বলেছেন: গার্লফ্রেন্ডকে নিয়া ১০০ টাকার ফুচকা খাওয়ার সাধ্য যদি আমার থাকত তাহলে ১৮.৫০+৫+৫ = ২৮ টাকার কথা বলতাম না।তানভীর, আবুল, রানার চাইতেও বিকাশ ভংয়কর। তানভির, আবুল, রানা শুধু একটি যায়গায় করেছে কিন্তু বিকাশ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে।
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতিরিক্ত টাকাটা তো বিকাশ নিচ্চেনা ।
যারা ক্ষতির চেয়ে উপকার বেশী হচ্চে বলে মনে করেন , তারা বিকাশের সেবা নিচ্চেন ।
জরুরী প্রয়োজনে 'অসময়ে' টাকা প্রেরনে , বিকাশ জাতীয় সেবার বিকল্প নাই ।
৬| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
এক্সপেরিয়া বলেছেন: বিকাশের সুবিধাটা তো ভাল । হয়তো একটু বেশি টাকা নিচ্ছে । কুরিয়ারে টাকা পাঠালে কত কাটে তার হিসাবটা জানেন ?
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
ধানের চাষী বলেছেন: ২৮ টাকা অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু মনে রাখা প্রয়োজন যে দেশের হাজার হাজার মানুষ বিকাশ ব্যবহার করছে। তাই গচ্চা দেওয়া টাকার পরিমান কম নয়।
"যার মন চায় বিকাশ ব্যবহার করবে"- কথা ঠিক, কিন্তু পাবলিকের চাহিদাকে জিম্মি করে ব্যবসা করাটা কতটা ঠিক ?
"তাহলে আপনেই একখান বিকাশের বিকল্প কইরা দেখান না "- আমি কিভাবে করবো ভাই ! সবারই বাধা আছে, তবে ঠক যদি বাধ্য হয়ে খেতেই হয় তাহলে জেনেবুঝে ঠক খাওয়াই ভালো, টাকা পাঠাবেন আর ভাববেন "এই যে টাকা পাঠাইলাম, আর ঠক খাইলাম"
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ভোরের সূর্য বলেছেন: এই জিনিসটা আমারোও খুব খারাপ লাগে।তবে একটা ছোট্ট তথ্য দিই।শনিবার থেকে রবিবার ১০-৫টা এর মধ্যে বাংলাদেশের যে কোন পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন বিক্যাশ সিসটেমের মতন।ওরা অন্তত বেশি ফি নিবে না আপনার কাছ থেকে যেমন দোকানদার রা নেয়।
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ভোরের সূর্য বলেছেন: কারেকশন:রবিবার থেকে বৃষ্হপতিবার্ ১০টা থেকে ৫টা
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৩
পরিযায়ী বলেছেন: ব্যবহার করেন ক্যান? না করলেই পারেন। ২-৩ বছর আগেতো আমাদের এগুলা লাগত না।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: দেখার কেউ নেই।