![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমল হীরের দীপ্তি ভরা
তোমার এমন অহংকার
ইচ্ছে করে গলায় পরি
গড়িয়ে অলংকার ।
আহা যদি পারতাম !
যদি পারতাম
আমি মন খেলিয়ে
বানিয়ে নিতাম,মনের মতো
উজ্জ্বলতা লজ্জা দিতো
রাজ-রানীদের হার ।
আমি তাদের সভায় যেতাম
দুলিয়ে শাড়ির পাড়
দেখতো লোকে অবাক চোখে
এমন শোভা কার ! !
কঠিন চিকন প্রাণ গলানো
তীক্ষ্ন হীরের ধার
মনের মতো কাটবে এমন
পাই নি মণিকার ।
তাইতো থাকি ছায়ার মতো
বই যে তোমার ভার
পাছে এমন রতন মানিক
কন্ঠে দোলাও কার ? ?
আতিক ।
©somewhere in net ltd.