![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম: অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
লেখক: আহমদ ছফা
Category: প্রেম উপন্যাস
মোট চরিত্র: ৫২টি
প্রথম চরিত্র: সোহিণী[নায়িকা]
শেষ চরিত্র: জমিরুদ্দীন[শামারোখের স্বামী]
একমাত্র রোগের নাম: প্লুরিসি
প্রথম থেকেই অত্যন্ত প্রাঞ্জল । রুপবতী সোহিণীর কাছে প্রেম নিবেদন করতে গিয়ে জাহেদ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে তার অতীত প্রেমের কাহিনী । কোথাও প্রেম,কোথাও ঈর্ষা, কোথাও নারীত্বের সুন্দরতম প্রকাশের মধ্যে উপন্যাসের বিস্তৃতি ঘটেছে । উপন্যাস জুড়ে ঘটনা বর্ণনার ক্ষেত্রে লেখকের পরিমিতবোধের পরিচয় পাওয়া যায় ।
তবে কিছু জায়গায় অস্পষ্টতা বিদ্যমান । যেমন:
১। কল্পনা আখতার লুলু [প্রথম প্রেমিকা দুরদানার বোন] -র চরিত্রটি স্পষ্ট হয়নি । অথচ এই চরিত্রটি উপন্যাসের অন্যতম চরিত্র ।
২। উপন্যাসের একটি জায়গায় লেখক বলেছেন দুরদানা আফরাসিয়াব[প্রথম প্রেমিকা] ও শামারোখ[দ্বিতীয় প্রেমিকা] -এর মধ্যে যথেষ্ঠ মিল রয়েছে । কিন্তু কি মিল রয়েছে তা তিনি বলেননি ।
যা হোক , সামগ্রিকভাবে বলা যায় , "অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী" প্রেম উপন্যাসটি শিল্পিত সৌন্দর্যের অনন্য নিদর্শন ।
নিম্নে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ধারাবাহিক ভাবে বর্ণিত হলো :
১।সোহিণী[নায়িকা]
২।দুরদানা আফরাসিয়াব[প্রথম প্রেমিকা]
৩।জাহেদ[নায়ক,বর্তমানে গবেষক]
৪।হুমায়ুন[জাহিদের পরিচিত]
৫।স্মৃতিকণা চৌধুরী[দুরদানার পরিচিত]
৬।ইউনুস জোয়ারদার[দুরদানার ভাই,কুখ্যাত সন্ত্রাসী]
৬।মাওলানা হান্নান[আরবি বিভাগের লেকচারার]
৭।কল্পনা আখতার লুলু [দুরদানার বোন]
৮।শামারোখ[দ্বিতীয় প্রেমিকা]
৯।বানু[শামারোখের বোন]
১০।ডঃশরীফুল ইসলাম চৌধুরী[ইংরেজী বিভাগের প্রধান]
১১।দিলদার হোসেন[জাহেদের পরিচিত]
১২।শাহরিয়ার[প্রবীণ কবি]
১৩।জমিরুদ্দীন[শামারোখের স্বামী]
উল্লেখিত চরিত্র ছাড়াও এই উপন্যাসে আরো ৩৯টি চরিত্র রয়েছে । এতেই বুঝা যায় , অন্য অনেক উপন্যাসের মত এখানে শুধুমাত্র নায়ক-নায়িকার মধ্যে বর্ণনা সীমাবদ্ব থাকেনি । নায়ককে যথাযথ ভাবে ফুটিয়ে তোলা ছাড়াও যে অসাধারন প্রেম উপন্যাস রচনা সম্ভব , তাই প্রমাণিত হয়েছে "অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী" উপন্যাসে ।
এস.এম. আতিকুর রেজা
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
©somewhere in net ltd.