![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর গেলাম । এই দীর্ঘ ভ্রমনে সবচেয়ে আনন্দ পেলাম আজ । প্রথমে গোঁকনঘাট থেকে ২০০ টাকা দিয়ে স্পিড বোডে করে নবীনগর লঞ্ছঘাটে নামলাম । তারপর গেলাম বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়ীয়া শাখার বিশেষ সদস্য পদ পেলাম । তারপর আল-মদীনা গণ পাঠাগারে গিয়ে মক্তবের প্রায় ৫০ জন ছেলে-মেয়েদের পড়ালাম । তাদের কাছে জানতে চেয়েছি, সবচেয়ে কঠিন বিষয় কোনটি ? সমস্বরে উত্তর একটাই, ইংরেজীর Verb এর অংশটা বুঝি না । তারপর তাদের Verb বুঝালাম । তারপর বিকালের নাস্তা হিসেবে তাদের জন্য মিষ্টি কিনে আনলাম । মিষ্টি পেয়ে তাদের আনন্দ দেখে কে . . . . . তাদের আনন্দ দেখে আমিও আনন্দিত । নিজে কতদিন বাঁচবো জানি না । মনে হয়, আর ১০-১৫ বছর । তবে যতদিন বাঁচবো এই দিনটির কথা কখনো ভুলবো না । I Promise .... I Promise ....
এস.এম. আতিকুর রেজা
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
©somewhere in net ltd.